ETV Bharat / bharat

UP Crime Index: উত্তরপ্রদেশে প্রতিদিন গড়ে চার শিশু যৌন হেনস্তার শিকার, অপরাধ তালিকার শীর্ষে লখনউ

author img

By

Published : Dec 19, 2022, 3:28 PM IST

Updated : Dec 19, 2022, 4:59 PM IST

একের পর এক ধর্ষণের ঘটনায় আগেই বারবার নাম জড়়িয়েছে ৷ এরপর ফের খবরের শিরোনামে যোগী রাজ্য ৷ উত্তরপ্রদেশের 48টি জেলায় প্রতিদিন চারটি করে যৌন হেনস্থার মামলা নথিভুক্ত হয় । শিশু কর্মী নরেশ পারসের (Child activist Naresh Paras) করা একটি আরটিআই (Right to Information)-এর জবাবে এই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে ।

Crime against child
Crime against child

আগ্রা, 19 ডিসেম্বর: তথ্য জানার অধিকার আইনে (Right to Information Act) এক ব্যক্তি উত্তরপ্রদেশের জেলাগুলিতে যৌন নির্যাতনের ঘটনা সম্পর্কে জানতে চান ৷ আর এরপরেই সামনে এল চাঞ্চল্যকর তথ্য ৷ প্রতিদিন যোগী রাজ্যে গড়ে চারজন করে মেয়ে যৌন নির্যাতনের শিকার হয় ৷

তাজনগরীতে শিশুদের বিকাশের জন্য কাজ করেন নরেশ পারস (Child activist Naresh Paras) ৷ শিশু কর্মী নরেশ উত্তরপ্রদেশ সরকারের কাছে একটি আরটিআই করেন ৷ যেখানে তিনি জানতে চান, জেলাগুলিতে শিশুদের ওপর যৌন নির্যাতনের তথ্য সম্পর্কে ৷ আর এই আরটিআই-এর প্রতিক্রিয়া সবাইকে হতবাক করে দেয় ।

জানা গিয়েছে, শিশুকর্মী নরেশ পারস 2015 থেকে 2021 সাল পর্যন্ত শিশুদের বয়স অনুসারে জেলাগুলিতে যৌন নির্যাতনের ঘটনা সম্পর্কে আরটিআই-এর মাধ্যমে পুলিশ সুপার, স্টেট ক্রাইম রেকর্ডস, লখনউয়ের কাছে তথ্য চেয়েছিলেন । রাজধানী লখনউ-সহ প্রায় 48টি জেলার তথ্য সংকলন করার পরে আরটিআই অফিস নরেশকে একটি রিপোর্ট পাঠিয়েছে ।

আরটিআই-এর রিপোর্ট অনুসারে, গত 7 বছরে 11 হাজার 902টি শিশুদের বিরুদ্ধে যৌন নির্যাতনের মামলা নথিভুক্ত করা হয়েছে। সেই অনুযায়ী, প্রতিদিন চারজন করে শিশু কন্যা যৌন নির্যাতনের শিকার হয়েছে রাজ্যে (Everyday 4 girls sexually abused in UP)। এই তথ্য হল রাজধানী লখনউ-সহ 48টি জেলার ৷ এর মধ্যে উত্তরপ্রদেশের বাকি 27টি জেলার তথ্য নেই । এই আরটিআই(RTI)-এর পর অনুমান করা হচ্ছে, প্রত্যেক বছরই উত্তরপ্রদেশে শিশুদের ওপর যৌন নির্যাতনের ঘটনা বাড়ছে (Crime against child) ।

যৌন নির্যাতনের তালিকায় লখনউ শীর্ষে

এই আরটিআই-তে 48টি জেলার তথ্য দেওয়া রয়েছে ৷ তথ্য অনুসারে, শিশুদের বয়স অনুযায়ী নথিভুক্ত যৌন নির্যাতনের ক্ষেত্রে রাজধানী লখনউ গত 7 বছরে শীর্ষে রয়েছে (Lucknow at top of list) । লখনউতে 800টিরও বেশি শিশুর যৌন নির্যাতন মামলা নথিভুক্ত করা হয়েছে ৷ দ্বিতীয় স্থানে রয়েছে পিলিভিট ৷ সেখানে 750টি মামলা দায়ের করা হয়েছে ৷ তৃতীয় স্থানে রয়েছে বিজনৌর ৷ সেখানে 589টি এবং মহারাজগঞ্জে 489টি মামলা দায়ের করা হয়েছে ।

আগ্রায় 85টি শিশুর মধ্যে মোট 26টি উদ্ধার

আগ্রা জেলার পরিসংখ্যান অনুযায়ী, গত 2 মাসে 85টি মেয়ে নিখোঁজের অভিযোগ দায়ের হয়েছে । যার বেশিরভাগ ঘটনাই ছিল প্রেমের প্রলোভন দেখিয়ে ভুলিয়ে নিয়ে যাওয়ার । ওইসব মেয়েরা নাবালিকা বলে জানা গিয়েছে । বেশিরভাগ ক্ষেত্রে পুলিশ উদ্ধারের কথা বললেও এখন পর্যন্ত মাত্র 26 জন মেয়েকে উদ্ধার করতে পেরেছে পুলিশ । শিশু অ্যাক্টিভিস্টের দাবি, জেলায় মেয়েদের যৌন নির্যাতনের ঘটনা বেড়েছে ৷ যেগুলি পুলিশ নথিভুক্ত করে না এবং এটি উদ্বেগের বিষয় ।

আরও পড়ুন: সেনা আধিকারিকের মেয়ের শ্লীলতাহানি, ঘটনাস্থল লখনউ

Last Updated : Dec 19, 2022, 4:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.