ETV Bharat / bharat

Gold-Silver Jewellery Seized: ভোটের মুখে রাজস্থানে বাজেয়াপ্ত 14 কোটি টাকার সোনা-রুপোর গয়না

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 22, 2023, 8:05 AM IST

Gold-Silver Jewellery Seized
সোনা ও রুপোর গয়না বাজেয়াপ্ত

Gold-Silver Jewellery Seized: আসন্ন বিধানসভা ভোটের মুখে রাজস্থানের বাঁশওয়াড়া থেকে বাজেয়াপ্ত করা হল 14 কোটি টাকার সোনা ও রুপোর গয়না ৷ পুলিশ, আয়কর দফতর ও জিএসটি-র আধিকারিকরা ঘটনাটি খতিয়ে দেখছেন ৷

বাঁশওয়াড়া (রাজস্থান), 14 অক্টোবর: ভোটের মুখে রাজস্থানের দানপুর সীমান্ত থেকে বাজেয়াপ্ত করা হল 14 কোটি টাকার সোনা ও রুপোর গয়না ৷ এই গয়না রাতলামের ফার্ম ডিপি জুয়েলার্সের বলে জানা গিয়েছে ৷ এর আনুমানিক মূল্য 14 কোটি টাকারও বেশি ৷ বর্তমানে পুলিশ, আয়কর দফতর এবং জিএসটি যৌথভাবে বিষয়টির তদন্ত করছে ।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, বাজেয়াপ্ত গয়নার মধ্যে 17.931 কেজি সোনার গয়না রয়েছে । আর রুপোর গয়না রয়েছে 49.831 কেজি । দানপুর থানার অফিসার প্রবীণ সিং বলেন, বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মধ্যপ্রদেশ সীমান্ত দিয়ে যাতায়াত করা যানবাহনের ক্রমাগত তল্লাশি করা হচ্ছে । এমনই একটি চেক পোস্ট বসানো হয়েছে বারিঘাটায় ।

শনিবার বিকেলে সেখানে তল্লাশির সময় একটি বোলেরো গাড়ি দেখতে পাওয়া যায় ৷ ওই গাড়ির ভেতরে তিনজন বসেছিলেন । চালককে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, তিনি মধ্যপ্রদেশের বিওড়ার বাসিন্দা জগন্নাথের ছেলে শংকর লাল । গাড়ির ভিতরে বসে থাকা বাকি দুই ব্যক্তি হলেন মধ্যপ্রদেশের তুলসী নগর, রাতলামের বাসিন্দা চৈন সিং-এর ছেলে বিজয় সিং এবং উত্তরপ্রদেশের উন্নাওয়ের বাসিন্দা মাইকো লালের ছেলে রাজপাল ।

গাড়ির ভেতরে রাখা জিনিসপত্র সম্পর্কে জানতে চাইলে তাঁরা স্পষ্ট ভাবে কোনও তথ্য দিতে পারেননি । আরোহীরা জানান, তাঁরা রাতলাম থেকে বাঁশওয়ারা এবং সেখান থেকে উদয়পুর হয়ে কোটা যাবেন । পুলিশ যখন তাঁদের জিজ্ঞেস করে যে, রাতলাম থেকে কোটা যাওয়ার সরাসরি একটি পথ আছে, তাহলে কেন এত ঘুরপথে যাচ্ছেন তাঁরা ৷ গাড়ির আরোহীরা এই প্রশ্নের সদুত্তর দিতে না-পারায়, গাড়িটি হেফাজতে নিয়ে আনা হয় দানপুর থানায় । গাড়ির ভিতরে সোনার গয়না থাকার খবর পাওয়ামাত্রই আয়কর এবং জিএসটি টিমকে ঘটনাস্থলে ডাকা হয় । এসপি অভিজিৎ সিং-এর নির্দেশে অন্যান্য দফতরকে এই তথ্য দেওয়া হয় । আয়কর দফতরের কর্তা এবং জিএসটি ইনচার্জও ঘটনাস্থলে পৌঁছেছেন ।

আরও পড়ুন: বাংলাদেশ ফেরত ট্রাকের কেবিনে লুকোনো প্রায় 30 লক্ষ টাকার সোনা, গ্রেফতার চালক

সোনার গয়নার ওজন করা হলে দেখা যায় যে, সেখানে রয়েছে 17 কেজি 931 গ্রাম । রুপোর গয়না ছিল 49 কেজি 831 গ্রাম । পর্যাপ্ত কাগজপত্রের অভাবে তা বাজেয়াপ্ত করা হয়েছে । উভয় বিভাগই এই বিষয়ে আরও তদন্ত করছে ।

জানা গিয়েছে, ওই গয়না ডিপি জুয়েলার্সের, সোনার গয়নায় আনুমানিক মূল্য 14 কোটি টাকারও বেশি ৷ এসপি কান সিং ভাটি জানিয়েছেন, বাজেয়াপ্ত করা পণ্যগুলির মূল্য 14 কোটি টাকারও বেশি । এই বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সংশ্লিষ্ট দফতর । বর্তমানে ডিপি জুয়েলার্সের সম্পূর্ণ গয়না আপাতত থানায় রাখা হয়েছে । গয়নার নথিপত্র পরীক্ষা করছে জিএসটি ও আয়কর বিভাগ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.