ETV Bharat / bharat

Huge Drugs Recovered: মুম্বই ও রাজস্থান থেকে একই দিনে উদ্ধার বিপুল পরিমাণ মাদক

author img

By

Published : Jul 3, 2023, 8:54 AM IST

ETV Bharat
উদ্ধার হওয়া মাদক

একদিকে মুম্বই বিমানবন্দর অন্যদিকে রাজস্থানের বার্মের সীমান্ত ৷ শনিবার এই দুই জায়গা থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৷ বিমানবন্দর থেকে এক মহিলা বিদেশী যাত্রীকে গ্রেফতার করা হলেও রাজস্থানের ঘটনায় কারোর খোঁজ পাওয়া যায়নি ৷

মুম্বই ও রাজস্থান, 3 জুলাই: একই দিনে দেশের দুই জায়গা থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধারের খবর ৷ শনিবার মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে এক কেজিরও বেশি প্রায় 12.98 কোটি টাকার কোকেন উদ্ধার করে শুল্ক বিভাগ ৷ ঘটনায় এক বিদেশী মহিলা নাগরিককে গ্রেফতার করা হয় ৷ রবিবার এই ঘটনা অফিসিয়ালি জানানো হয় ৷ শুল্ক বিভাগ জানিয়েছে, এক বিদেশী মহিলা নাগরিককে তল্লাশির সময় তার ব্যাগ থেকে এই বিপুল পরিমাণ কোকেন উদ্ধার হয় ৷

নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্টেন্সেস (এনডিপিএস) আইনের ধারায় ওই যাত্রীকে গ্রেফতার করা হয় ৷ কার কাছে কোকেন নিয়ে যাচ্ছিলেন ও কোথা থেকে এনেছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে শুল্ক বিভাগ ৷

অন্যদিকে, বিএসএফ ও নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো টিম স্থানীয় পুলিস কর্মীদের সঙ্গে নিয়ে রাজস্থানের বার্মের থেকে 55 কোটি টাকার 11 কেজি হেরোইন উদ্ধার করেছে ৷ রবিবার বিষয়টি অফিসিয়ালি জানানো হয় ৷ সেখানে বলা হয়েছে, সরকারি সংস্থাগুলি যৌথভাবে জেলার ভারত-পাক সীমান্তের কাছে কেলনর গ্রামে একটি অভিযান চালায় ৷ বিএসজি গুজরাত একটি টুইটের মাধ্যমে অভিযানের বিষয়টি নিশ্চিত করে ৷

আরও পড়ুন : সুলতেজ নদীতে দেড় কেজি হেরোইন, অসমে 1 কোটিরও বেশি মূল্যের মাদক উদ্ধার

শনিবার গুজরাত বিএসএফের জনসংযোগ আধিকারিক দ্বারা জারি করা একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, মাটির নীচে লুকিয়ে রাখা দু'টি ব্যাগে প্যাক করা 11 প্যাকেট হেরোইন উদ্ধার করেছে এনসিবি, যোধপুর স্পেশাল ব্যুরো, বিএসএফ ও স্থানীয় পুলিশ ৷ আন্তর্জাতিক বাজারে যে হেরোইনের বাজারমূল্য প্রায় 55 কোটি ৷

জানা গিয়েছে, বার্মের সেক্টরে সীমান্তের ওপারে হেরোইন চালানের বিষয়ে সূত্র মারফত খবর আসে ৷ সেই ভিত্তিতেই এই অভিযান চালানো হয় ৷ তারপরেই সীমান্ত এলাকার বিজরাদ থানার অন্তর্গত হুরন কা তালা গ্রামে একটি গাছের নীচ থেকে লুকোনো এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে পুলিশ ৷ বর্তমানে এই ঘটনার তদন্তে রয়েছে এজেন্সি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.