ETV Bharat / bharat

বাড়িতে পিত্জা ডেলিভারি হলে দুয়ারে রেশন কেন নয় ? প্রশ্ন কেজরির

author img

By

Published : Jun 6, 2021, 1:32 PM IST

"If Pizza Can Be Delivered At Home, Why Not Ration in doorstep"; says Arvind Kejriwal
বাড়িতে পিত্জা ডেলিভারি হলে দুয়ারে রেশন কেন নয় ? প্রশ্ন কেজরির

বাড়ি বাড়ি পিত্জা ডেলিভারি হলে দুয়ারে রেশন কেন হতে পারে না ? দিল্লি সরকারের দরজায় রেশন পৌঁছে দেওয়ার প্রকল্পে কেন্দ্র সম্মতি না দেওয়ায় এই প্রশ্ন অরবিন্দ কেজরিওয়ালের ৷

নয়াদিল্লি, 6 জুন : যদি পিত্জা, বার্গার, স্মার্টফোন বাড়িতে ডেলিভারি করা যায়, তাহলে দরজায় দরজায় রেশন কেন বিলি করা যাবে না ? দিল্লি সরকারের দুয়ারে রেশন প্রকল্পের প্রস্তাব কেন্দ্র খারিজ করে দেওয়ার পরদিনই এই প্রশ্ন ছুড়ে দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ তাঁর দাবি, এ ব্যাপারে আইনিভাবে কেন্দ্রের সম্মতি নেওয়ার কোনও প্রয়োজনই নেই, শুধু সৌজন্যতার খাতিরে এই অনুমোদন চেয়েছিল আম আদমি পার্টির সরকার ৷

বাংলায় নির্বাচনের আগেই দুয়ারে রেশন কর্মসুচির কথা ঘোষণা করে চমক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বিপুল ভোটে জিতে তৃতীয়বার রাজ্যে ক্ষমতায় আসার পর সেই প্রকল্প চালু করার প্রক্রিয়াও শুরু করে দিয়েছেন তিনি ৷ সম্প্রতি দরজায় রেশন পৌঁছে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করে দিল্লি সরকার ৷ তবে শনিবারই তাদের সেই উচ্চাকাঙ্ক্ষী প্রকল্পের আশায় জল ঢেলে দিয়েছে কেন্দ্র ৷ তারা দুয়ারে রেশন বিলিতে অনুমোদন দেয়নি ৷

এই নিয়ে রবিবার সরব হন অরবিন্দ কেজরিওয়াল ৷ তিনি বলেছেন, এই প্রকল্প শুরু হওয়ার মাত্র দুদিন আগেই তাতে বাধ সাধল কেন্দ্রীয় সরকার ৷ প্রকল্প শুরু করার আগে দিল্লি সরকার কেন্দ্রের অনুমোদন নেয়নি বলে তারা অভিযোগ করেছে ৷ কেজরির দাবি, "একবার না, পাঁচবার অনুমোদন চাওয়া হয়েছে ৷ আইনগত দিক থেকে আমাদের কেন্দ্রের অনুমোদন নেওয়ার কোনও প্রয়োজন নেই ৷ তবে সৌজন্যতার খাতিরে আমরা তা করেছি ৷"

আরও পড়ুন: উত্তর 24 পরগনায় পরীক্ষামূলকভাবে চালু হল দুয়ারে রেশন প্রকল্প

সাংবাদিক সম্মেলনে দিল্লি মুখ্যমন্ত্রী বলেন, "শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী, আজ আমি খুবই হতাশ ৷ পরের সপ্তাহ থেকেই গরিবদের দরজায় দরজায় রেশন পৌঁছে দেওয়ার প্রকল্প শুরু হত ৷ আমাদের সব প্রস্তুতি নেওয়া হয়ে গিয়েছে ৷ তবে মাত্র দু দিন আগে আপনি তা বন্ধ করে দিলেন ৷ কেন এটা করলেন ?"

অতিমারির পরিস্থিতিতে এই প্রকল্প গোটা দেশেই চালু হওয়া উচিত বলে সওয়াল করেছেন অরবিন্দ কেজরিওয়াল ৷ কারণ রেশনের দোকানগুলিই সুপারস্প্রেডার হয়ে উঠতে পারে বলে তাঁর দাবি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.