ETV Bharat / bharat

Corona Update in India: ছ'মাসে সর্বাধিক সংক্রমণ দেশে! একদিনে করোনা আক্রান্তের সংখ্যা 4 হাজার ছুঁইছুঁই

author img

By

Published : Apr 2, 2023, 12:06 PM IST

Corona Update in India
24 ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা 4 হাজার ছুঁইছুঁই

ফের করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী ৷ ধীরে ধীরে মাথা চাড়া দিচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় চার হাজারের দোরগোড়ায় ৷ যা গত ছ'মাসে সর্বোচ্চ ৷

নয়াদিল্লি, 2 এপ্রিল: ফের চোখ রাঙাচ্ছে করোনা ৷ বাড়ছে দৈনিক আক্রান্তের সংখ্যা ৷ একদিনে প্রায় চার হাজার মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হলেন। যা গত যা 184 দিনে সর্বাধিক ৷ রবিবার সকালের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুয়ায়ী গত 24 ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন 3 হাজার 824 জন ৷ ফলে করোনায় সক্রিয় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁডা়ল 18 হাজার 389 ৷

ভারতের মোট কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে হল 4.47 কোটি (4 কোটি 47 লক্ষ 22 হাজার 605)। গত 24 ঘণ্টায় মারণ ভাইরাসে 4 জনের মৃত্যু হয়েছে ৷ ফলে দেশে করোনায় মৃতের সংখ্যা 5 লক্ষ 30 হাজার 881 ৷ দিল্লি, হরিয়ানা, কেরালা এবং রাজস্থান থেকে গত 24 ঘণ্টায় মৃত্যুর খবর এসেছে ৷ করোনায় দৈনিক পজিটিভিটি রেট বেড়ে হয়েছে 2.87 শতাংশ ৷ করোনাকে হারিয়ে এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন 4 কোটি 41 লক্ষ 73 হাজার 335 জন ৷

স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুসারে, এখনও পর্যন্ত দেশব্যাপী কোভিডের টিকা দেওয়া হয়েছে 220.66 কোটি ৷ দু'বছর আগে 16 জানুয়ারিতে দেশব্যাপী কোভিড-19 ভ্যাকসিনের 2.2 কোটি ডোজ দেওয়া হয়েছে এখনও পর্যন্ত। তবে সম্প্রতি ভারতের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা আবারও চিন্তা বাড়াচ্ছে ৷ বিশেষ করে মহারাষ্ট্র এবং দিল্লিতে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে করোনা ৷ এই পরিস্থিতিতে আগে থেকেই সতর্ক হওয়া প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা ৷ মাস্ক, স্যানিাটইজারের মতো প্রাথমিক স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে ৷ সেইসঙ্গে আগামিদিনে নতুন করে অতিমারির পরিস্থিতি তৈরি হলে তা নিয়ন্ত্রণের জন্য হাসপাতাগুলিতে পর্যাপ্ত শয্যা, ওষুধপত্র, অক্সিজেন এবং আইসিইউ পরিষেবা রয়েছে কি না, তা যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন: রাজ্যে ফের করোনার হদিশ ! কলকাতা থেকে ফিরতেই 'পজিটিভ' মালদা মেডিক্যালের ছাত্র

এদিকে করোনার বাড়বাড়ন্তের মধ্যেই অ্যান্টিবায়োটিকের ব্যবহার নিয়ে নয়া গাইডলাইনস দিয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের গাইডলাইনে বলা হয়েছে, করোনা সংক্রমণ বৃদ্ধির আবহে কথায় কথায় অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ওষুধ খেলে চলবে না। ব্যাকটেরিয়াজাত সংক্রমণের সম্ভাবনা থাকলেই শুধু রোগীকে অ্যান্টিবায়োটিক খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। সাধারণ জ্বরের ক্ষেত্রে প্যারাসিট্যামলের উপরই আস্থা রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.