ETV Bharat / bharat

Corona in India : নবরাত্রি-দুর্গাপুজো শেষ, করোনা সংক্রমণ 14 হাজারে

author img

By

Published : Oct 17, 2021, 11:08 AM IST

আসন্ন দীপাবলি উৎসব ৷ তার আগে নবরাত্রি, দুর্গাপুজো মেটার পরেও দৈনিক সংক্রমণ নিম্নমুখী রয়েছে ৷ কমেছে দৈনিক সংক্রমণ, বেড়েছে সুস্থতার সংখ্যা, মৃতের সংখ্যাও কমেছে ৷

করোনার দৈনিক সংক্রমণ
করোনার দৈনিক সংক্রমণ

নয়াদিল্লি, 17 অক্টোবর : নবরাত্রি আর দুর্গাপুজো শেষ ৷ উৎসব মিটলেও বাড়েনি করোনার দৈনিক সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন 14 হাজার 146 জন, মারা গিয়েছেন 144 জন, জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক (Health Ministry) ৷ আজ সকাল 8টায় প্রকাশিত বুলেটিন অনুযায়ী দেশে মোট করোনা সংক্রামিত রোগীর সংখ্যা 3 কোটি 40 লক্ষ 67 হাজার 719 ৷ গত 24 ঘণ্টায় সংক্রমণ 14 হাজারে নেমেছে, তার আগের দিন এই সংখ্যা ছিল 15 হাজার 981 ৷ তাই বলা যায়, পরিস্থিতির উন্নতি হচ্ছে ৷

বেড়েছে সুস্থতার সংখ্যাও ৷ গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 19 হাজার 788 জন করোনা সংক্রামিত রোগী ৷ তার আগের দিন 17 হাজার 861 জন রোগী সুস্থ হয়েছিলেন ৷ সুস্থতার হার 98.10% ৷ সামান্য কমেছে মৃতের সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় 144 জন রোগীর মৃত্যু হয়েছে, তার আগের দিন 166 জন রোগী মারা গিয়েছিলেন ৷ এ নিয়ে দেশে করোনা সংক্রামিত রোগীর মৃত্যুর সংখ্যা হল 4 লক্ষ 52 হাজার 124 ৷ মৃত্যুর হার 1.33 % ৷

গত 24 ঘণ্টায় সক্রিয় রোগীর (Active cases) সংখ্যা কমেছে ৷ এ পর্যন্ত সক্রিয় রোগীর সংখ্যা 1 লক্ষ 95 হাজার 846, যা মোট সংক্রমণের 0.57 % ৷ গত 24 ঘণ্টায় 41 লক্ষ 20 হাজার 772 জনকে কোভিড-19 ভ্যাকসিন দেওয়া হয়েছে ৷ দেশে এ পর্যন্ত মোট 97 কোটি 65 লক্ষ 89 হাজার 540 জন কোভিড-19 ভ্যাকসিন পেয়েছেন ৷

আরও পড়ুন : Corona in Bengal : সাড়ে চারশোর কম দৈনিক সংক্রমণ, মৃত 10

তবে কেরালা এখনও দৈনিক সংক্রমণে শীর্ষে রয়েছে ৷ গত 24 ঘণ্টায় 7 হাজার 955 জন নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন, যা দেশের মোট দৈনিক সংক্রমণের প্রায় অর্ধেক ৷ দেশে মোট মৃত্যুর মধ্যে 57 জন রোগী শুধু মারা গিয়েছেন কেরালাতে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.