ETV Bharat / bharat

দিল্লি পুলিশ, দিল্লি সরকারকে নোটিশ হাইকোর্টের

author img

By

Published : Feb 11, 2021, 9:44 PM IST

HC seeks Delhi govt, police stand on plea for SIT probe into death of farmer on Jan 26 tractor rally
দিল্লি পুলিশ, দিল্লি সরকারকে নোটিশ হাইকোর্টের

দিল্লিতে ট্র্যাক্টর মিছিলের সময় ট্র্যাক্টর উলটে প্রাণ যায় এক যুবকের৷ যদিও পরিবারের দাবি, তাঁকে গুলি করে খুন করা হয়েছে৷ ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিতে আদালতের নজরদারিতে সিট গঠনের আবেদন জানিয়েছেন মৃতের দাদু৷ বৃহস্পতিবার সেই মামলায় দিল্লি পুলিশ, দিল্লি সরকার-সহ সংশ্লিষ্ট সব পক্ষকে নোটিশ পাঠাল দিল্লি হাইকোর্ট৷

দিল্লি, 11 ফেব্রুয়ারি: সাধারণতন্ত্র দিবসে দিল্লিতে কৃষকদের ট্র্যাক্টর মিছিল চলাকালীন ট্র্যাক্টর উলটে মৃত্য়ু হয় 25 বছরের এক যুবকের৷ সেই ঘটনার তদন্তের জন্য আদালতের নজরদারিতে বিশেষ তদন্তকারী দল গঠনের আবেদন উঠেছে৷ রুজু হয়েছে মামলা৷ তারই প্রেক্ষিতে বৃহস্পতিবার দিল্লি সরকার এবং দিল্লি পুলিশের মত জানতে চাইল দিল্লি হাইকোর্ট৷

ঘটনায় দিল্লি পুলিশ ও দিল্লি সরকারের পাশাপাশি উত্তরপ্রদেশ সরকার এবং রামপুর জেলা হাসপাতালের সিএমও-কে নোটিশ পাঠালেন বিচারপতি যোগেশ খান্না৷ প্রসঙ্গত, রামপুর জেলা হাসপাতালেই ওই যুবকের দেহের ময়নাতদন্ত হয়েছিল৷

প্রসঙ্গত, সাধারণতন্ত্র দিবসের দিন ট্র্যাক্টর উলটে মৃত ওই যুবকের নাম নভরীত সিং৷ তাঁর দাদুর অভিযোগ, নাতির মাথায় গুলির ক্ষত দেখেছেন তিনি৷ সুবিচারের আশায় দ্বারস্থ হয়েছেন আদালতের৷ এদিন সেই মামলার প্রেক্ষিতেই সংশ্লিষ্ট সব পক্ষের অবস্থান জানতে চাইল আদালত৷

আরও পড়ুন: গ্রেপ্তার করা যাবে না শশী থারুর ও 6 সাংবাদিককে, নির্দেশ সুপ্রিম কোর্টের

এই ঘটনায় তদন্তের হালহকিকত জানতে চেয়ে দিল্লি পুলিশকে একটি স্ট্য়াটাস রিপোর্টও জমা দিতে বলেছে আদালত৷ মামলার পরবর্তী শুনানির দিন, অর্থাৎ আগামী 26 ফেব্রুয়ারিই ওই রিপোর্ট আদালতে পেশ করতে হবে৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.