ETV Bharat / bharat

Mukul over Joining BJP: 'আমি বিজেপির সঙ্গে থাকতে চাই', দল বদলের জল্পনা বাড়ালেন মুকুল

author img

By

Published : Apr 19, 2023, 8:50 AM IST

Updated : Apr 19, 2023, 9:25 AM IST

Mukul Roy
মুকুল রায়

তৃণমূল ছেড়ে কি আবারও বিজেপিতে ? সোমবার তাঁর নিরুদ্দেশ হওয়ার পর থেকে কানাঘুষো শোনা যাচ্ছিল ৷ এবার তা নিজেই ঘোষণা করলেন ৷ মঙ্গলবার দিল্লিতে সংবাদমাধ্যমে তিনি জানালেন, ফের গেরুয়া শিবিরে ফিরতে চান বিজেপি বিধায়ক ও তৃণমূল নেতা মুকুল রায় ৷

কলকাতা ও নয়াদিল্লি, 19 এপ্রিল: তাঁর ফের বিজেপিতে যোগদান নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে ৷ মুকুল রায় নিজেই তাতে সিলমোহর দিলেন ৷ মঙ্গলবার সন্ধ্যায় একটি সংবাদমাধ্যমে তিনি বলেন, "আমি বিজেপি বিধায়ক ৷ আমি বিজেপির সঙ্গে থাকতে চাই ৷ দল দিল্লিতে আমার জন্য থাকার বন্দোবস্ত করেছে ৷ আমি অমিত শাহের সঙ্গে দেখা করতে চাই ৷ জেপি নাড্ডার সঙ্গে কথা বলব ৷" সোমবার প্রথমে তাঁর নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়ে ৷ এমনকী তাঁর ছেলে শুভ্রাংশু রায় দু'টি থানায় নিখোঁজ ডায়েরি করেন ৷ পরে জানা যায় তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং সোমবার রাতেই দিল্লি পৌঁছেছেন ৷ তারপর থেকেই জলঘোলা হতে থাকে ৷ দীর্ঘদিন তাঁকে সক্রিয় রাজনীতিতে দেখা যায়নি ৷ সম্প্রতি মার্চ মাসে তাঁর মাথায় অস্ত্রোপচার হয় এবং একটি চিপও বসানো হয় ৷

তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে এই দলের সঙ্গে রয়েছেন মুকুল রায় ৷ 2017 সালের 3 নভেম্বর তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপি যোগ দেন ৷ তারও মাসখানেক আগে তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন ৷ এরপর একুশের বিধানসভা নির্বাচনে উত্তর কৃষ্ণনগর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জয়ী হয়ে বিধায়ক হন ৷ কিন্তু ভোট মিটতেই জুন মাসে ফের তৃণমূলে ফিরে আসেন বিজেপি বিধায়ক ৷ শুধু তাই নয় তাঁকে পাবলিক অ্যাকাউন্টস কমিটি বা পিএসি-র চেয়ারম্যানও করা হয় ৷ বিজেপি বিধায়ক কিন্তু তৃণমূল নেতা মুকুল রায়ের এই পদে আসীন হওয়া নিয়ে বিতর্ক তৈরি হয় ৷ পরে তাঁকে পিএসি-র চেয়ারম্যান থেকে সরানো হয় ৷ তাঁর বদলে কৃৃষ্ণ কল্যাণীকে পিএসি-র চেয়ারম্যান করা হয় ৷ আবার কি তিনি বিজেপিতে ফিরে যাবেন ?

আরও পড়ুন: মুকুল রায়ের বিজেপিতে প্রত্যাবর্তনের ইঙ্গিত অনুপম হাজরার

তবে মঙ্গলবারই মুকুল রায়ের গেরুয়া শিবিরে যোগদানের ইঙ্গিত মিলেছে ৷ বিজেপি নেতা অনুপম হাজরা ইটিভি ভারতের প্রতিনিধিকে বলেন, "একটু সময় গড়াতে দিন ৷ সব পরিষ্কার হয়ে যাবে ৷ একসঙ্গে এতগুলো বিষয় ঘটছে ৷ একটার সঙ্গে আরেকটার নিশ্চয় কোনও লিঙ্ক থাকবে ৷ এতগুলো বিষয় তো কাকতালীয় হতে পারে না ৷ তবে রাজনীতিতে অসম্ভব কিছুই না ৷ একটু অপেক্ষা করুন ৷ হয়ত সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ৷"

Last Updated :Apr 19, 2023, 9:25 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.