ETV Bharat / bharat

Narendra Modi : সমালোচকদের খুবই সম্মান করি : মোদি

author img

By

Published : Oct 2, 2021, 3:41 PM IST

i-respect-critics-a-lot-modi
Narendra Modi : সমালোচকদের খুবই সম্মান করি : মোদি

প্রশাসনে 20 বছর পূর্ণ করতে চলেছেন নরেন্দ্র মোদি ৷ তার আগে ওপেন ম্যাগাজিনকে সাক্ষাৎকার দিয়েছেন প্রধানমন্ত্রী ৷ সেখানেই তিনি বলেন, ‘‘সমালোচকদের খুবই সম্মান করি ৷’’

নয়াদিল্লি, 2 অক্টোবর : সমালোচকদের খুবই সম্মান করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ৷ আর উন্নয়নের কাজ ভালভাবে করার জন্য তিনি সমালোচনাকে বিশেষ গুরুত্ব দেন ৷ ওপেন ম্যাগাজিন (Open Magazine)-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমনটাই জানিয়েছেন ৷ পাশাপাশি জানিয়েছেন, দেশ গঠনের লক্ষ্য নিয়ে সরকার চালাতে হয় ৷ পরবর্তী সরকার গঠনের লক্ষ্যে সরকার চালাতে নেই ৷

ওই সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘‘সত্যি বলছি, আমি সমালোচকদের খুবই সম্মান করি ৷ কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমার সমালোচকদের সংখ্যা অনেক কম ৷ বেশিরভাগই শুধু অভিযোগ করে ৷ বেশিরভাগই একটা দৃষ্টিকোণ থেকে সমালোচনা করেন ৷ এর কারণ হল, সমালোচনা করতে গেলে গবেষণা ও প্রচুর পরিশ্রমের দরকার ৷ কিন্তু আজকের এই গতিময় পৃথিবীতে সেটা করার সময় কারও হাতে নেই ৷ তাই আমি সমালোচকদের অভাব বোধ করি ৷’’

আরও পড়ুন : Gandhi Jayanti 2021 : বাপুর মন্ত্র লাখো মানুষকে শক্তি জোগায়, গান্ধি জয়ন্তীতে শ্রদ্ধার্ঘ্য মোদির

অন্যদিকে তাঁর দাবি, এতদিন শুধু পরবর্তী সরকার গঠনের লক্ষ্য নিয়ে সরকারি কাজ হত ৷ কিন্তু তিনি এই নীতিতে বিশ্বাস করেন না ৷ এই নিয়ে তিনি বলেন, ‘‘আমার মূল চিন্তাভাবনা একেবারেই আলাদা ৷ আমি মনে করি দেশ গঠনের লক্ষ্য নিয়েই সরকারের কাজ করা উচিত ৷ আগে সাধারণত দলকে জেতানোর জন্য সরকার চালানো হত ৷ কিন্তু আমি চাই এমনভাবে সরকার চালাতে, যাতে দেশ জিততে পারে ৷’’

2001 সালে গুজরাতের (Gujarat) মুখ্যমন্ত্রী হন নরেন্দ্র মোদি ৷ তার পর টানা 13 বছর ওই পদে ছিলেন ৷ 2014 সালে তিনি ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হন ৷ তার পর থেকে সাত বছর একই পদে রয়েছেন ৷ সব মিলিয়ে প্রশাসক হিসেবে মোদি কাজ করছেন গত 20 বছর ধরে ৷ এই সময়কালে সবচেয়ে আনন্দের মুহূর্ত কোনটা ছিল মোদির কাছে ?

আরও পড়ুন : Modi-Channi : মোদির কাছে কৃষি আইন প্রত্যাহারের দাবি পঞ্জাবের মুখ্যমন্ত্রীর

সাক্ষাৎকারে এই প্রশ্নও রাখা হয় তাঁর সামনে ৷ উত্তরে তিনি টোকিয়ো অলিম্পিক্স 2020 (Tokyo Olympics 2020)-র কথা উল্লেখ করেন ৷ বলেন, ‘‘গত কয়েকমাসে আমি আমাদের অলিম্পিকস ও প্যারালিম্পিকস হিরোদের সঙ্গে দেখা করার ও কথা বলার সুযোগ পেয়েছি ৷ টোকিয়ো 2020-তে ভারতের পারফরম্যান্স এখনও পর্যন্ত সেরা ৷ তবে স্বাভাবিকভাবে বেশ কয়েকজন অ্যাথলিট এমনও আছেন, যাঁরা মেডেল জিততে পারেননি ৷ আমি যখন তাঁদের সঙ্গে দেখা করলাম, তখন তাঁরা জানালেন তাঁদের পদক জিততে না পারার কথা ৷ কিন্তু তাঁদের প্রশিক্ষণ, পরিষেবা ও অন্যান্য সাহায্য, যা দেশের তরফ থেকে করা হয়েছে, তার প্রশংসা তাঁরা করেছেন ৷ একই সঙ্গে তাঁরা আরও পদক জেতার বিষয়ে উদ্যমী হওয়ার কথাও বলেছেন ৷’’

