ETV Bharat / bharat

হিন্দি-ইংরেজিতে কথা বলার নির্দেশ ঘিরে বিতর্ক, সিদ্ধান্ত প্রত্যাহার দিল্লির হাসপাতালের

author img

By

Published : Jun 6, 2021, 10:38 AM IST

Updated : Jun 6, 2021, 1:07 PM IST

মালয়ালম ভাষায় কথা বলা যাবে না ৷ ধরা পড়লে কঠিন শাস্তির নির্দেশ জারি করল দিল্লির জিআইপিএমইআর ৷ এ নিয়ে সরব কেরালার দুই সাংসদ শশী থারুর, কে সি বেণুগোপাল ৷ তবে চাপের মুখে পড়ে এই নির্দেশ তুলে নিয়েছে জিআইপিএমইআর কর্তৃপক্ষ ৷

মালয়ালমে কথা বলা যাবে না
মালয়ালমে কথা বলা যাবে না

নিউ দিল্লি, 6 জুন : শুধুমাত্র হিন্দি আর ইংরেজি ভাষায় কথা বলতে হবে ৷ আর অন্য কোনও ভাষায় কথা বলতে দেখলে "গুরুতর পদক্ষেপ" করবে কর্তৃপক্ষ ৷ নার্সিংয়ের কর্মচারীদের জন্য এমনই নির্দেশ জারি করেছিল দিল্লির গোবিন্দ বল্লভ পন্থ ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (জিআইপিএমইআর) ৷ তবে বিতর্ক তৈরি হওয়ায় শেষমেশ আরেকটি বিজ্ঞপ্তিতে এই নির্দেশ প্রত্যাহার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ ৷

কংগ্রেস সাংসদ কে সি বেনুগোপালের চিঠি
কংগ্রেস সাংসদ কে সি বেণুগোপালের চিঠি

জিআইপিএমইআর-এর নার্সিং সুপারিনটেনডেন্ট একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, "জিআইপিএমইআর-এ কাজ করতে গিয়ে মালয়ালম ভাষা ব্যবহার করা নিয়ে অভিযোগ জানানো হয়েছে ৷ রোগী আর কর্মীদের বেশির ভাগই এই ভাষা জানেন না ৷ তাঁরা অসহায় বোধ করেন, এ নিয়ে সমস্যা তৈরি হচ্ছে ৷ তাই সব নার্সিং কর্মীদের শুধুমাত্র হিন্দি আর ইংরেজি ভাষায় কথা বলতে হবে, নাহলে গুরুতর পদক্ষেপ করা হবে ৷"

সাংসদ শশী থারুরের উত্তর
সাংসদ শশী থারুরের টুইট

আরও পড়ুন : যোগীর জন্মদিনে শুভেচ্ছা-টুইট নেই মোদির, কারণ নিয়ে জল্পনা

এই ঘটনায় কংগ্রেস সাংসদ কে সি বেণুগোপাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনের কাছে এই "অবাস্তব" আর "অসাংবিধানিক" নির্দেশ দ্রুত প্রত্যাহার করে নেওয়ার আর্জি জানান ৷

  • Delhi's Govind Ballabh Pant Institute of Post Graduate Medical Education & Research withdraws its circular directing nursing staff to communicate only in Hindi/English & disallowing use of Malayalam language. Hosp administration says circular was issued without their information. https://t.co/q0i6gMqO0o

    — ANI (@ANI) June 6, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

চিঠিতে তিনি লেখেন, "কেরালার বহু নার্স সারা দুনিয়ায় কাজ করছেন ৷ মালয়ালম তাঁদের মাতৃভাষা হওয়ায় তাঁরা নিজেদের মধ্যে এই ভাষাতে কথা বলবেন ৷ মালয়ালম না জানা রোগীদের সঙ্গে নার্সরা এই ভাষাতে কথা বলেন, এটা ধরে নেওয়া অযৌক্তিক ৷ এতে সংবিধানের মৌলিক অধিকারের দাবি লঙ্ঘিত হচ্ছে ৷"

তিরুবনন্তপুরমের সাংসদ শশী থারুরও বেণুগোপালের সঙ্গে সহমত ৷ তিনিও একটি টুইটে লেখেন, "এটা ভাবতে পারছি না যে, ভারতের মতো গণতান্ত্রিক দেশে একটি সরকারি প্রতিষ্ঠান নার্সদের নিজেদের মধ্য়ে মাতৃভাষায় কথা বলা নিয়ে নিষেধাজ্ঞা জারি করছে ৷ এটা গ্রহণযোগ্য নয়, অমার্জিত, অপমানজনক আর ভারতীয় নাগরিকের মানবাধিকার লঙ্ঘন করছে ৷ "

ভাষা মানুষের মৌলিক অধিকার ৷ এমন অদ্ভুত নিষেধাজ্ঞায় বিতর্কের মুখে অবশেষে আরেকটি বিজ্ঞপ্তিতে এই নির্দেশ প্রত্যাহার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ ৷ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে তাদের না জানিয়েই এমন নির্দেশিকা জারি করা হয়েছিল ৷

Last Updated : Jun 6, 2021, 1:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.