ETV Bharat / bharat

Militants Killed in Kupwara: কুপওয়ারায় অনুপ্রবেশ রুখে চার জঙ্গিকে খতম করল বাহিনী

author img

By

Published : Jun 23, 2023, 1:23 PM IST

কুপওয়ারায় অনুপ্রবেশ রুখে দিয়ে চার জঙ্গিকে খতম করল সেনা ও পুলিশের যৌথবাহিনী ৷ মাচাল এলাকায় নিয়ন্ত্রণ রেখা বরাবর জঙ্গিদের অনুপ্রবেশের চেষ্টা রুখে দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ ৷

Militants Killed in Kupwara
Militants Killed in Kupwara

শ্রীনগর, 23 জুন: জম্মু ও কাশ্মীরে অনুপ্রবেশের ছক ভেস্তে দিয়ে চার জঙ্গিকে নিকেশ করলেন নিরাপত্তী রক্ষীরা ৷ শুক্রবার উত্তর কাশ্মীরের সীমান্ত জেলা কুপওয়ারার মাচাল এলাকায় নিয়ন্ত্রণ রেখা বরাবর জঙ্গিদের অনুপ্রবেশের চেষ্টা রুখে দেওয়া হয় বলে শুক্রবার জানিয়েছে পুলিশ ৷ সেই সময়ই জওয়ানদের গুলিতে চার অজ্ঞাতপরিচয় জঙ্গির মৃত্যু হয়েছে । পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, "একটি যৌথ অভিযানে সেনাবাহিনী এবং পুলিশ কুপওয়ারার মাচাল সেক্টরের কালা জঙ্গলে চার জঙ্গিকে হত্যা করেছে, যারা পাক অধিকৃত জম্মু ও কাশ্মীর থেকে আমাদের দিকে অনুপ্রবেশের চেষ্টা করছিল ৷"

দিন কয়েক আগেই উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলায় নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর সেনাবাহিনীর সঙ্গে যৌথ অভিযানে জম্মু ও কাশ্মীর পুলিশ দুই অজ্ঞাতপরিচয় জঙ্গিকে গুলি করে খতম করে বলে দাবি করা হয়েছিল ৷ এর এক সপ্তাহ পরই ফের এই গোলাগুলির ঘটনা ঘটল । পুলিশের এক মুখপাত্র জানিয়েছিলেন, "কুপওয়ারা জেলার ডোবানর মাচাল এলাকায় (এলওসি) সেনাবাহিনী এবং কুপওয়ারা পুলিশের যৌথ অভিযানে দুই জঙ্গিকে খতম করা হয়েছে ৷"

আরও পড়ুন: অনন্তনাগে নিরাপত্তাবাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই

কুপওয়ারার হান্দওয়ারা শহরে একটি বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে বলে দাবি করেছিল সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) ৷ তার একদিন পরেই এই অভিযান চালানো হয় । হান্দওয়ারা-নওগাঁ রাজ্য সড়কের পাশে একটি কালভার্টের কাছে ভাটপুরা গ্রামে একটি মোটর শেল উদ্ধার করা হয়েছে বলে দাবি করে বাহিনী । এর আগে, 3 মে উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার মাচাল সেক্টরের পিনচাদ এলাকায় জঙ্গি ও নিরাপত্তা বাহিনীর মধ্যে গোলাগুলিতে দুই সন্দেহভাজন জঙ্গির মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে ।

একটি টুইটার পোস্টে, পুলিশের একজন মুখপাত্র বলেন যে, এলাকায় আরও অনুসন্ধান চলাকালীন গুলির লড়াইয়ে আরও দুই জঙ্গি নিহত হয় । পুলিশ ও সেনাবাহিনীর যৌথ দল এলাকায় তল্লাশি অভিযান শুরু করার পর এনকাউন্টার শুরু হয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.