ETV Bharat / bharat

Leopard Attack at Udhampur: উধমপুরে চিতাবাঘের হামলায় 4 বছরের শিশুর মৃত্যু, উদ্ধার ক্ষতবিক্ষত দেহ

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 3, 2023, 5:50 PM IST

Updated : Sep 3, 2023, 5:56 PM IST

Leopard Attack at Udhampur ETV BHARAT
প্রতীকি ছবি

Four-year-old Girl Mauled to Death by Leopard: চিতাবাঘের হামলায় মৃত্যু হল চার বছরের শিশুর ৷ শনিবার রাতের ঘটনায় আজ ভোরে শিশুটির অর্ধেক খাওয়া দেহ উদ্ধার হয়েছে ৷ জম্মু ও কাশ্মীরের উধমপুরের এই ঘটনায় সতর্কতা জারি করেছে প্রশাসন ৷

উধমপুর, 3 সেপ্টেম্বর: জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলায় একটি চিতাবাঘের হামলায় মৃত্যু হল চার বছরের শিশুর ৷ জানা গিয়েছে, বাচ্চা মেয়েটিকে টেনে নিয়ে যায় চিতাবাঘটি ৷ মৃত শিশুটির নাম তনু বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে ৷ উধমপুরের পাঞ্চারি এলাকার আপার বানজালায় ঘটনাটি ঘটেছে ৷ শনিবার রাতে বাড়ির বাইরে বেরিয়েছিল শিশুটি ৷ সেই সময় তাকে টেনে নিয়ে যায় চিতাবাঘ ৷

প্রশাসনের তরফে জানানো হয়েছে, ভোর সাড়ে 8টা নাগাদ বাড়ি থেকে বেরনোর পরেই চিতাবাঘটি তার উপর হামলা করে ৷ খবর পাওয়া মাত্রই প্রশাসনের আধিকারিক এবং বনকর্মীরা গ্রামে পৌঁছান ৷ সেখানে গ্রামবাসীদের সাহায্যে শিশুটিকে উদ্ধার করতে তল্লাশি শুরু হয় ৷ রাতভোর তল্লাশি চালানোর পর, রবিবার ভোরে ওই শিশুটির ক্ষতবিক্ষত দেহ কাছে জঙ্গল থেকে উদ্ধার হয় ৷ জানা গিয়েছে, শিশুটির শরীরের অনেকটা অংশ চিতাবাঘটি খেয়ে ফেলেছে ৷ এই পরিস্থিতি, চিতাবাঘটিকে ধরতে স্থানীয় প্রশাসন এবং বন দফতরের কর্মীরা জাল পেতেছে ৷

সেই সঙ্গে ওই গ্রাম ও তার আশেপাশের গ্রামেও সতর্কতা জারি করেছে প্রশাসন ৷ বাসিন্দাদের সন্ধ্যের পর বাড়ি থেকে বেরতে নিষেধ করা হয়েছে ৷ যেহেতু চিতাবাঘটি মানুষ হত্যা করার পর, তার মাংস খেয়েছে , তাই বিপদ আরও বেড়ে গিয়েছে ৷ মনে করা হচ্ছে, যে কোনও সময় চিতাবাঘটি লোকালয়ে প্রবেশ করতে পারে ৷ তাই আগাম সতর্কতা জারি করা হয়েছে ৷

আরও পড়ুন: মাথা থেকে আলাদা ধড়, বৃদ্ধার মুণ্ডহীন দেহ উদ্ধারে চিতাবাঘের আতঙ্ক আলিপুরদুয়ারের গ্রামে

গত অগস্ট মাসে অন্ধ্রপ্রদেশের তিরুমালায় একটি মেয়ের উপর হামলা চালায় চিতাবাঘ ৷ সেই ঘটনায় মেয়েটির মৃত্যু হয়েছিল ৷ তবে, তাকে হত্যা করে খায়নি চিতাবাঘটি ৷ ওই ঘটনায় গভীর রাতে চিতাবাঘটি বন দফতরের খাঁচায় ধরা পড়েছিল ৷ পরে সেটিকে তীরুপতি চিড়িয়াখানা অর্থাৎ, শ্রী ভেঙ্কটেশ্বর জুওলজিক্যাল পার্কে পাঠানো হয় ৷ তবে, উধমপুরের ঘটনায় চিতাবাঘটি এখনও ধরা পড়েনি ৷ ফলে প্রশাসনের চিন্তা ক্রমশ বাড়ছে ৷ (খবর সূত্র- সংবাদসংস্থা এএনআই)

Last Updated :Sep 3, 2023, 5:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.