ETV Bharat / bharat

Gandhi Maidan Blast Case : আট বছর আগে পটনার গান্ধি ময়দান বিস্ফোরণ কাণ্ডে ফাঁসির সাজা চারজনের

author img

By

Published : Nov 1, 2021, 5:38 PM IST

Updated : Nov 1, 2021, 6:14 PM IST

এই ঘটনায় দোষী সাব্যস্ত 9 জনেরই এদিন সাজা ঘোষণা করেছে আদালত ৷ চার জনের ফাঁসি ছাড়াও যাবজ্জীন কারাদণ্ড হয়েছে 2 জনের ৷ দশ বছরের কারাদণ্ড হয়েছে আরও 2 জনের, বাকি 1 জনের হয়েছে সাত বছরের কারাদণ্ড ৷

Gandhi Maidan Blast Case
গান্ধি ময়দান বিস্ফোরণ কাণ্ডে ফাঁসির সাজা চারজনের

পটনা, 1 নভেম্বর : 2013 সালের 27 অক্টোবর পটনার ঐতিহাসিক গান্ধি ময়দানে নরেন্দ্র মোদির সভার আগে ধারাবাহিক বিস্ফোরণের ঘটনায় 4 জনকে ফাঁসির সাজা দিল আদালত ৷ পাটনার বিশেষ এনআইএ আদালত সোমবার এই রায় দিয়েছে ৷ এই ঘটনায় দোষী সাব্যস্ত 9 জনেরই এদিন সাজা ঘোষণা করেছে আদালত ৷ চার জনের ফাঁসি ছাড়াও যাবজ্জীন কারাদণ্ড হয়েছে 2 জনের ৷ দশ বছরের কারাদণ্ড হয়েছে আরও 2 জনের, বাকি 1 জনের হয়েছে সাত বছরের কারাদণ্ড ৷

যে সময় ওই বিস্ফোরণ ঘটে সে সময় প্রধানমন্ত্রী পদপ্রার্থী ও গুজরাতের মুখ্যমন্ত্রী পদে ছিলেন নরেন্দ্র মোদি ৷ 2013 সালের 27 অক্টোবর পটনার গান্ধি ময়দানে নরেন্দ্র মোদির হুঙ্কার ব়্যালি ছিল ৷ নরেন্দ্র মোদি ছাড়াও সেই সভায় উপস্থিত থাকার কথা ছিল বিজেপি'র একাধিক শীর্ষ নেতার ৷ সেই সভা শুরুর আগেই গান্ধি ময়দানে ধারাবাহিক বিস্ফোরণ ঘটে ৷ বিস্ফোরণে প্রাণ হারান 6 জন, আহত হন 84 জন ৷ এই একইদিনে বিস্ফোরণ হয় পটনা জংশন রেলওয়ে স্টেশনেও ৷

আরও পড়ুন : Supreme Court : হাইকোর্টের রায় খারিজ, পরিবেশ বান্ধব বাজিতে ছাড় সুপ্রিম কোর্টের

এই বিস্ফোরণের তদন্তভার যায় এনআইএ'র কাছে ৷ 2013 সালের 6 নভেম্বর এই ঘটনার তদন্তভার শুরু করে এনআইএ ৷ তদন্ত শেষে মোট 11 জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেয় এনআইএ ৷ যার মধ্যে দশজন নিষিদ্ধ সংগঠন সিমি'র সদস্য ৷ শুরু হয় তাদের বিচার প্রক্রিয়া ৷ অপর এক অভিযুক্ত নাবালক হওয়ায় তাকে তিন বছরের জন্য জুভেনাইল হোমে পাঠানো হয় ৷ বাকি দশ জনের মধ্যে প্রমাণের অভাবে ছাড়া পেয়ে যায় ফকরুদ্দিন নামে এক অভিযুক্ত ৷ দোষী সাব্যস্ত বাকি 9 জনের সাজা ঘোষণা হল এদিন ৷

Last Updated :Nov 1, 2021, 6:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.