ETV Bharat / bharat

INDIA leaders to meet President Murmu: মণিপুর নিয়ে রাষ্ট্রপতির কাছে যাচ্ছে ‘ইন্ডিয়া’র প্রতিনিধি দল

author img

By

Published : Aug 1, 2023, 7:40 PM IST

Updated : Aug 1, 2023, 11:00 PM IST

INDIA leaders to meet President Droupadi Murmu: সম্প্রতি মণিপুর থেকে ঘুরে এসেছে বিরোধীদের ‘ইন্ডিয়া’র প্রতিনিধি দল ৷ বুধবার ওই প্রতিনিধি দল যাবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে ৷ সেখানে মণিপুরের সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে রাষ্ট্রপতিকে জানাবেন বলে জানা গিয়েছে ৷

INDIA leaders to meet President Murmu
INDIA leaders to meet President Murmu

নয়াদিল্লি, 1 অগস্ট: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে আগামিকাল, বুধবার সাক্ষাৎ করবে ‘ইন্ডিয়া’র প্রতিনিধি দল ৷ মণিপুর ইস্যু নিয়েই রাষ্ট্রপতির কাছে তারা দরবার করতে যাবে ৷ মঙ্গলবার এই সাক্ষাতের জন্য সময় চাওয়া হয় রাষ্ট্রপতির অফিসে ৷ আগামিকাল সকাল সাড়ে 11টায় সময় বরাদ্দ করা হয়েছে ওই নেতাদের জন্য ৷

প্রায় তিনমাস ধরে জ্বলছে মণিপুর ৷ সম্প্রতি সেখানে দুই মহিলার উপর প্রকাশ্যে যৌন নিপীড়ণের ভিডিয়ো সামনে আসে ৷ তার পর এই নিয়ে বিরোধীরা সরকারকে কোণঠাসা করতে তৎপর ৷ সংসদে মণিপুর ইস্যুতে আলোচনা চেয়েছে বিরোধীরা ৷ তাঁরা এই নিয়ে সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিবৃতিও দাবি করেছে ৷

এরই মধ্যে মণিপুর থেকে ঘুরে এসেছে বিরোধীদের ‘ইন্ডিয়া’র এক প্রতিনিধি দল ৷ রাষ্ট্রপতির কাছে বুধবার যাঁরা যাবেন, সেই দলে ওই প্রতিনিধি দলে থাকা 21 জন সাংসদও থাকবেন বলে জানা গিয়েছে ৷ সূত্রের খবর, মণিপুরে গিয়ে ওই প্রতিনিধি দল যা দেখে এসেছেন, সেই রিপোর্টই তাঁরা দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে ৷ বিরোধীরা শুধু সংসদে আলোচনা চেয়ে থেমে নেই ৷ তারা মণিপুরে এন বীরেন সিংয়ের সরকারের অপসারণের দাবিতেও সরব হয়েছে ৷ এই দাবিও তারা রাষ্ট্রপতির কাছে রাখবেন বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন: মণিপুরের ডিজিপি'কে তলব সুপ্রিম কোর্টের, পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ

এদিকে এই ইস্যুতে মঙ্গলবারও সংসদ অচল হয়েছে ৷ বিরোধীদের দাবি, সরকার আলোচনায় রাজি নয় ৷ বিবৃতি দিতে চাইছেন না বলে প্রধানমন্ত্রী সংসদে আসছেন না ৷ যদিও সরকার পক্ষের দাবি, তারা আলোচনায় রাজি ৷ কিন্তু বিরোধীরা আলোচনা চাইছে না ৷ তারা সংসদ অচল করে রাখতে চায় ৷ মণিপুরের পাশাপাশি সরকার পক্ষ দেশের অন্য রাজ্যগুলিতেও যে নারী নির্যাতনের ঘটনা ঘটছে, তা নিয়েও আলোচনা করতে চায় সংসদে ৷ কিন্তু বিরোধীরা শুধু মণিপুর নিয়ে আলোচনায় অনড় ৷

Last Updated :Aug 1, 2023, 11:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.