ETV Bharat / bharat

Goa Police Summons Delhi CM: আমজনতার সম্পত্তির সৌন্দর্যহানি! কেজরিওয়ালকে তলব গোয়া পুলিশের

author img

By

Published : Apr 14, 2023, 12:06 PM IST

Arvind Kejriwal
অরবিন্দ কেজরিওয়াল

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে নোটিশ পাঠিয়েছে গোয়া পুলিশ ৷ আগামী 27 এপ্রিল জনসাধারণের সম্পত্তি বিকৃতির মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য হাজির দিতে বলা হয়েছে ।

গোয়া, 14 এপ্রিল: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে সমন পাঠাল গোয়া পুলিশ ৷ বৃহস্পতিবার জারি করা এই সমনে আপ প্রধান কেজরিওয়ালকে 27 এপ্রিল হাজিরা দিতে বলা হয়েছে ৷ জনসাধারণের সম্পত্তি অর্থাৎ পাবলিক প্রপার্টির অবমাননা মামলায় তাঁকে ডেকে পাঠানো হয়েছে ৷ এই মামলার তদন্তকারী আধিকারিক দিল্লির মুখ্যমন্ত্রীকে দেওয়া নোটিশে জানিয়েছেন, এই বিষয়ে কেজরিকে জিজ্ঞাসাবাদের যথেষ্ট কারণ রয়েছে ৷

পেরনেম থানার তদন্তকারী আধিকারিক দিলীপকুমার হালারঙ্কার এই সমনটি জারি করেছেন ৷ গত বছর সরকারি সম্পত্তির সৌন্দর্যহানির মামলায় এফআইএর নথিভুক্ত করা হয়েছিল ৷ অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে প্রধান অভিযোগ, আপ (এএপি) জনসাধারণের ব্যবহৃত এলাকায় দিল্লির মুখ্যমন্ত্রীর পোস্টার সাঁটিয়ে তার সৌন্দর্যহানি করেছে ৷

আপ কর্মী ও নেতারা শহরজুড়ে বিভিন্ন ল্যান্ডমার্ক অঞ্চল এবং ফ্লাইওভারের দেওয়ালে পোস্টার লাগিয়েছেন ৷ দেওয়ালে লেখা স্লোগানে 'কেজরিওয়ালকে একটি সুযোগ' (ওয়ান চান্স কেজরিওয়াল) দেওয়ার কথা বলা হয়েছে ৷ এমনিতেই আপ এবং বিজেপির মধ্যে রাজনৈতিক অস্থিরতা বেড়ে চলেছে ৷ যে কোনও সুযোগে তারা একে অপরের বিরুদ্ধে মামলা করার সুযোগ হাতছাড়া করে না ৷

এর পাশাপাশি সম্প্রতি দিল্লি সরকারের আবগারি দুর্নীতি নিয়ে রাজধানীর রাজনৈতিক পরিস্থিতি উত্তাল ৷ এই দুর্নীতির মামলায় দিল্লির প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ৷ তাঁর গ্রেফতারির পর মণীশ সিসোদিয়া পদত্যাগ করেন ৷ প্রসঙ্গত তিনি দিল্লির শিক্ষা ও আবগারির বিষয়টিও সামলাতেন ৷

সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত ডিগ্রি দেখতে চেয়ে রীতিমতো বিতর্কে জড়ান অরবিন্দ কেজরিওয়াল ৷ সেন্ট্রাল ইনফরমেশন কমিশন বা সিআইসি গুজরাত বিশ্ববিদ্যালয়কে একটি নির্দেশে জানায়, প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতার প্রমাণ সংক্রান্ত নথি আপ প্রধান কেজরিওয়ালকে পাঠাতে হবে ৷ কিন্তু এরপরই গুজরাত হাইকোর্ট আসরে নামে এবং এই আবেদন বাতিল করে দেয় ৷ এর সঙ্গে আপ প্রধান তথা দিল্লির প্রধানমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে 25 হাজার টাকা জরিমানা করে আদালত ৷

আরও পড়ুন: মোদির ডিগ্রি চেয়ে বিপাকে কেজরি, আদালত জরিমানা করতেই আসরে বিজেপি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.