ETV Bharat / bharat

ধর্ষণের পর আত্মহত্যা আলিগড়ের তরুণীর

author img

By

Published : Jun 11, 2021, 12:15 PM IST

ধর্ষণ করা হয়েছিল তরুণীকে ৷ প্রথমে বাড়িতে কাউকে জানাননি এ কথা ৷ পরে জানালেও সেই আঘাত সহ্য করতে না পেরে আত্মহত্যা করলেন ধর্ষিতা ৷

আত্মহত্যা তরুণীর
আত্মহত্যা তরুণীর

আলিগড়, 11 জুন : ধর্ষণ করা হয়েছিল, তাই আত্মহত্যা করলেন তরুণী ৷ ঘটনাটি উত্তর প্রদেশের হরদুয়াগঞ্জ থানা অঞ্চলের ৷ তরুণী গৃহপালিত পশুদের জন্য খাবার সংগ্রহ করতে কাছের একটি মাঠে গিয়েছিলেন, সেই সময় তাঁকে ধর্ষণ করা হয় ৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও অভিযুক্ত সঙ্গে সঙ্গে পালিয়ে যায় ৷ পুলিশ একটি মামলা দায়ের করেছে আর অভিযুক্তের সন্ধানে খোঁজ চালানো হচ্ছে ৷

আরও পড়ুন : 10 বছর ধরে প্রেমিকের ঘরে লুকিয়ে ‘নিখোঁজ’ যুবতী !

ধর্ষিতা ওই তরুণীর ভাই হরদুয়াগঞ্জ থানায় অভিযোগ জানান যে, ঘটনাটি মঙ্গলবার হয়েছে ৷ গণেশ নামের একটি ছেলে ধর্ষণ করে ৷ অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তরুণীর ভাই ৷ তিনি বলেন, "আমার বোন এই ঘটনার কথা বলেনি আমাকে বা বাড়ির বাকি সদস্যদের ৷ গত মঙ্গলবার থেকে সে কিছু খায়নি ৷ কারণ জিজ্ঞাসা করলে তখন সব খুলে বলে আমাদের ৷" কিন্তু তার পর থেকে তাঁর ঘরের দরজা বন্ধ রাখে আর পরে আত্মহত্যা করে ৷

পুলিশ ভারতীয় দণ্ডবিধির 376 আর 306 ধারায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ৷ তদন্ত চলছে বলে জানানো হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.