ওই সাক্ষাৎকারে করোনা পরিস্থিতি নিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী ৷ তিনি জানিয়েছেন, সংকটের সময়ে কীভাবে এক হয়ে কাজ করতে হয়, তার একটা অভূতপূর্ব ক্ষমতা রয়েছে ভারতের ৷ তা এই পরিস্থিতিতে দেখা গিয়েছে ৷ একসময় ভারত পিপিই কিট আমদানি করত ৷ কিন্তু এখন ভারত সারা বিশ্বে পিপিই কিটের সবচেয়ে বড় প্রস্তুতকারক ৷ একই সঙ্গে তিনি জানিয়েছেন, ভারতে যে বিশ্বমানের চিকিৎসা পরিকাঠামো তৈরি করা উচিত, তা কোভিড-19 (Covid-19) পরিস্থিতির জন্যই উপলব্ধি করা গিয়েছে ৷

আরও পড়ুন : Ram Nath Kovind : রাষ্ট্রপতি ভবনে গিয়ে কোবিন্দকে জন্মদিনের শুভেচ্ছা মোদির

প্রধানমন্ত্রী বলেন, ‘‘অনেকেই ভাল স্বাস্থ্য পরিকাঠামোর কথা বলেন ৷ তবে আমাদের মনে রাখা দরকার যে, এর মানে শুধু হাসপাতালে শয্যা বা ঘর বৃদ্ধি নয় ৷ প্রশিক্ষিত চিকিৎসক ও চিকিৎসা-কর্মীও প্রয়োজন ৷ গত সাত বছর ধরে আমরা এই কাজটাই করছি ৷ 2014 সালে সাতটি এইমস (AIIMS) (অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস) ছিল ৷ আমরা 22টা তৈরি করেছি ৷ 2014 সালে 380টির মতো মেডিক্যাল কলেজ ছিল ৷ এখন মেডিক্যাল কলেজের সংখ্যা 560 ৷ আগে 82 হাজার স্নাতক ও স্নাতকোত্তর মেডিক্যাল সিট ছিল ৷ এখন তা হয়েছে 1 লক্ষ 40 হাজার ৷ শিশুদের চিকিৎসা-সহ সব ধরনের চিকিৎসা পরিকাঠামো বৃদ্ধির জন্য এখন আমরা রাজ্যগুলিকে সাহায্য করছি ৷ আমরা স্বাস্থ্য পরিকাঠামোর বিভিন্ন সমস্যা মেটাতে একটা বড় যোজনা তৈরির কাজ করছি ৷’’

গত দশ মাস ধরে চলা কৃষকদের আন্দোলন (Farmers Agitation) নিয়েও ওই সাক্ষাৎকারে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ৷ তিনি বলেন, ‘‘এরা সেই একই লোক, যাঁরা মুখ্যমন্ত্রীদের চিঠি লিখে সেই কাজ করার দাবি জানিয়েছিলেন, যা আমাদের সরকার করেছে ৷ এরা সেই একই লোক, যাঁরা নিজেদের ইস্তাহারে একই সংস্কার করার প্রতিশ্রুতি দিয়েছিল, যা আমরা করেছি ৷ যেহেতু অন্য একটি রাজনৈতিক দল, যাদের উপর মানুষের আশীর্বাদ রয়েছে, তারা সেই সংস্কার করছে বলে ওই লোকগুলো বিরোধিতা করছে ৷ কৃষকদের লাভকে সম্মান করা এবং রাজনৈতিক ফায়দা তোলার বিষয়েই ভাবনাচিন্তা করে যাওয়া অত্যন্ত অসততা ৷’’

আরও পড়ুন : SC on Farmers: আপনারা গোটা শহরের শ্বাসরোধ করে রেখেছেন, সুপ্রিম কোর্টের তোপে কৃষকরা

নয়া তিনটি কৃষি আইন প্রত্যাহার নিয়ে অন্য রাজনৈতিক দলগুলির অবস্থানকে রাজনৈতিক বিশ্বাসঘাতকতা বলেও দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর অভিযোগ, এই ধরনের রাজনৈতিক বিশ্বাসঘাতকতা আধার কার্ড (Aadhar Card), জিএসটি (GST), এবং দেশের নিরপত্তা বাহিনীর জন্য অস্ত্র কেনার ইস্যুতেও করে বিরোধীরা ৷

তাঁর কথায়, ‘‘কিছু প্রতিশ্রুতি দেয় এবং তার জন্য লড়াই করে ৷ কিন্তু পরে তা নিয়ে বিরোধিতা করে কোনওরকম মূল্যবোধ ছাড়াই ৷’’

আরও পড়ুন : Indian Economy : এই দশকে ভারতের অর্থনৈতিক বৃদ্ধি সাত শতাংশের বেশি, দাবি অর্থনৈতিক পরামর্শদাতার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.