ETV Bharat / bharat

Gyanvapi Mosque Case: জ্ঞানবাপী মসজিদে 'শিবলিঙ্গ'-এর তদন্ত, রায়দান পিছিয়ে দিল বারাণসী আদালত

author img

By

Published : Oct 7, 2022, 7:35 PM IST

জ্ঞানবাপী মসজিদ প্রাঙ্গণে (Gyanvapi Mosque Case) 'শিবলিঙ্গ'-এর কার্বন ডেটিং-এর আবেদনের রায় ঘোষণা 11 অক্টোবর পর্যন্ত পিছিয়ে দিল বারাণসী আদালত (Varanasi court)।

Gyanvapi Mosque case: Varanasi court defers Verdict on 'Shivling' carbon dating till Oct 11
জ্ঞানবাপী মসজিদে 'শিবলিঙ্গ'-এর তদন্ত, রায়দান পিছিয়ে দিল বারাণসী আদালত

বারাণসী, 7 অক্টোবর: জ্ঞানবাপী মসজিদ প্রাঙ্গণে (Gyanvapi Mosque Case) 'শিবলিঙ্গ'-এর কার্বন ডেটিং চাওয়া আবেদনের রায় ঘোষণা পিছিয়ে দিল বারাণসী আদালত (Varanasi court)। আজ এই আদালতের সবচেয়ে সিনিয়র বিচারক রায়দানের জন্য আরও চারদিন সময় নিয়েছে ৷ জানানো হয়েছে, এই মামলার রায়দান হবে আগামী 11 অক্টোবর (Verdict on Shivling carbon dating)৷

জ্ঞানবাপী মসজিদ থেকে যে কাঠামো মিলেছে, তাকে হিন্দুরা শিবলিঙ্গ বলে দাবি করলেও তার কার্বন ডেটিং অর্থাৎ বিজ্ঞানভিত্তিক তদন্তের দাবিতে আদালতে আবেদন জানিয়েছে মুসলিম সংগঠন অঞ্জুমন ইনতেজামিয়া কমিটি ৷ এই মামলার রায়দান 11 অক্টোবর পর্যন্ত পিছিয়ে দিয়েছে বারাণসী আদালত ৷

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে হিন্দু পক্ষের আইনজীবী বিষ্ণু জৈন জানিয়েছেন, "আদালত আমাদের থেকে দুটি বিষয়ের স্পষ্ট ব্যাখ্যা চেয়েছে ৷ একটি হল জ্ঞানবাপী মসজিদ থেকে যে কাঠামো পাওয়া গিয়েছে তা এই স্যুটের বিষয় কি না ? আর দ্বিতীয় হল বিজ্ঞানভিত্তিক তদন্তের জন্য আদালত কি কমিশন গঠন করতে পারে ? আমরা আমাদের জবাব দিয়েছি ৷" মুসলিম পক্ষ তাদের জবাব দেওয়ার জন্য কিছু সময় চেয়েছে ৷ 11 অক্টোবর আদালত ফের এই মামলা শুনবে ৷ সেই দিনই বারাণসী জেলা জজ অজয় কৃষ্ণ বিশ্বেশ এ ব্যাপারে রায়দান করবেন ৷

আরও পড়ুন: জ্ঞানবাপী শ্রিঙ্গার গৌরী মামলার শুনানিতে সম্মতি বারাণসী জেলা আদালতের

বিষ্ণু বলেছেন, "আমরা জানিয়েছি যে এটা আমাদের স্যুটের প্রপার্টির অংশ এবং ভারতীয় দণ্ডবিধির 26 ধারার 10এ অনুযায়ী আদালত সরাসরি বিজ্ঞানভিত্তিক তদন্ত করতে পারে ৷ মুসলিম পক্ষ জবাব দেওয়ার জন্য কিছু সময় চেয়েছে ৷"

এর আগে 29 সেপ্টেম্বর দু পক্ষের সওয়াল জবাব শোনার পর জ্ঞানবাপী মসদিজ-শ্রীঙ্গার গৌরী মামলায় রায়দায় রিসার্ভ রেখেছিল আদালত ৷ হিন্দু পক্ষের দাবি, মন্দির প্রাঙ্গণের ভিডিয়োগ্রাফি সমীক্ষার সময় ওয়াজুখানার কাছে শিবলিঙ্গ পাওয়া গিয়েছে ৷ যদিও মুসলিম পক্ষের দাবি ওই কাঠামো আসলে একটি ঝর্নার ৷ এরপরই ওই কাঠামোর কার্বন ডেটিং-এর দাবি করে 22 সেপ্টেম্বর একটি আবেদন জানায় হিন্দু পক্ষ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.