ETV Bharat / bharat

জানুয়ারিতেই কোভিশিল্ডে সবুজ সংকেত কেন্দ্রীয় সরকারের, দাবি সিরামের শীর্ষকর্তার

author img

By

Published : Dec 29, 2020, 11:29 AM IST

সিরামের শীর্ষকর্তার দাবি, ইতিমধ্যে প্রায় 5 কোটি কোভিশিল্ড তৈরি করে ফেলেছে তাঁর সংস্থা ৷ মার্চের মধ্যে চাহিদা অনুযায়ী উৎপাদন বাড়িয়ে 10 কোটি পর্যন্ত করা হবে ৷

government-gave-green-signal-to-covishield-in-january
government-gave-green-signal-to-covishield-in-january

দিল্লি, 29 ডিসেম্বর: জানুয়ারিতেই কোভিশিল্ড-কে সবুজ সংকেত দিতে পারে কেন্দ্রীয় সরকার ৷ একথা জানিয়েছেন ভ্যাকসিন উৎপাদনকারী সংস্থা সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার চিফ এগজ়িকিউটিভ অফিসার(সিইও) আদর পুনাওয়ালা ৷ তাঁর কথায়, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকা কোভিশিল্ডেরর প্রায় 5 কোটি ডোজ়ের বেশিরভাগটাই পেতে চলেছে ভারত ৷

তিনি বলেন, "খুব তাড়াতাড়ি ব্রিটেন থেকে সুখবর আসছে ৷ এরপর ভারত সরকার ঠিক করবে, কত টিকা প্রয়োজন, কত দ্রুত ভ্যাকসিন দেওয়া শুরু হবে ৷" সিরামের শীর্ষকর্তা আরও বলেন, "অন্য দেশের সঙ্গে চুক্তি রয়েছে আমাদের ৷ তবে সেটা হু-র অনুমোদন ছাড়া সম্ভব না ৷ সুতরাং ভারতই প্রথম কোভিশিল্ড পাবে ৷"

আরও পড়ুন: চার রাজ্যে শুরু কোরোনা টিকার ড্রাই রান

তাঁর আরও দাবি, "ইতিমধ্যে প্রায় 5 কোটি কোভিশিল্ড তৈরি করে ফেলেছে সংস্থা ৷ আগামী মার্চের মধ্যে চাহিদা অনুযায়ী উৎপাদন বাড়িয়ে 10 কোটি পর্যন্ত করা হবে ৷"

কোভিশিল্ড ছাড়াও এই মুহূর্তে কোভিড 19-এর ভ্যাকসিন তৈরির দৌড়ে রয়েছে ভারত বায়োটেক ও ফাইজ়ার ৷ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার দাবি, এটি কোরোনা প্রতিরোধে 95 শতাংশ কার্যকর ৷ যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও তথ্যপ্রমাণ দিতে পারেনি সংস্থাটি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.