ETV Bharat / bharat

Covid in India : ফের বাড়ল সংক্রমণ, সক্রিয় করোনা রোগী 140 দিনের মধ্যে সর্বনিম্ন

author img

By

Published : Aug 11, 2021, 10:06 AM IST

Updated : Aug 11, 2021, 12:48 PM IST

Corona in India
Corona in India

দেশে ফের বাড়ল দৈনিক সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 38 হাজার 353 জন ৷ গতকালই সেই সংখ্যাটা ছিল 28 হাজার 204 ৷ গত 24 ঘণ্টায় দেশে 10 হাজারের বেশি করোনা আক্রান্ত বেড়েছে ৷

নয়াদিল্লি, 11 অগস্ট : গত 24 ঘণ্টায় করোনার সংক্রমণ ও মৃত্যু দুই বেড়েছে ৷ একদিনে আক্রান্ত 38 হাজার 353 জন ৷ মৃত্যু হয়েছে 497 জনের ৷ গতকাল মৃত্যুর সংখ্যা ছিল 373 ৷ তবে কমেছে সক্রিয় রোগীর সংখ্যা ৷ বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা 3 লাখ 86 হাজার 351 জন যা গত 140 দিনে সবথেকে কম ৷ সুস্থতার হার 97.45 শতাংশ ৷ গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 40 হাজার 13 জন ৷

আজ সকালের স্বাস্থ্যমন্ত্রকের মেডিক্যাল বুলেটিন অনুযায়ী গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন 38 হাজারের ওপরে ৷ 16 মার্চের পর গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা 30 হাজারের নিচে নেমেছিল ৷ কিন্তু আজ তা এক ধাক্কায় 10 হাজার বেড়ে গিয়েছে ৷

আজকের সংক্রমণের অনুযায়ী করোনায় মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে হল 3 কোটি 20 লাখ 36 হাজার 511 ৷ গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 497 জনের ৷ দেশজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হল 4 লাখ 29 হাজার 179 ৷

আরও পড়ুন : Corona Effect : করোনা আবহে ক্ষতির বোঝা কমাতে বিনোদন করে ছাড় কলকাতা পৌরনিগমের

বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা 3 লাখ 86 হাজার 351 জন ৷ এখনও পর্যন্ত করোনাকে জয় করে সেরে উঠেছেন 3 কোটি 12 লাখ 20 হাজার 981 জন ৷ একদিনে সেরে উঠেছেন 40 হাজার 13 জন ৷

Last Updated :Aug 11, 2021, 12:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.