ETV Bharat / bharat

Punjab Assembly Election Results 2022 : হেভিওয়েটরা ভূপতিত পঞ্চনদের দেশে, তিন প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে হার সিধুরও

author img

By

Published : Mar 10, 2022, 4:23 PM IST

Updated : Mar 10, 2022, 5:21 PM IST

Punjab Assembly Election Results 2022
হেভিওয়েটদের সমাপতন পঞ্চনদের দেশে, তিন প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে হার সিধুরও

চান্নিকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করায় ক্ষুন্ন হলেও অমৃতসরে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন সিধু ৷ কিন্তু বাস্তবে হল উল্টোটাই ৷ আপের জীবনজোৎ করের কাছে পৌনে 7 হাজার ভোটে হারলেন প্রাক্তন এই মন্ত্রী (Navjot Singh Sidhu lost from the Amritsar East assembly) ৷

চণ্ডীগড়, 10 মার্চ : অন্তর্কলহের পরিণাম কী মারাত্মক হতে পারে পঞ্জাবে তা হাড়ে-হাড়ে টের পেল কংগ্রেস ৷ আপ ঝড়ে পঞ্চনদের দেশে ভেঙে খান খান ‘হাত’ ৷ একইসঙ্গে কংগ্রেসের প্রায় সকল হেভিওয়েটদের পতন দেখল পঞ্জাব ৷ দু'টি কেন্দ্র (ভাদৌর, চামকৌর সাহিব) থেকেই হারলেন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি (Charanjit Singh Channi losses from his both constituency), পরাজিত প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংও ৷

  • I accept the verdict of the people with all humility. Democracy has triumphed. Punjabis have shown true spirit of Punjabiyat by rising and voting above sectarian and caste lines.
    Congratulations to @AAPPunjab and @BhagwantMann.

    — Capt.Amarinder Singh (@capt_amarinder) March 10, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ক্যাপ্টেন অমরিন্দরের সঙ্গে সংঘাতে জড়িয়ে চান্নি শীর্ষ নেতৃত্বের আশীর্বাদ পেয়েছিলেন ৷ কিন্তু অমৃতসর পূর্ব থেকে পুনরায় মানুষের জনসমর্থন পেতে ব্যর্থ আরেক হেভিওয়েট নভজোৎ সিং সিন্ধু ৷ প্রসঙ্গত, সিধুর সঙ্গে বিবাদে জড়িয়েই মুখ্যমন্ত্রীত্ব ছাড়তে হয়েছিল ক্যাপ্টেনকে ৷ অপমানে কংগ্রেস ছেড়ে নয়া দল পঞ্জাব লোক কংগ্রেস গঠন করেও মানুষের সমর্থন আদায়ে ব্যর্থ হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ৷ পাতিয়ালা (আর্বান) কেন্দ্র থেকে আপ নেতা অজিত পাল সিং কোহলির কাছে আউট হলেন ক্যাপ্টেন (Captain Amrinder Singh lost to AAP's Ajit Pal Singh Kohli) ৷ যদিও তাঁর এই হারকে 'গণতন্ত্রের জয়' বলে আখ্য়া দিয়েছেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ৷

  • The voice of the people is the voice of God …. Humbly accept the mandate of the people of Punjab …. Congratulations to Aap !!!

    — Navjot Singh Sidhu (@sherryontopp) March 10, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : গেরুয়া ঝড়ে 'হাত' গোটাচ্ছে মণিপুরও, বিরাট জয় মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের

চান্নিকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করায় ক্ষুন্ন হলেও অমৃতসরে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন সিধু ৷ কিন্তু বাস্তবে হল উল্টোটাই ৷ আপের জীবনজোৎ করের কাছে পৌনে 7 হাজার ভোটে হারলেন প্রাক্তন এই মন্ত্রী (Navjot Singh Sidhu lost from the Amritsar East assembly) ৷ হারলেন আরেক হেভিওয়েট প্রকাশ সিং বাদল ৷ আপ ঝড়ে উড়ে গেলেন প্রাক্তন এই মুখ্যমন্ত্রী তথা শিরোমনি আকালি নেতা ৷ মানুষের রায় মাথা পেতে নিয়ে সিধু টুইটে লেখেন, "মানুষের কন্ঠই ঈশ্বরের কন্ঠ ৷" এক্সিট পোলকে মান্যতা দিয়ে 117 আসনের পঞ্জাব বিধানসভায় একশোর কাছাকাছি আসন পেতে চলেছে কেজরিওয়ালের আপ ৷ 77টি আসনে ইতিমধ্যেই জয়লাভ করা আপ এগিয়ে 15টি আসনে ৷

Last Updated :Mar 10, 2022, 5:21 PM IST

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.