ETV Bharat / bharat

Corona Update India : 35 হাজারের নিচে দৈনিক সংক্রমণ

author img

By

Published : Sep 10, 2021, 10:09 AM IST

Updated : Sep 10, 2021, 10:58 AM IST

গত 24 ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন 34 হাজার 973 জন ৷ তার আগের 24 ঘণ্টায় এই সংখ্যাটা ছিল 43 হাজার 263 ৷ তাই কিছুটা কমেছে দৈনিক সংক্রমণ ৷

ভারতে করোনা সংক্রমণ
ভারতে করোনা সংক্রমণ

নয়াদিল্লি, 10 সেপ্টেম্বর : দেশে কিছুটা কমল করোনার দৈনিক সংক্রমণ ৷ স্বাস্থ্য় মন্ত্রকের (Health Ministry) দেওয়া হিসেব অনুযায়ী গত 24 ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন 34 হাজার 973 জন ৷ এ নিয়ে দেশে মোট সংক্রমণের সংখ্যা দাঁড়াল 3 কোটি 31 লক্ষ 74 হাজার 954 ৷ এর আগের 24 ঘণ্টায় নতুন করে করোনা সংক্রামিত হয়েছিলেন 43 হাজার 263 জন ৷ তাই দৈনিক সংক্রমণে কিছুটা উন্নতি হয়েছে ৷ তবে কেরালায় গত 24 ঘণ্টায় সংক্রামিত হয়েছেন 26 হাজার 200 জন ৷ মারা গিয়েছেন 114 জন ৷

গত 24 ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন 37 হাজার 681 জন ৷ তার আগের দিন এই সংখ্যাটা ছিল 40 হাজার 567 জন ৷ তাই সুস্থতার সংখ্যা সামান্য কমেছে ৷ সুস্থতার হার 97.49% ৷ গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 260 জনের ৷ তার আগের দিন মৃতের সংখ্যা ছিল 338 ৷ তাই মৃত্যুর সংখ্যা সামান্য কমেছে ৷ দেশের অন্য রাজ্যগুলির তুলনায় এখনও সংক্রমণে এগিয়ে রয়েছে কেরালা ৷ তবে আগের দিনের তুলনায় গত 24 ঘণ্টায় সংক্রমণের সংখ্যা 30 হাজার থেকে কমে 26 হাজারের ঘরে এসেছে ৷

আরও পড়ুন : By Election : সিদ্ধিদাতার আশীর্বাদ নিয়ে আজ মনোনয়ন পেশ করবেন মমতা

এখনও অবধি সক্রিয় রোগী (Active Cases) সংখ্যা 3 লক্ষ 90 হাজার 646 ৷ আজ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 3 কোটি 23 লক্ষ 42 হাজার 299 জন ৷ আজ সকাল 8টা পর্যন্ত দেশে মোট মৃত্যু হয়েছে 4 লক্ষ 42 হাজার 009 জনের ৷ দেশে এখনও অবধি ভ্যাকসিনের ডোজ পেয়েছেন 72 কোটি 37 লক্ষ 84 হাজার 586 জন ৷ গত 24 ঘণ্টায় নতুন করে ভ্যাকসিন দেওয়া হয়েছে 67 লক্ষ 58 হাজার 491 জনকে ৷

Last Updated : Sep 10, 2021, 10:58 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.