ETV Bharat / bharat

Cervical Cancer Vaccine in India: আসছে দেশীয় প্রযুক্তিতে তৈরি সার্ভাইক্যাল ক্যানসার প্রতিরোধী ভ্যাকসিন, ঘোষণা কেন্দ্রের

author img

By

Published : Sep 1, 2022, 5:28 PM IST

সেরাম ইনস্টিটিউট (Serum Institute) ভারতে নিয়ে আসছে জরায়ুমুখের সার্ভাইক্যাল ক্যানসার প্রতিরোধী ভ্যাকসিন (Cervical Cancer Vaccine in India) ৷ এই ভ্যাকসিনের দাম হতে পারে 200 থেকে 400 টাকা ৷

Cervical Cancer Vaccine
ETv Bharat

দিল্লি, 1 সেপ্টেম্বর: ক্যানসার গবেষণায় বড় সাফল্য পেল ভারত ৷ জরায়ুমুখের সার্ভাইক্যাল ক্যানসার প্রতিরোধে খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে দেশীয়ভাবে উন্নত কোয়াড্রিভ্যালেন্ট হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) ভ্যাকসিন (Vaccine against Cervical Cancer) ৷ সার্ভাইক্যাল ক্যানসারের জন্য দায়ী এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (Human Papillomavirus Vaccine) ৷ এবার এই ভাইরাসের মোকাবিলা করতে ভ্যাকসিন তৈরি হল দেশে ৷ বৃহস্পতিবার এই ঘোষণা করেছেন কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী জিতেন্দ্র সিং ৷ আগামী কয়েক মাসের মধ্যে বাজারে আসবে এই প্রতিষেধক ৷ যার দাম পড়তে পারে 200 থেকে 400 টাকা ৷

জানা গিয়েছে, ইতিমধ্যেই এই ভ্যাকসিন নিয়ে গবেষণা ও প্রতিষেধক তৈরির কাজ শেষ হয়েছে ৷ এখন শুধুমাত্র এই প্রতিষেধকের বাজারে আসার অপেক্ষা ৷ এই ভ্যাকসিন বাজারে আনছে সেরাম ইনস্টিটিউট (Serum Institute) ৷ সেরামের সিইও আদর পুনাওয়ালা জানিয়েছেন, প্রতিষেধকের দাম এখনও চূড়ান্ত হয়নি, তবে 200 থেকে 400 টাকার মধ্যে এর দাম পড়তে পারে (Vaccine against Cervical Cancer in India) ৷

আরও পড়ুন: দাউদ ও ছোটা শাকিলের মাথার দাম ঘোষণা করল এনআইএ

কবে ভারতের বাজারে আসবে সারভাইক্যাল ক্যানসার প্রতিরোধী ওই ভ্যাকসিন? এই প্রসঙ্গে সেরাম কর্তা পুনাওয়ালা জিনিয়েছেন, চলতি বছরের শেষদিকে এই ভ্যাকসিন আসতে পারে ৷ প্রথমে সরকারের মাধ্যমেই এই ক্যানসার প্রতিষেধক দেওয়া হবে ৷ পরে বেসরকারিভাবেও তা পাওয়া যাবে ৷ প্রথমে ভারতে এই ভ্যাকসিন দেওয়া হবে ৷ তারপর বিদেশে তা রফতানি করা হবে ৷ প্রথম পর্বে এই ভ্যাকসিনের 20 কোটি ডোজ আনা হবে ৷

জৈব-প্রযুক্তি মন্ত্রকের সচিব রাজেশ গোখেল জানিয়েছেন, 200 জন স্বেচ্ছাসেবকের শরীরে ইতিমধ্যেই এই ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ হয়েছে ৷ এই ধরণের গবেষণার ক্ষেত্রে সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগ প্রয়োজন বলেও তিনি জানিয়েছেন ৷ মূলত 15 থেকে 44 বছর বয়সি মহিলাদের শরীরে সার্ভাইক্যাল ক্যানসার দেখা যায় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.