ETV Bharat / bharat

Rahul Gandhi: 'মায়ের মতোই ভালো হতে হবে..', জীবনসঙ্গী প্রসঙ্গে রাহুল

author img

By

Published : Dec 29, 2022, 7:39 AM IST

Updated : Dec 29, 2022, 8:48 AM IST

তিনি হাফ সেঞ্চুরি করে ফেলেছেন ৷ এতদিন জীবন সঙ্গী নিয়ে খুব একটা কিছু বলতে শোনা যায়নি রাহুলকে ৷ এবার জানালেন, তাঁর পছন্দের নারী কেমন হবেন (Rahul over Life Partner) ?

Rahul Gandhi
ETV Bharat

নয়াদিল্লি, 29 ডিসেম্বর: দেশের অন্যতম 'মোস্ট এলিজেবেল ব্যাচেলর' তিনি ! আর এখন তো মহামিছিলে নেতৃত্ব দিয়ে রীতিমতো তুলকালাম কাণ্ড বাঁধিয়েছেন বলে মনে করেছ রাজনৈতিক মহল ৷ খবরের শিরোনামে প্রতিদিন তাঁর ছবি, তাঁর কথা ৷ বয়স 50 পেরিয়ে 52 ৷ জীবনে কোনও নারীকে পাশে চান তিনিও ! খোলাখুলি জীবনের এমন একটা দিক প্রকাশ্যে আনলেন রাহুল গান্ধি ৷ কারও সঙ্গে জীবনে থিতু হতে চান কংগ্রেস নেতা ৷ সে কে ? সামাজিকমাধ্যমে একটি সাক্ষাৎকারে সেই নাম অনুচ্চারিত রইল ৷ তবে জীবন সঙ্গীর মধ্যে মা সোনিয়া গান্ধি আর ঠাকুমা ইন্দিরা গান্ধিকে দেখতে চান তিনি (Congress leader Rahul Gandhi broke his silence on life-partner) ৷

ভারত জোড়ো যাত্রা দিল্লি এসে পৌঁছেছে ৷ বড়দিন এবং নতুন বছর উপলক্ষ্যে এখন কংগ্রেস যাত্রীরা বিশ্রাম নিচ্ছেন ৷ আগামী বছরের শুরুতে ফের যাত্রা শুরু করবেন রাহুল ৷ সাক্ষাৎকারে তিনি তাঁর ঠাকুমা (Former Prime Minister Indira Gandhi) তথা দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধিকে "আমার জীবনের ভালোবাসা এবং আমার দ্বিতীয় মা" বলে উল্লেখ করেন ৷ তাহলে তাঁর মতোই কাউকে চান ? এ প্রশ্নের উত্তরে রাহুল অবশ্য অন্যরকম মত প্রকাশ করলেন ৷ তিনি বলেন, "এই প্রশ্নটা বেশ কৌতূহলের...আমি একজন নারীকে চাই... এতে মনে করার কিছু নেই... তাঁর কিছু গুণ থাকতে হবে ৷ কিন্তু, আমার মা এবং ঠাকুমা- দু'জনের ভালো গুণগুলি তাঁর মধ্যে থাকতেই হবে ৷"

আরও পড়ুন: কনকনে শীতেও সর্বক্ষণ পরনে সাদা টিশার্ট কেন? মুখ খুললেন রাহুল

7 সেপ্টেম্বর কন্যাকুমারী থেকে ভারত জোড়ো যাত্রা শুরু করেছেন রাহুল গান্ধি ৷ শেষ হবে জম্মু ও কাশ্মীরে ৷ নেতা রাহুল তো দিনভর রাজনৈতিক বিষয়ে ডুবে রয়েছেন ৷ আর কী পছন্দ তাঁর ? বাইক, সাইকেল চালাতে ভালো লাগে ৷ ভারত জোড়ো যাত্রায় তিনি সাইকেল, বাইক চালিয়েছেন ৷ এ প্রসঙ্গে কংগ্রেস নেতা বলেন, "আমি ইলেক্ট্রিক স্কুটার চালিয়েছি, কিন্তু কখনও ইলেক্ট্রিক বাইক নয় ৷ একটা চিনে কোম্পানি আছে, আপনারা জানেন ? তারা সাইকেল এবং ইলেক্ট্রিক বাইক, মাউন্টেন বাইক তৈরি করে ৷ ধারণাটা দারুণ ৷ আবার পাশাপাশি সেগুলোর মানও ভালো ৷"

এই সাক্ষাৎকারটি তিনি তাঁর টুইটার হ্যান্ডেলে পোস্ট করেছেন ৷ রাহুল গান্ধির নিজের কোনও গাড়ি নেই । একটা সিআর-ভি আছে ৷ সেটাও মায়ের ৷ এ প্রসঙ্গে কংগ্রেস সাংসদ বলেন, "গাড়িতে আমার কোনও আগ্রহ নেই ৷ এমনকী বাইক সংগ্রহেও নয় ৷ কিন্তু আমি বাইক চালাতে ভালোবাসি ৷ আমি গাড়ি মেরামত করতে পারি ৷ তবে গাড়ি নিয়ে খুব একটা মাতামাতি নেই আমার ৷ খুব দ্রুতগতিতে ছুটতে থাকা, এই ব্যাপারটা ভালো লাগে ৷ বাতাসের মধ্যে দিয়ে উড়ে যাওয়া, জলের মধ্যে দিয়ে এবং স্থলভাগে চলতে থাকা- এটা দারুণ !"

আরও পড়ুন: 'রাহুলকে নিরাপত্তা দিন', শাহকে চিঠি লিখে দাবি কংগ্রেসের

Last Updated : Dec 29, 2022, 8:48 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.