ETV Bharat / bharat

হরিয়ানা খনি দুর্নীতি মামলায় বিদেশি অস্ত্র ও নগদ 5 কোটি টাকা উদ্ধার করল ইডি

author img

By PTI

Published : Jan 5, 2024, 1:18 PM IST

ED Raids in Haryana Mining Case: হরিয়ানা খনি দুর্নীতি মামলায় অভিযানে নেমে বিপুল পরিমাণে বিদেশি আগ্নেয়াস্ত্র, 5 কোটি টাকা নগদ, প্রচুর সোনা এবং বিদেশি মদ বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷

ETV BHARAT
ETV BHARAT

চণ্ডিগড়, 5 জানুয়ারি: হরিয়ানার বালি ও খাদান দুর্নীতি মামলায় প্রায় 20টি জায়গায় তল্লাশি অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ আর সেই অভিযানে বিপুল পরিমাণে নগদ, সোনা, বিদেশি মদ ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছেন তদন্তকারীরা ৷ জানা গিয়েছে, আইএনএলডির প্রাক্তন বিধায়ক দিলবাগ সিং এবং সোনিপতের কংগ্রেস বিধায়ক সুরেন্দর পানওয়ারের বিরুদ্ধে যমুনানগরে অভিযান চালায় ইডি ৷

সংবাদসংস্থা পিটিআই ইডি সূত্রকে উল্লেখ করে জানিয়েছে, বৃহস্পতিবার ওই মামলার সঙ্গে যোগ রয়েছে এমন প্রায় 20টি জায়গায় তল্লাশি চালানো হয় ৷ যমুনানগর, সোনিপত, মোহালি, ফরিদাবাদ, চণ্ডিগড় ও কারনাল জেলায় তল্লাশি চালায় ইডি ৷ সেই অভিযানে 5 কোটি টাকা নগদ, 100টির বেশি বিদেশি মদের বোতল, বিদেশে তৈরি বেআইনি আগ্নেয়াস্ত্র, তিনশো রাউন্ড কার্তুজ ও 4-5 কেজি সোনার বিস্কুট উদ্ধার করা হয়েছে ৷ জানা গিয়েছে, এখনও বেশ কয়েকটি জায়গায় ইডি-র এই তল্লাশি চলছে ৷

মূলত, হরিয়ানার যমুনানগরে বালি ও পাথর খাদান দুর্নীতিতে হাওয়ালা মারফত টাকা পাচারের মামলার তদন্ত করছে ইডি ৷ যে মামলায় প্রাক্তন আইএনএলডি বিধায়ক দিলবাগ সিং এবং সোনিপতের কংগ্রেস বিধায়ক অভিযুক্তের তালিকায় রয়েছে ৷ বেআইনি পাথর খাদান মামলার তদন্তে হরিয়ানা পুলিশ আগেই দিলবাগ সিংয়ের বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের করেছে ৷ এমনকি আশপাশের জেলায় বালি ও নুড়ি পাচার করার অভিযোগও রয়েছে দিলবাগ এবং কংগ্রেস বিধায়কের বিরুদ্ধে ৷ লিজের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও ওই খাদানগুলি থেকে বেআইনিভাবে পাথর, বালি ও নুড়ি তোলার অভিযোগ উঠেছে ৷

আরও পড়ুন:

  1. তৃণমূল নেতার বাড়িতে অভিযানে হামলা, রেশন দুর্নীতির তদন্তে রক্তাক্ত ইডি আধিকারিকরা
  2. সন্দেশখালির ঘটনা বিজেপির উস্কানির প্রভাবে হয়েছে, দাবি তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের
  3. রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রীর বাড়িতে খুব তাড়াতাড়ি ইডি-সিবিআই হানা দেবে, হুঁশিয়ারি সুকান্তর
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.