ETV Bharat / bharat

2020-21 অর্থবর্ষে দেশে আর্থিক বৃদ্ধির হার নিম্নমুখী, বলছে NSO-র তথ্য

author img

By

Published : May 31, 2021, 8:41 PM IST

দেশের করোনা পরিস্থিতিতে মুখ থুবড়ে পড়েছে ভারতের অর্থনীতি ৷ 2020-21 আর্থিক বছরে 7.3 শতাংশ নেতিবাচক বৃদ্ধির (negative growth) সাক্ষী থাকতে হয়েছে দেশকে ৷ সোমবার জাতীয় সংখ্যাতত্ত্ব কার্যালয় (NSO)-এর তরফে গড় জাতীয় উৎপাদনের (GDP) পরিমাণ প্রকাশ করা হয় ৷ তাতেই সামনে আসে এই তথ্য ৷

India experienced a negative growth of 7.3 per cent for 2020-21
2020-21 অর্থবর্ষে দেশে বৃদ্ধির হার নিম্নমুখী, বলছে তথ্য

নয়াদিল্লি, 31 মে : গত চার দশকের নিরিখে নয়া রেকর্ড গড়েছে ভারতের অর্থনীতি ৷ 2020-21 আর্থিক বছরে দেশের বৃদ্ধির গতি ছিল নিম্নগামী ৷ এই অর্থবর্ষে 7.3 শতাংশ নেতিবাচক বৃদ্ধির (negative growth) সাক্ষী থাকতে হয়েছে দেশকে ৷ যদিও শেষ তিন মাসে কিছুটা হলেও ছন্দে ফেরার চেষ্টা করেছে ভারতের অর্থনীতি ৷ খুব সামান্য় হলেও (1.6 শতাংশ) বেড়েছে বৃদ্ধির হার ৷

সোমবার জাতীয় সংখ্যাতত্ত্ব কার্যালয় (NSO)-এর তরফে গড় জাতীয় উৎপাদনের (GDP) পরিমাণ প্রকাশ করা হয় ৷ তাতে দেখা যাচ্ছে, গত বছর কেন্দ্রীয় সরকার দেশব্য়াপী আনলক প্রক্রিয়া শুরু করার পরই একটু একটু করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ভারতের অর্থনীতি ৷ এই প্রক্রিয়া শুরু হয় 2020 সালে জুলাই মাস থেকে ৷ তার আগে 2020 সালের মার্চ মাস থেকে জুন মাস পর্যন্ত করোনার কারণে গোটা দেশকে তালাবন্দি থাকতে হয়েছে ৷ যার সরাসরি প্রভাব পড়েছে অর্থনীতিতে ৷ কাজকর্ম থমকে যাওয়ায় কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে বৃদ্ধির হারও ৷

আরও পড়ুন : কোভিডকালে ভারতে জিডিপি-র ঋণের অনুপাত 74% থেকে বেড়ে 90%: আইএমএফ

হিসাব বলছে, 2021 সালে জানুয়ারি মাস থেকে মার্চ মাসের মধ্যে পরিস্থিতি তুলনামূলক অনেকটাই স্বাভাবিক ছিল ৷ এই সময়ের মধ্যে অধিকাংশ কলকারখানা, অফিস ও ব্য়বসায়িক প্রতিষ্ঠানগুলি খুলতে শুরু করে ৷ শুরু হয় উৎপাদন ৷ তারপরও এই তিনমাসে বৃদ্ধি হার ছিল মাত্র 1.6 শতাংশ ৷ বৃদ্ধির এই হারই বলে দিচ্ছে, সবকিছু ঠিকঠাক ছিল না ৷

এর আগে 2019-20 অর্থবর্ষে শেষ 11 বছরের মধ্যে সর্বনিম্ন বৃদ্ধির সাক্ষী ছিল দেশ ৷ সেবার মূলত উৎপাদন ক্ষেত্র ও নির্মাণ শিল্পে সংকোচনের জন্যই বাধা পায় বৃদ্ধির হার ৷ কিন্তু সেই রেকর্ডও ছাপিয়ে যায় দেশের করোনা পরিস্থিতি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.