ETV Bharat / bharat

পরিস্থিতি যাই হোক হর্ষ ধ্বনিতে দেশে অক্সিজেনের সঙ্কট নেই

author img

By

Published : Apr 29, 2021, 4:47 PM IST

Updated : Apr 29, 2021, 8:30 PM IST

মোদির মন্ত্রিসভার এই গুরুত্বপূর্ণ সদস্যের দাবি, অক্সিজেন সঠিক তথ্য হাতে থাকাও খুবই জরুরি ৷ আতঙ্কিত হয়ে হাসপাতালে ছুটে যাওয়ার কোনও প্রয়োজনীয়তা নেই ৷ যাঁদের অক্সিজেনের প্রয়োজন, তাঁদের সেটা পাওয়া দরকার ৷ কিন্তু তথ্যের অভাবে কারও যদি মনে হয় যে অক্সিজেনে প্রয়োজন, সেটা ঠিক নয় ৷

অক্সিজেনের সংকট আগেও ছিল না, এখনও বিভিন্ন মাধ্যম থেকে উপলব্ধ করা হচ্ছে : হর্ষ বর্ধন
অক্সিজেনের সংকট আগেও ছিল না, এখনও বিভিন্ন মাধ্যম থেকে উপলব্ধ করা হচ্ছে : হর্ষ বর্ধন

নয়াদিল্লি, 29 এপ্রিল : করোনার দ্বিতীয় পর্যায়ের সংক্রমণের অক্সিজেনের সঙ্কট ক্রমশ বড় আকার ধারণ করছে ৷ কিন্তু অক্সিজেনের এই পরিস্থিতি স্বাভাবিক রাখতে কেন্দ্রীয় সরকার তৎপর বলে বৃহস্পতিবার জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন ৷ তিনি জানান, আগেও দেশে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন ছিল ৷ এখনও বিভিন্ন মাধ্যম থেকে অক্সিজেন জোগার করা হচ্ছে ৷

একই সঙ্গে মোদির মন্ত্রিসভার এই গুরুত্বপূর্ণ সদস্যের দাবি, অক্সিজেন সঠিক তথ্য হাতে থাকাও খুবই জরুরি ৷ আতঙ্কিত হয়ে হাসপাতালে ছুটে যাওয়ার কোনও প্রয়োজনীয়তা নেই ৷ যাঁদের অক্সিজেনের প্রয়োজন, তাঁদের সেটা পাওয়া দরকার ৷ কিন্তু তথ্যের অভাবে কারও যদি মনে হয় যে অক্সিজেনে প্রয়োজন, সেটা ঠিক নয় ৷

তাছাড়া তিনি জানান যে আতঙ্কিত হয়ে এদিক-ওদিক দৌড়ে বেড়াবেন না ৷ অধিকাংশ রোগীরা চিকিৎসকের সঙ্গে সংযোগ রক্ষা করে চললে বাড়িতেই সেরে উঠতে পারেন ৷ আর এই পরামর্শ তিনি যে শুধু একজন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দিচ্ছেন না, বরং একজন চিকিৎসক হিসেবে দিচ্ছেন, সেটাও স্পষ্ট করেছেন হর্ষ বর্ধন ৷

এছাড়া তিনি জানিয়েছেন, যে রাজ্যে ভ্যাকসিন যেভাবে দেওয়া হয়েছে, সেই পারফরম্যান্সের উপর ভিত্তি করে ভ্যাকসিন বরাদ্দ করা হয়েছে ৷ এখনও পর্যন্ত করোনার ভ্যাকসিনের 16 কোটি ডোজ পাঠানো হয়েছে ৷ আর 15 কোটি ভ্যাকসিন দেওয়া হয়ে গিয়েছে ৷

আরও পড়ুন : রাজ্যগুলির হাতে ভ্যাকসিনের 1 কোটি ডোজ রয়েছে, দাবি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর

তাঁর দাবি, এর অর্থ রাজ্যগুলির হাতে এখনও ভ্যাকসিনের এক কোটি ডোজ রয়েছে ৷ যখন থেকে করোনার টিকাকরণ শুরু হয়েছে, তখন থেকে এমন একদিনও যায়নি, যেদিন রাজ্যগুলিকে তাদের ক্ষমতা অনুযায়ী ভ্যাকসিন দেওয়া হয়নি ৷

Last Updated : Apr 29, 2021, 8:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.