ETV Bharat / bharat

INDIA Meet: বুধে শরদ পাওয়ারের বাড়িতে প্রথম কো-অর্ডিনেশন কমিটির বৈঠক

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 13, 2023, 11:51 AM IST

আজ আলোচনায় বসবে 'ইন্ডিয়া' জোটের কো-অর্ডিনেশন কমিটি বা সমন্বয় কমিটি ৷ এনসিপি প্রধান শরদ পাওয়ারের নয়াদিল্লির বাড়িতে এই বৈঠক হওয়ার কথা ৷

ETV Bharat
ইন্ডিয়ো জোটের কো-অর্ডিনেশন কমিটির বৈঠক

নয়াদিল্লি, 13 সেপ্টেম্বর: আজ আলোচনায় বসছে 'ইন্ডিয়া' ব্লকের কো-অর্ডিনেশন কমিটি ৷ বুধবার দিল্লিতে এই বৈঠকে 2024 সালের লোকসভা নির্বাচনে আসন বণ্টন নিয়ে আলোচনা হতে পারে ৷ এই কো-অর্ডিনেশন কমিটিতে 14 জন সদস্য আছেন ৷ কমিটিতে রয়েছেন এনসিপি প্রধান শরদ পাওয়ার, কংগ্রেসের মুখপাত্র কে সি বেণুগোপাল, আম আদমি পার্টির রাঘব চাড্ডা, রাষ্ট্রীয় জনতা দলের তেজস্বী যাদব, তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ এদিকে আজই অভিষেককে তলব করেছে ইডি ৷

রাজধানীতে ন্যাশনাল কংগ্রেস পার্টি প্রধান শরদ পাওয়ারের বাড়িতে এই বৈঠক হওয়ার কথা ৷ ইতিমধ্যে বিজেপির নেতৃত্বে কেন্দ্রীয় সরকার 'এক দেশ, এক ভোট' কার্যকর করা হতে পারে বলে জানিয়েছে ৷ 2024 সালের লোকসভা নির্বাচনেই তা চালুর সম্ভাবনা রয়েছে ৷ এই সময়ে কোঅর্ডিনেশন কমিটির বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ ৷ বিরোধী দলগুলিও জানিয়েছে, দেশের লোকসভা নির্বাচনের পাশাপাশি অন্য নির্বাচনের জন্যও তারা প্রস্তুত ৷

এই বৈঠকের আগে মুম্বইতে ইউবিটি শিবসেনার নেতা উদ্ধব ঠাকরে, শরদ পাওয়ারের সঙ্গে দেখা করেন ৷ রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশের দাবি, আসন বণ্টনের পাশাপাশি ভোটের রণকৌশল নিয়ে আলোচনা হতে পারে ৷ সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে দেশে আলোচনার কেন্দ্র হয়ে উঠেছে মহারাষ্ট্র ৷

সেখানে 48টি লোকসভা কেন্দ্রে কীভাবে আসন ভাগাভাগি হবে, সেই বিষয়টিও বৈঠকে উঠে আসতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল ৷ দেশে সাংসদের সংখ্যার নিরিখে উত্তরপ্রদেশের পর দ্বিতীয় স্থানে মহারাষ্ট্র ৷

আরও পড়ুন: 'ইন্ডিয়া' জোটের সমন্বয় কমিটির বৈঠক বুধে, আলোচনা হবে আসন সমঝোতা নিয়েও

31 অগস্ট ও 1 সেপ্টেম্বর মুম্বইতে 'ইন্ডিয়া' জোটের বৈঠক হয় ৷ উদ্ধব ঠাকরের নেতৃত্বে শিবসেনা এবং শরদ পাওয়ারের নেতৃত্বে এনসিপি শিবির এই বৈঠকের আয়োজন করে ৷ বিরোধী জোটের এই তৃতীয় বৈঠকে 'ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্য়ালায়েন্স' বা 'ইন্ডিয়া'র কো-অর্ডিনেশন কমিটি গঠিত হয় ৷ 2024 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পরাজিত করাই জোটের লক্ষ্য ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.