ETV Bharat / bharat

Parliament Monsoon Session: সরকারকে চাপে ফেলতে খাড়গের ঘরে বৈঠক বিরোধীদের

author img

By

Published : Jul 27, 2023, 11:18 AM IST

Updated : Jul 27, 2023, 12:53 PM IST

আজ সংসদের বাদল অধিবেশনের ষষ্ঠ দিন ৷ আজও প্রধানমন্ত্রীর অনুপস্থিতি প্রসঙ্গে বিরোধীরা সরব ৷ সকালে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের ঘরে বৈঠক করে ইন্ডিয়া জোটের দলগুলি ৷ মণিপুর ইস্যুতে আজ সবাই কালো পোশাক পরে এসেছেন ৷

ETV Bharat
কংগ্রেস

নয়াদিল্লি, 27 জুলাই: আজ সংসদীয় অধিবেশনের ষষ্ঠ দিন ৷ সকালে রাজ্যসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের ঘরে ইন্ডিয়া জোটের সাংসদরা বৈঠক করেন ৷ বৃহস্পতিবার লোকসভা ও রাজ্যসভায় বিরোধী সাংসদরা কী কৌশল নেবেন, তা ঠিক করতে এই বৈঠক ৷ বুধবার ইন্ডিয়া জোটের পক্ষ থেকে লোকসভায় অনাস্থা প্রস্তাব আনার নোটিশ দেন অসমের কংগ্রেস সাংসদ গৌরব গগৈ ৷ তিনি ছাড়া বিআরএস সাংসদ নাগেশ্বর রাও একই নোটিশ দিয়েছিলেন ৷ এদিন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা তাঁদের নোটিশ গ্রহণ করেন এবং অনাস্থা ভোটাভুটিতে সম্মতি দিয়েছেন ৷ তবে কবে এই ভোটাভুটি হবে, তা জানাননি অধ্যক্ষ ৷

আজ সকালে সংসদীয় অধিবেশন শুরুর পরেই দুপুর 2টো পর্যন্ত লোকসভার অধিবেশন মুলতুবি ঘোষণা করেন অধ্যক্ষ ওম বিড়লা ৷ এদিকে রাজ্যসভাতেও প্রথমে দুপুর 12টা পর্যন্ত মুলতুবি ঘোষণা করা হয় ৷ পরে অধিবেশন শুরু হলেও ফের দুপুর 2টো পর্যন্ত রাজ্যসভায় মুলতুবি ঘোষণা করেন উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড় ৷

  • #WATCH | Parliamentary Affairs Minister Pralhad Joshi says, "PM Modi had said that they (Opposition) can bring No Confidence Motion in 2023 once again. They have come prepared. But there is a little divide there. Congress party, as per its usual attitude, did not consult the… pic.twitter.com/oF0h5xNWkX

    — ANI (@ANI) July 27, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিকে, আজ সকালে সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, বিরোধীরা 2023 সালে আরেকবার অনাস্থা প্রস্তাব আনতেই পারে ৷ তারা তৈরি হয়েই এসেছে ৷ তবে কংগ্রেস তাদের স্বভাববশত অন্য বিরোধী দলগুলির সঙ্গে আলোচনা করেনি ৷" তিনি আরও জানান, প্রথমত, বিরোধীদের মধ্যে ঐক্য থাকা প্রয়োজন ৷ তারপরই তারা প্রধানমন্ত্রীর প্রতি সাধারণ মানুষের আস্থা নিয়ে কথা বলতে পারে ৷

আরও পড়ুন: 'ঝুট বোলে কাওয়া কাটে ...' সংসদের বাইরে রাঘব চাড্ডাকে কাকে ঠুকরে দেওয়ার ঘটনায় কটাক্ষ বিজেপি'র

2014, 2019 সালের লোকসভা নির্বাচনে বিজেপির জয়ের প্রসঙ্গ তুলে ধরেন মন্ত্রী ৷ তিনি আত্মবিশ্বাসী, 2024 সালেও প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদিই ৷ বিরোধীদের কটাক্ষ করে তিনি বলেন, "অনাস্থা প্রস্তাব এনে এবং কালো পোশাক পরে কিছু হবে না ৷" প্রসঙ্গত, সংসদের বাদল অধিবেশন শুরুর প্রথম থেকেই দুই কক্ষ মণিপুর ইস্যুতে উত্তাল হয়ে উঠেছে ৷ সংসদের মধ্যে মণিপুরের হিংসা নিয়ে প্রধানমন্ত্রীর বিবৃতি চেয়েছে ইন্ডিয়া জোট এবং অন্য দলগুলি ৷

Last Updated : Jul 27, 2023, 12:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.