ETV Bharat / bharat

Corona Update In India : দৈনিক সংক্রমণ কমে 3.6 লাখ, তবে বাড়ল পজিটিভিটির হার

author img

By

Published : Jan 24, 2022, 9:38 AM IST

Updated : Jan 24, 2022, 11:15 AM IST

Corona Update In India
Corona Update In India

গোটা বিশ্বে 35.20 কোটি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে ৷ তার মধ্যে ভারতীয়দের সংখ্যা 3.95 কোটি ৷

নয়াদিল্লি, 24 জানুয়ারি : দেশে করোনা তৃতীয় ঢেউয়ের দাপট জারি রয়েছে ৷ এখনও দৈনিক সংক্রমণ 3 লাখের উপরেই রয়েছে ৷ যদিও আগের দিনের চেয়ে দৈনিক সংক্রমণ বেশ কিছুটা কমেছে ৷ স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুযায়ী, গত 24 ঘণ্টায় 3 লাখ 6 হাজার 64 জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৷ আক্রান্তের সংখ্যা আগের দিনের চেয়ে 27 হাজার 469 জন কম ৷ কমেছে মৃত্যুও ৷ তবে সংক্রমণ ও মৃত্যু কমলেও বেড়েছে পজিটিভিটি রেট ৷

স্বস্তির খবর এই যে গত 24 ঘণ্টায় 2 লাখ 43 হাজার 495 জন করোনামুক্ত হয়েছেন ৷ এখনও 22 লাখ 49 হাজার 335 জন ভাইরাসে সংক্রমিত ৷ সবমিলিয়ে সক্রিয় আক্রান্তের হার 5.59 শতাংশ ৷ একদিনে 14 লাখ 74 হাজার 753 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ তার মধ্যে সংক্রামিতের হার 20.75 শতাংশ ৷ আগের দিনের চেয়ে করোনা সংক্রমণ কমেছে 8 শতাংশ ৷ পজিটিভিটি হার 17.78 শতাংশ থেকে বেড়ে হয়েছে 20.75 শতাংশ ৷

আরও পড়ুন : 73rd Republic Day Celebration : করোনার ধাক্কায় সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে ব্রাত্য ১৫ বছরের কম বয়সিরা

সংক্রমণের পাশাপাশি কমেছে মৃত্যুও ৷ স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত 24 ঘণ্টায় মারা গিয়েছেন 439 জন করোনা সংক্রামিত রোগী ৷ আগের দিন এই সংখ্যাটা ছিল 525 ৷

Last Updated :Jan 24, 2022, 11:15 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.