ETV Bharat / bharat

এবার হাসিমারায় আসছে রাফাল

author img

By

Published : Jun 21, 2021, 3:54 PM IST

রাফাল যুদ্ধ বিমান আসছে পশ্চিমবঙ্গের হাসিমারায় ৷ এখান থেকে খুব কাছেই ভুটান-তিব্বত সীমান্ত ৷ চিনের বিরুদ্ধে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে এই জায়গা বেছে নিয়েছে ভারতীয় বিমান বাহিনী ৷

হাসিমারায় রাফাল
হাসিমারায় রাফাল

নয়া দিল্লি, 21 জুন : আম্বালা থেকে হাসিমারায় আসবে 101 2য় রাফাল বাহিনী ফ্যালকন অফ ছাম্ব অ্যান্ড আখনুর ৷ ভারত-চিন সীমান্তে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে পশ্চিমবঙ্গের হাসিমারাতেই রাখা হবে ফ্রান্স থেকে আসা যুদ্ধবিমান রাফাল ৷

আরও পড়ুন : কাশ্মীরে গুলির লড়াই, নিকেশ লস্কর-ই-তইবার শীর্ষ নেতা সহ 3 জঙ্গি

4.5 জেনারেশনের রাফালের জন্য আম্বালা আর হাসিমারাকেই দেশের মধ্যে প্রধান পরিচালনা ক্ষেত্র (main operating home base) হিসেবে নির্বাচন করা হয়েছে ৷ 1962-তে ভারত-চিন যুদ্ধের পর হাসিমারাকে তুফানি এয়ারক্রাফ্ট দিয়ে বিশেষ ভাবে তৈরি করা হয় ৷ এখানে রাফাল বিমান রাখার, রক্ষণাবেক্ষণের সব রকম পরিকাঠামো রয়েছে ৷ আর এটা ভুটান-তিব্বতের সীমান্তের কাছেই ৷ তাই হাসিমারাকে এয়ারবেস (airbase) হিসেবে বেছে নেওয়ার এটাই অন্যতম কারণ ৷

রাফালের আকাশ থেকে মাটিতে 300 কিমি দূরত্বে মিসাইল ছোড়ার ক্ষমতা রয়েছে ৷ আর আকাশপথে 120 থেকে 150 কিমি দূরত্ব পর্যন্ত মিসাইল পাঠাতে সক্ষম ৷ বর্তমানে এরকম শক্তিশালী যুদ্ধবিমান ভারতের দুই প্রতিবেশী পাকিস্তান বা চিন, কারও কাছে নেই ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.