ETV Bharat / bharat

Women's Reservation Bill: শশী-চন্দ্রিমার উদাহরণ টেনে মহিলা সংরক্ষণ বিল নিয়ে বিজেপিকে খোঁচা ডেরেকের

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 21, 2023, 5:21 PM IST

Etv Bharat
ডেরেক

Derek O'Brien on Women's Reservation Bill: লোকসভায় কার্যত সর্বসম্মতিক্রমেই পাশ হয়েছে মহিলা সংরক্ষণ বিল ৷ এদিন রাজ্যসভায় বিল পেশ করে সরকার ৷ আর সেই বিলের উপর আলোচনা চলাকালীন বাংলার উদাহরণ টেনে আনলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন ৷

নয়াদিল্লি, 21 সেপ্টেম্বর: লোকসভার পর বৃহস্পতিবার রাজ্যসভায় পেশ হয়েছে মহিলা সংরক্ষণ বিল ৷ আর সেই বিলের উপর আলোচনা চলাকালীন বাংলার উদাহরণ টেনে আনলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন ৷ এদিন রাজ্যসভায় বক্তব্য রাখতে গিয়ে ডেরেক বলেন, "বর্তমানে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য, অর্থ, বাণিজ্য এবং শিল্প দফতর সকল ক্ষেত্রেই মহিলারা নেতৃত্ব দিচ্ছেন ৷" একইসঙ্গে মহিলা সংরক্ষণ বিল নিয়ে এদিন বিজেপিকেও একহাত নিয়েছেন ডেরেক ৷

বুধবারই লোকসভায় কার্যত সর্বসম্মতিক্রমেই পাশ হয়েছে মহিলা সংরক্ষণ বিল ৷ ভোটাভুটিতে বিলের পক্ষে পড়েছে 454টি ভোট ৷ অন্যদিকে বিপক্ষে ভোট দিয়েছেন দু'জন সাংসদ ৷ বিল পাশ হওয়ার জেরে সংসদের পাশাপাশি রাজ্যগুলির বিধানসভাতেও 33 শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে ৷ লোকসভায় এই ঐতিহাসিক বিল পাশের পর এদিন রাজ্যসভায় বিল পেশ করে সরকার ৷ আর সেই বিষয়ের উপর আলোচনা করতে গিয়ে এদিন তৃণমূল সাংসদ ডেরেক বলেন, "বিজেপির 16 জন মুখ্যমন্ত্রীর মধ্যে একজনও মহিলা মুখ্যমন্ত্রী নেই ৷ আর তারা আমাদের কাছে মহিলাদের অধিকার নিয়ে প্রচার করছে !"

উল্লেখ্য, এই মুহূর্তে রাজ্যের স্বাস্থ্য এবং অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ৷ যদিও দফতর দু'টিই নিজের হাতেই রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ পাশাপাশি পার্থ চট্টোপাধ্য়ায় গ্রেফতার হওয়ার পর শিল্পমন্ত্রকের দায়িত্ব সামলাচ্ছেন শশী পাঁজা ৷ সেক্ষেত্রে ডেরেকের দাবিকে অযৌক্তিক বলতে নারাজ রাজনৈতিক মহল ৷ অন্যদিকে, লোকসভায় বিলের উপরে আলোচনার সময় তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার জানিয়েছিলেন, ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ বিধানসভায় 40 শতাংশ মহিলা সংরক্ষণ বিল পাশ করেছে ৷

  • VIDEO | "Today, the health, finance, commerce, and industry ministries are all headed by women in West Bengal but the BJP could not get a single women CM out of 16 CMs and they are preaching to us on women's rights," says TMC MP @derekobrienmp during the discussion on… pic.twitter.com/oBLWBEjbgX

    — Press Trust of India (@PTI_News) September 21, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: মহিলা সংরক্ষণ বিল পাশ ভারতীয় সংসদের সোনালি মুহূর্ত, লোকসভায় বললেন প্রধানমন্ত্রী

প্রসঙ্গত, আগে একাধিকবার এই মহিলা সংরক্ষণ বিলের বিরোধিতা হয়েছে। মূলত সমাজবাদী পার্টি এবং আরজেডি এই বিলে প্রবল আপত্তি জানিয়ে এসেছে। এইচ ডি দেবেগৌড়ার সময়ে প্রথম এই মহিলা সংরক্ষণ বিল লোকসভায় পেশ করা হয় ৷ এরপর 1998 সালে অটলবিহারী বাজপেয়ী সরকারের আমলে লোকসভায় ওই বিল পেশ করেছিলেন তৎকালীন আইনমন্ত্রী এম থাম্বিদুরাই। কিন্তু সেই বিলের কপি ছিঁড়ে ফেলেন আরজেডির এক সাংসদ। কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধির উদ্যোগে 2008 সালে রাজ্যসভায় ওই বিল পাশ করানোর চেষ্টাও হয়েছিল। সেবারেও বিরোধিতা করে আরজেডি এবং সমাজবাদী পার্টি। বস্তুত এর আগে যতবার এই বিল পাশ করানোর চেষ্টা হয়েছে, প্রতিবারই বাধা দেয় আরজেডি এবং সমাজবাদী পার্টি।

(সংবাদ সংস্থা পিটিআই)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.