ETV Bharat / bharat

Vijay Rupani : গুজরাতের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা বিজয় রূপানির

author img

By

Published : Sep 11, 2021, 3:21 PM IST

Updated : Sep 11, 2021, 4:29 PM IST

আজ সকালে রাজ্যপাল আচার্য দেবরতের বাড়িতে যান বিজয় রূপানি ৷ সঙ্গে ছিলেন ডেপুটি মুখ্যমন্ত্রী নিতিন প্যাটেল ও মন্ত্রিসভার কয়েকজন মন্ত্রী ৷ সেখানেই রাজ্যপালের হাতে তিনি তাঁর ইস্তফাপত্র তুলে দেন ৷

বিজয় রূপানি
বিজয় রূপানি

গান্ধিনগর, 11 সেপ্টেম্বর : গুজরাতের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন বিজেপির বিজয় রূপানি ৷ সংগঠনের হয়ে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন তিনি ৷ পরবর্তী মুখ্যমন্ত্রী ঠিক করতে বিজেপির পরিষদীয় দলের বৈঠক ডাকা হয়েছে রবিবার ৷

আজ সকালে রাজ্যপাল আচার্য দেবরতের বাড়িতে যান বিজয় রূপানি ৷ সঙ্গে ছিলেন ডেপুটি মুখ্যমন্ত্রী নিতিন প্যাটেল ও মন্ত্রিসভার কয়েকজন মন্ত্রী ৷ সেখানেই রাজ্যপালের হাতে তিনি তাঁর ইস্তফাপত্র তুলে দেন ৷ এরপর সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবে আমাকে এই সুযোগ দেওয়ার জন্য আমি বিজেপিকে ধন্যবাদ জানাতে চাই । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে রাজ্যের জন্য উন্নয়নের জন্য কিছু করার সুযোগ পেয়েছি ৷"

এদিকে পরের বছরই গুজরাতে বিধানসভা নির্বাচন রয়েছে ৷ তার আগে এভাবে মুখ্যমন্ত্রীর ইস্তফা নানা প্রশ্ন তুলে দিচ্ছে ৷ যদিও, ইস্তফা দেওয়ার কারণ কী, সেই বিষয়ে তিনি কিছু জানাননি রূপানি ৷ শুধু বলেন, ‘‘সময়ের পরিবর্তনের সঙ্গে দায়িত্ব বদলায় ৷ এতদিন মুখ্যমন্ত্রীর পদ সামলেছি ৷ এখন অন্য কেউ সামলাবে ৷ এখন সংগঠনের হয়ে কাজ করব ৷’’

এখন প্রশ্ন হচ্ছে, বিধানসভা নির্বাচনের আগে গুজরাতের মুখ্যমন্ত্রীর পদ কে সামলাবেন ৷ পরবর্তী মুখ্যমন্ত্রী ঠিক করতে বিজেপির পরিষদীয় দলের বৈঠক ডাকা হয়েছে রবিবার ৷ জানা যাচ্ছে, দুই-তিনদিনের মধ্যেই নাম প্রকাশ করবে বিজেপি ৷ পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে তিনজনের নাম শোনা যাচ্ছে ৷ তাঁরা হলেন ডেপুটি মুখ্যমন্ত্রী নিতিন প্যাটেল, কেন্দ্রীয় মন্ত্রী পৌরষোত্তম রূপালা ও মনসুখ মাণ্ডব্য ৷

2017 সালে দ্বিতীয়বারের জন্য গুজরাতের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন বিজয় রূপানি ৷ 2016 সালে আনন্দীবেন প্যাটেলের ইস্তফার পর প্রথমবার গুজরাতের মুখ্যমন্ত্রী হয়েছিলেন রূপানি ৷ এরপর তাঁর নেতৃত্বে 2017-র বিধানসভা নির্বাচনে গুজরাতে ফের ক্ষমতায় আসে বিজেপি ৷ এরপর তিনিই মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন ৷ কিন্তু, মেয়াদ শেষ হওয়ার আগে ইস্তফা দিলেন তিনি ৷

Last Updated : Sep 11, 2021, 4:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.