ETV Bharat / bharat

Women Agniveer Recruitment: যোগীরাজ্যে মহিলা অগ্নিবীরদের নিয়োগের পরীক্ষা নিল সেনা

author img

By

Published : Dec 1, 2022, 7:20 PM IST

first-women-agniveer-recruitment-rally-in-uttar-pradesh-started-today
Women Agniveer Recruitment: যোগীরাজ্যে মহিলা অগ্নিবীরদের নিয়োগের পরীক্ষা নিল সেনা

বৃহস্পতিবার উত্তরপ্রদেশের লখনউতে অগ্নিপথ প্রকল্পে (Agnipath Scheme) সেনাবাহিনীতে মহিলা অগ্নিবীরদের (Agniveer) ভরতির পরীক্ষা হল ৷ উত্তরাখণ্ডের মেয়েদের পরীক্ষা নেওয়া হবে আগামিকাল ৷

লখনউ (উত্তরপ্রদেশ), 1 ডিসেম্বর : অগ্নিপথ প্রকল্পে (Agnipath Scheme) সেনাবাহিনীতে মহিলা অগ্নিবীরদের (Agniveer) ভরতিও চলছে ৷ বৃহস্পতিবার উত্তরপ্রদেশের (Uttar Pradesh) লখনউতে মহিলাদের এই যোজনার মাধ্যমে সেনায় ভরতির পরীক্ষা নেওয়া হয় ৷ পরীক্ষা নেওয়া হয় এমসি সেন্টার অ্যান্ড কলেজের মাঠে ওই রাজ্যের 26 জেলার মেয়েরা পরীক্ষা দেওয়ার জন্য হাজির হয়েছিলেন ৷ তাঁদের দৌড়, লং জাম্প, হাই জাম্পে অংশ নিতে হয় ৷

first-women-agniveer-recruitment-rally-in-uttar-pradesh-started-today
যোগীরাজ্যে মহিলা অগ্নিবীরদের নিয়োগের পরীক্ষা নিল সেনা

অন্যদিকে আগামিকাল, শুক্রবার ওই একই জায়গায় উত্তরাখণ্ডের 14টি জেলার মেয়েরা পরীক্ষা দেবেন ৷ এছাড়া পরীক্ষা দেবেন উত্তরপ্রদেশের যে জেলাগুলির পরীক্ষা আজ নেওয়া গেল না, সেই জেলার মেয়েরা ৷

first-women-agniveer-recruitment-rally-in-uttar-pradesh-started-today
যোগীরাজ্যে মহিলা অগ্নিবীরদের নিয়োগের পরীক্ষা নিল সেনা

গত 14 জুন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) সেনার তিন বাহিনীর প্রধানকে সঙ্গে নিয়ে অগ্নিপথ প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন ৷ 4 বছরের চুক্তিতে সেনায় নিয়োগ করা হবে ৷ সেই সময় তাঁরা আর্থিক সুবিধা পাবেন ৷ তার পরও এঁদের মধ্যে 25 শতাংশের কাছে সেনায় চাকরির সুযোগও থাকছে ৷

first-women-agniveer-recruitment-rally-in-uttar-pradesh-started-today
যোগীরাজ্যে মহিলা অগ্নিবীরদের নিয়োগের পরীক্ষা নিল সেনা

এর পর গত 19 জুন ভারতীয় বায়ুসেনা (IAF) অগ্নিপথ প্রকল্পে নিয়োগের বিস্তারিত তথ্য প্রকাশ করে ৷ সেই তথ্য অনুয়ায়ী, অগ্নিবীররা বছরে 30 দিন ছুটি পাবেন ৷ এছাড়া কোনও অগ্নিবীর অসুস্থ হলে, তাঁর শারীরিক অবস্থা অনুযায়ী ছুটি মঞ্জুর করা হবে ৷ চাকরির শুরুতেই প্রতি মাসে 30 হাজার টাকা বেতন পাবেন তাঁরা ৷ প্রতি বছরে বেতন বৃদ্ধিও হবে ৷ এছাড়া ঝুঁকিপ্রবণ পরিস্থিতি, পোশাক, যাতায়াতের প্রয়োজনে আলাদা করে টাকা পাবেন প্রত্যেক অগ্নিবীর ৷

first-women-agniveer-recruitment-rally-in-uttar-pradesh-started-today
যোগীরাজ্যে মহিলা অগ্নিবীরদের নিয়োগের পরীক্ষা নিল সেনা

এছাড়া প্রতিরক্ষা মন্ত্রকের (Defence Ministry) অধীনে 'অগ্নিবীর করপাস ফান্ড' নামের একটি তহবিল থাকবে ৷ প্রতি মাসে অগ্নিবীরদের বেতনের থেকে 30 শতাংশ টাকা যাবে ওই করপাস ফান্ডে ৷ জমা টাকার উপর কেন্দ্রীয় সরকার পাবলিক প্রফিডেন্ট ফান্ডের সম পরিমাণ সুদ দেবে ৷ 4 বছর শেষে ওই ফান্ডে প্রত্যেক অগ্নিবীরের অনুদান থাকবে 5 লক্ষ 2 হাজার টাকা ৷ কেন্দ্রও এই সমান অর্থ দেবে ৷ চাকরি শেষে সেবা নিধি প্রকল্পের আওতায় প্রত্যেক অগ্নিবীরের হাতে 10 লক্ষ 4 হাজার টাকা তুলে দেওয়া হবে ৷

first-women-agniveer-recruitment-rally-in-uttar-pradesh-started-today
যোগীরাজ্যে মহিলা অগ্নিবীরদের নিয়োগের পরীক্ষা নিল সেনা

আরও পড়ুন: কড়া নিরাপত্তায় দেশের 250টি কেন্দ্রে চলল হবু 'অগ্নিবীর'-দের পরীক্ষা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.