ETV Bharat / bharat

Bengaluru Metro: বিনা টিকিটে মেট্রো চড়ে বিপাকে বিদেশি ইউটিউবার, ক্ষোভ প্রকাশ কর্তৃপক্ষের

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 25, 2023, 10:44 PM IST

Updated : Sep 26, 2023, 6:36 AM IST

ETV Bharat
বিনা টিকিটে মেট্রো চড়ে বিপাকে বিদেশি পর্যটক

বেঙ্গালুরু মেট্রোয় বিনা টিকিটে সফর বিদেশি পর্যটকের ৷ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি মেট্রো কর্তৃপক্ষের ৷

বেঙ্গালুরু, 25 সেপ্টেম্বর: বিনা টিকিটে বেঙ্গালুরু মেট্রোতে সফর করে এবং তা নিয়ে ভিডিয়ো বানিয়ে বিপাকে পড়তে হল এক বিদেশি পর্যটককে ৷ জানা গিয়েছে, ওই বিদেশি যুবক একজন ইউটিউবার ৷ কীভাবে মেট্রো কর্তৃপক্ষের চোখে ধুলো দিয়ে বিনা টিকিটে মেট্রোতে সফর করা যায়, তা নিয়ে ভিডিয়ো বানাতে গিয়েই তিনি ওই কাজটি করেন এবং সেই ভিডিয়ো সোশাল মিডিয়ায় আপলোড করে দেন ৷ তারপর থেকেই বিষয়টি নিয়ে হইচই শুরু হয়েছে ৷ জানা গিয়েছে, ওই বিদেশি ইউটিউবারের নাম ফিডিয়াস পানায়িওতউ ৷ তিনি বেঙ্গালুরুর নাম্মা মেট্রোতে বিনা টিকিটে সফর করেন ও ভিডিয়ো বানান বলে অভিযোগ ৷

এই প্রসঙ্গে বেঙ্গালুরু মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড বা বিএমআরসিএল-এর ম্যানেজিং ডিরেক্টর অঞ্জুম পারভেজ জানিয়েছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিষয়টি নিয়ে তদন্ত করবে ও উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে ওই ব্যক্তির বিরুদ্ধে ৷ তিনি আরও জানিয়েছেন, ওই বিদেশি যুবক দেখাতে চাইছিলেন কীভাবে বিনা খরচে সফর করা যায়, সেই উদ্দেশেই তিনি ওই কাণ্ড করেন ও পরে ভিডিয়োটি সামাজিক মাধ্যমে আপলোড করে দেন ৷ ভিডিয়োটি ভাইরাল হওয়ার পর মেট্রো কর্তৃপক্ষের নজরে আসে ৷ বিএমআরসিএল-এর ম্যানেজিং ডিরেক্টরের কথায়, "এই ধরনের কাজ কখনও গ্রহণযোগ্য নয় ৷ বেঙ্গালুরু মেট্রো কর্তৃপক্ষ ওই ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করবে ৷ "

আরও পড়ুন: চন্দ্রযান-3'র সাফল্য উদযাপনে মহাক্যুইজের ঘোষণা ইসরোর, কীভাবে অংশ নেবেন ?

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ওই ভিডিয়োতে দেখা গিয়েছে ফিডিয়াস নামে ওই বিদেশি যুবক সাদা টি-শার্ট ও নীল শর্টস পরে মেট্রো স্টেশনের ভিতরে প্রবেশ করছেন, আর বলছেন, "আমি আপনাদের শেখাব ভারতে কীভাবে বিনামূল্যে মেট্রো চড়া যায় ৷" এই ভিডিয়োতে আরও দেখা গিয়েছে, বিনা টিকিটে মেট্রোয় উঠে তিনি দিব্যি সফরও করছেন ৷ এমনকি মেট্রোর গেটে কোনও টোকেন বা কার্ড পাঞ্চ না-করে কীভাবে গেট টপকে স্টেশনে যাওয়া যায় তাও ওই ভিডিয়োতে দেখান ওই যুবক ৷ ইনস্টাগ্রামে সেই ভিডিয়োর ক্যাপশনে তিনি আবার লেখেন, 'ভারতীয় মেট্রোর চোখে কীভাবে ধুলো দেবেন' ৷ 2011 সালে বেঙ্গালুরু মেট্রোর সূচনার পর এই প্রথম এমন ঘটনা সামনে এল ৷ তবে এই ঘটনায় অনেকেই ওই ইউটিউবারের ভিডিয়োতে গিয়ে এই বিষয়টি করা উচিৎ হয়নি বলে কমেন্ট করেও এসেছেন ৷ ভারতের আইন ও নিয়ম মেনে চলতেও অনেকে পরামর্শ দিয়েছেন ওই ব্যক্তিকে ৷

Last Updated :Sep 26, 2023, 6:36 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.