ETV Bharat / bharat

Uttar Pradesh Road Accident: আলিগড়ে একাধিক গাড়িতে বেপরোয়া বাসের ধাক্কা, মৃত 5

author img

By

Published : Nov 2, 2022, 12:00 PM IST

বেপরোয়া বাসের ধাক্কায় মৃত্যু হল 5 জনের ৷ মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আলিগড়ে (Five People Kill as Private Bus Ramps Several Vehicles) ৷ বেসরকারি ওই বাসটি বেপরোয়া গতিতে এসে একাধিক গাড়িতে ধাক্কা মারে বলে অভিযোগ ৷

Five People Kill as Private Bus Ramps Several Vehicles in Aligarh Uttar Pradesh
Five People Kill as Private Bus Ramps Several Vehicles in Aligarh Uttar Pradesh

আলিগড় (উত্তরপ্রদেশ), 2 নভেম্বর: উত্তরপ্রদেশের আলিগড়ে ভয়াবহ পথ দুর্ঘটনায় 5 জনের মৃত্যু হয়েছে (Five People Kill as Private Bus Ramps Several Vehicles) ৷ 6 জন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ৷ জানা গিয়েছে, মঙ্গলবার মধ্যরাতে একটি বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক গাড়িতে ধাক্কা মারে ৷ অভিযোগ বাসটি বেপরোয়াভাবে হরিয়ানার পালওয়ালের দিক থেকে আলিগড়ের দিকে আসছিল ৷ টপ্পল ব্লকে কুরানা গ্রামের কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বেশ কয়েকটি বাইক এবং একটি গাড়িতে ধাক্কা মারে বলে অভিযোগ (Uttar Pradesh Road Accident) ৷ এর পরেই বাসটি একটি ডিভাইডারে ধাক্কা মেরে দাঁড়িয়ে যায় ৷

পুলিশের তরফে দেওয়া তথ্য অনুযায়ী, মৃতদের অধিকাংশই বুলন্দশহরের ধনৌরার বাসিন্দা ৷ তাঁরা কাছের একটি গ্রামে ধর্মীয় কোনও অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন ৷ প্রত্যক্ষদর্শীদের অভিযোগ , ঘাতক বাসের চালক দুর্ঘটনার সময় মদ্যপ ছিলেন ৷ ধনৌরার বাসিন্দা এক প্রত্যক্ষদর্শী রাজকুমার জানিয়েছেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়িতে থাকা লোকজন সকলেই বুলন্দশহর থেকে এসেছিলেন ৷ তাঁদের পরিচয় জানা গিয়েছে ৷ ভগত নামে একজন গায়ক, সাউন্ড অপারেটর অমর সিং, নৃত্যশিল্পী সন্তোষ এবং চালক দীনেশ দুর্ঘটনার সময় গাড়িতে বসেছিলেন বলে তাঁদের দাবি ৷

আরও পড়ুন: মারুতিকে পিষে দিল লরি, 2 শিশু-সহ মৃত 5

এ নিয়ে গ্রামীণ জেলা পুলিশ সুপার আশুতোষ মিশ্র বলেন, ‘‘পঞ্জাবের একটি বাস একাধিক গাড়িতে ধাক্কা মেরেছে ৷ যার জেরে 62 বছরের মদন সিংয়ের মৃত্যু হয়েছে ৷ বাকি মৃতেরা হলেন, দীনেশ (25) ,অমর সিং (28), সন্তোষ (22) এবং জয়প্রকাশ (45) ৷ এরা সকলেই বুলন্দশহরের কাকোড়ের বাসিন্দা ৷ মদন সিং নয়ডার বাসিন্দা"৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.