ETV Bharat / bharat

Modi-Himanta Meet : সীমানা সমস্যা নিয়ে মোদির সঙ্গে আলোচনা অসমের মুখ্যমন্ত্রীর

author img

By

Published : Aug 9, 2021, 3:30 PM IST

মিজ়োরামের সঙ্গে চলতি সীমানা সমস্যা নিয়ে আলোচনা করতে সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন অসমের মুখ্যমন্ত্রী ৷ সোমবার দিল্লিতে এই বৈঠক হয় ৷ তার আগে অসমের সাংসদদের সঙ্গে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও দেখা করেন হিমন্ত ৷

Himanta Biswa Sarma meets PM Modi, discusses Assam-Mizoram border issue
Modi-Himanta Meet : সীমানা সমস্যা নিয়ে মোদির সঙ্গে আলোচনা অসমের মুখ্যমন্ত্রীর

নয়াদিল্লি, 9 অগস্ট : সোমবার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) সঙ্গে দেখা করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Assam Chief Minister Himanta Biswa Sarma) ৷ সূত্রের খবর, মিজ়োরামের সঙ্গে সীমানা নিয়ে সংঘাত প্রসঙ্গে আলোচনা করতেই এই বৈঠক ৷ এর আগে অসমের সাংসদদের সঙ্গে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Union Home Minister Amit Shah) সঙ্গেও দেখা করেন হিমন্ত ৷

আরও পড়ুন : Border Clash : মিজ়ো সাংসদের বিরুদ্ধে এফআইআর প্রত্যাহারের নির্দেশ অসমের মুখ্যমন্ত্রীর

অসম ও মিজ়োরাম, উত্তর-পূর্ব ভারতের এই দুই পড়শি রাজ্যেই রয়েছে এনডিএ-র সরকার ৷ তারপরও মেটেনি দীর্ঘ দিন ধরে চলে আসা সীমানা সমস্য়া ৷ বরং সম্প্রতি তা আরও ভয়াবহ রূপ নেয় ৷ সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই রাজ্যের পুলিশ বাহিনী ৷ সংঘাত থামাতে শেষমেশ হস্তক্ষেপ করতে হয় কেন্দ্রীয় সরকারকে ৷ শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখতে সীমানার বিতর্কিত এলাকায় শুরু হয় কেন্দ্রীয় বাহিনীর টহলদারি ৷ এত দিন সীমানা সমস্যা নিয়ে তৃতীয় পক্ষের মধ্যস্থতায় ঘোর আপাত্তি ছিল অসম ও মিজ়োরামের ৷ কিন্তু, এবারের রক্তক্ষয়ী সংঘর্ষের পর দুই পড়শিই কেন্দ্রের হস্তক্ষেপ মেনে নেয় ৷ এমনকী, তাদের যে এতে কোনও আপত্তি নেই, তা জানিয়ে দুই রাজ্যের তরফ থেকে একটি যৌথ বিবৃতিও প্রকাশ করা হয় ৷ তাতে বলা হয়, সীমানাবর্তী এলাকায় নিরপেক্ষ বাহিনীর টহলদারি চলবে ৷ তাতে কারও কোনও সমস্য়া নেই ৷

এই অবস্থায় সীমানা সংক্রান্ত বিবাদ মেটাতে সংশ্লিষ্ট দুই রাজ্য়ের সরকার ছাড়াও কেন্দ্রের তরফে নানা উদ্য়োগ নেওয়া হচ্ছে ৷ চলতি মাসেই এই বিষয়টি নিয়ে আলোচনা করতে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন মিজ়োরামের রাজ্যপাল ড. হরিবাবু কাম্ভাপতি (Mizoram Governor Dr Hari Babu Kambhampati) ৷ সীমানা সংঘর্ষ নিয়ে তিনি বলেন, ‘‘এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সমস্যা মেটানোর আপ্রাণ চেষ্টা করছেন ৷ দুই রাজ্য়ের মধ্যে যাতে অশান্তি দূর করা যায়, সেই চেষ্টাও করছেন তিনি ৷’’

আরও পড়ুন : Assam-Mizoram border : অবরোধ উঠে গেলেও বন্ধ ট্রাক চলাচল, অসম-মিজ়োরাম সীমানায় টহল কেন্দ্রীয় বাহিনীর

প্রসঙ্গত, গত 26 জুলাইয়ের সংঘর্ষে পরস্পরের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করে বসে অসম ও মিজ়োরামের পুলিশ বাহিনী ৷ গুলিতে প্রাণ যায় অসম পুলিশের ছয় সদস্যের ৷ সংঘর্ষের মাঝে পড়ে মৃত্যু এক সাধারণ নাগরিকেরও ৷ জখম হন কমপক্ষে 50 জন ৷ ফের যাতে একই ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতে আলোচনার মাধ্যমে সীমানা সমস্যা মেটানোর উদ্যোগ নিয়েছে দুই রাজ্যের সরকার ৷ তাতে সহযোগিতা করছে কেন্দ্রও ৷ সোমবারের সাক্ষাৎও তারই অঙ্গ বলে মনে করছে ওয়াকিবহাল মহল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.