ETV Bharat / bharat

Covovax : শিশুদের শরীরে কোভোভ্যাক্সের ট্রায়াল এখনই নয়, জানিয়ে দিল ডিসিজিআই

author img

By

Published : Jul 1, 2021, 10:24 AM IST

Updated : Jul 1, 2021, 11:29 AM IST

সোমবার ড্রাগস কন্টোলার জেনারেল অফ ইন্ডিয়ার (DCGI) কাছে 2 থেকে 17 বছরের শিশুদের উপর ভ্যাকসিনের দ্বিতীয় ও তৃতীয় দফার ট্রায়ালের অনুমতি চেয়ে আবেদন করে সিরাম ৷ জানানো হয়, দেশের 10 জায়গায় মোট 920 জন শিশুর উপর এই ট্রায়াল চালানো হবে ৷

শিশুদের শরীরে কোভোভ্যাক্সের ট্রায়াল
শিশুদের শরীরে কোভোভ্যাক্সের ট্রায়াল

নয়াদিল্লি, 1 জুলাই : দুই থেকে 17 বছরের শিশুদের শরীরে কোভোভ্যাক্সের দ্বিতীয় ও তৃতীয় দফার ট্রায়ালের অনুমতি দিল না কেন্দ্রীয় ড্রাগ নিয়ন্ত্রক সংস্থার বিশেষজ্ঞ দল ৷ ফলে শিশুদের কোভিড ভ্যাকসিন, কোভোভ্যাক্স বাজারে আনতে সমস্যায় পড়ল সিরাম ইনস্টিটিউট ৷

সোমবার ড্রাগস কন্টোলার জেনারেল অফ ইন্ডিয়ার (ডিসিজিআই) কাছে 2 থেকে 17 বছরের শিশুদের উপর ভ্যাকসিনের দ্বিতীয় ও তৃতীয় দফার ট্রায়ালের অনুমতি চেয়ে আবেদন করে সিরাম ৷ জানানো হয়, দেশের 10 জায়গায় মোট 920 জন শিশুর উপর এই ট্রায়াল চালানো হবে ৷ তার মধ্যে 12 থেকে 17 বছরের 460 জন শিশু ও 2-11 বছরের 460 জন শিশুর শরীরে এই ভ্যাকসিন পরীক্ষা করতে চায় সিরাম ৷

তারপরই কেন্দ্রীয় ড্রাগ নিয়ন্ত্রক সংস্থার বিশেষজ্ঞ কমিটি পুরো বিষয়টি খতিয়ে দেখে ৷ ডিসিজিআইকে অনুমতি না দেওয়ার কথা বলে ৷ তারা জানান, এখনও কোনও দেশ এই ভ্যাকসিনকে মান্যতা দেয়নি । তাছাড়া 18 বছরের ঊর্ধ্বদের শরীরে এই টিকার ট্রায়ালের কী প্রভাব পড়ছে তাও জানা নেই ৷ তাই সিরামকে, 18 ঊর্ধ্বদের শরীরে এই ভ্যাকসিনের ট্রায়ালের প্রভাব বিস্তারিতভাবে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে । তারপরেই কোনও সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে ৷ আরও পড়ুন : Delta Plus Variant : বারাসতে ডেল্টা প্লাস ? ভাইরাল পোস্টকে ভুয়ো বলে দাবি পৌরসভার

ভারতে কোভোভ্যাক্সের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয় মার্চে ৷ এবং সিরাম আশাবাদী সেপ্টেম্বরের মধ্যে প্রাপ্তবয়স্কদের জন্য এই ভ্যাকসিন বাজারে আনতে পারবে ৷ জানুয়ারি মাসে সিরাম ইনস্টিটিউট বাজারে এনেছিল কোভিড ভ্যাকসিন কোভিশিল্ড ৷ যা অক্সফোর্ড ইউনিভার্সিটি, অ্যাস্ট্রোজেনিকা ও সিরাম ইনস্টিটিউট মিলিতভাবে তৈরি করে ৷

Last Updated : Jul 1, 2021, 11:29 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.