ETV Bharat / bharat

Corona in India : দৈনিক সংক্রমণ এক লাফে 16 হাজারে, বেড়েছে মৃত্যু

author img

By

Published : Oct 23, 2021, 11:43 AM IST

একটানা 29 দিন ধরে 30 হাজার এবং 118 দিন ধরে 50 হাজারের নিচে রয়েছে দৈনিক করোনা সংক্রমণ ৷ কিন্তু সকাল 8টায় স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত বুলেটিন অনুযায়ী বেড়েছে দৈনিক সংক্রমণ ও মৃত্যু ৷ কেরালায় সংক্রমণ ও মৃত্যু ঊর্ধ্বমুখী ৷

করোনার দৈনিক সংক্রমণ
করোনার দৈনিক সংক্রমণ

নয়াদিল্লি, 23 অক্টোবর : ফের বাড়ল করোনার দৈনিক সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় দেশে নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন 16 হাজার 326 জন ৷ মারা গিয়েছেন 666 জন, জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক (Health Ministry) ৷

গত 24 ঘণ্টায় দৈনিক করোনা সংক্রমণ 16 হাজারে পৌঁছেছে ৷ তার আগের দিন এই সংখ্যাটা ছিল 15 হাজার 786 ৷ একলাফে সংক্রমণ বাড়ল প্রায় 1 হাজার ৷ এ নিয়ে দেশে মোট 3 কোটি 41 লক্ষ 59 হাজার 56 জন করোনা সংক্রামিত হয়েছেন ৷ বেশ কিছুটা বেড়েছে মৃতের সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় 666 জন করোনা সংক্রামিত রোগীর মৃত্যু হয়েছে ৷ তার আগের দিন মারা গিয়েছিলেন 231 জন ৷ এ নিয়ে মোট 4 লক্ষ 53 হাজার 708 জন রোগী প্রাণ হারালেন ৷

যদিও কমছে সক্রিয় রোগীর (active case) সংখ্যা ৷ গত 24 ঘণ্টার হিসেবের পর মোট সক্রিয় রোগী 1 লক্ষ 73 হাজার 728 জন, যা গত 233 দিনে সবচেয়ে কম ৷ গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 17 হাজার 677 জন করোনা সংক্রামিত রোগী ৷ সুস্থতার হার 98.16% ৷ মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল 3 কোটি 35 লক্ষ 32 হাজার 126 জন ৷

টানা 29 দিন ধরে 30 হাজার এবং 118 দিন ধরে 50 হাজারের নিচে রয়েছে দৈনিক করোনা সংক্রমণ ৷ সকাল 8টায় পাওয়া রিপোর্ট অনুযায়ী, 68 লক্ষ 48 হাজার 417 জন নাগরিক কোভিড-19 ভ্যাকসিন পেয়েছেন গত 24 ঘণ্টায় ৷

আরও পড়ুন : Corona in Bengal : রাজ্যে ফের বাড়ল দৈনিক করোনা সংক্রমণ, কমল মৃত্যু

তবে কেরালায় দৈনিক সংক্রমণে শীর্ষে রয়েছে ৷ গত 24 ঘণ্টায় 9 হাজার 361 জন রোগী শুধুমাত্র এ রাজ্যেই নতুন করে সংক্রামিত হয়েছেন ৷ আর দেশে মোট মৃত রোগীর মধ্যে 563 জন শুধু কেরালাতেই মারা গিয়েছেন ৷ তাই ভ্যাকসিন 1 কোটি পেরলেও কেরালার পরিস্থিতি এখনও সংকটজনক ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.