ETV Bharat / bharat

Operation Ajay: প্রথম ধাপে ইজরায়েল থেকে ফিরছেন 230 জন ভারতীয়, 'অপারেশন অজয়' নিয়ে জানাল বিদেশমন্ত্রক

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 12, 2023, 7:42 PM IST

Updated : Oct 12, 2023, 8:39 PM IST

যুদ্ধবিধ্বস্ত ইজরায়েল থেকে 230 জন ভারতীয়কে উদ্ধার করতে সমর্থ হয়েছে ভারত ৷ 'অপারেশন অজয়' সম্পর্কে বৃহস্পতিবার বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, কমপক্ষে 230 জন যাত্রী এদিন রাতের মধ্যে যুদ্ধবিধ্বস্ত দেশ ছেড়ে যাবে ৷

Etv Bharat
Etv Bharat

নয়াদিল্লি, 12 অক্টোবর: যুদ্ধবিধ্বস্ত ইজরায়েল থেকে 230 জন ভারতীয়কে উদ্ধার করতে সমর্থ হয়েছে ভারত ৷ 'অপারেশন অজয়' সম্পর্কে বৃহস্পতিবার বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী জানালেন, কমপক্ষে 230 জন যাত্রী এদিন রাতের মধ্যে যুদ্ধবিধ্বস্ত দেশ ছাড়বে ৷ আগামিকাল অর্থাৎ শুক্রবার সকালে নয়াদিল্লিতে বিমান পৌঁছবে বলে আশা করা হচ্ছে। বুধবার বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শ্রীলঙ্কা সফরে থাকাকালীন এক্স হ্যান্ডেলে পোস্ট করে উপদ্রুত এলাকা থেকে ভারতীয়দের ফিরিয়ে আনার কথা ঘোষণা করেছিলেন ৷ একই সঙ্গে তিনি জানিয়েছিলেন, ভারতীয়দের ইজরায়েল থেকে ফিরিয়ে আনার ক্ষেত্রে বিশেষ চার্টার ফ্লাইট এবং অন্যান্য ব্যবস্থাও রাখা হচ্ছে। এছাড়াও ইজরায়েলে প্রায় এক হাজার শিক্ষার্থী, বেশ কিছু আইটি সংস্থার কর্মী এবং হীরে ব্যবসায়ীও রয়েছে।

এদিন সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী বলেন, "ভারত থেকে এদিন তেল আবিবের প্রথম ফ্লাইটটি পৌঁছবে। ফ্লাইটটি ভারতীয় নাগরিকদের দেশে ফিরিয়ে নিয়ে আসবে। এই বিমানে মোট 230 জন যাত্রী আসবে বলে আশা করা হচ্ছে ৷" ইজরায়েল এবং প্যালেস্তাইনের মধ্যে বর্তমান সংঘাতের বিষয়ে ভারতের অবস্থান সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, বাগচী বলেন, "আন্তর্জাতিক মানবিক আইন পালন করার ক্ষেত্রেও একটি বাধ্যবাধকতা রয়েছে। সন্ত্রাসবাদের হুমকির বিরুদ্ধে লড়াই করারও আন্তর্জাতিক দায়িত্ব রয়েছে ৷"

এদিকে, ইজরায়েলে ভারতীয় দূতাবাস বুধবার একটি নির্দেশিকা জারি করেছে ৷ যেখানে যুদ্ধ-বিধ্বস্ত দেশে বসবাসকারী ভারতীয় নাগরিকদের তেল আবিব এবং ইজরায়েলে অবস্থিত যে কোনও ভারতীয় দূতাবাসে নিজেদের নাম এবং তথ্য নথিভুক্ত করতে বলা হয়েছে ৷ একটি ভিডিয়ো বার্তায়, ইজরায়েলে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত সঞ্জীব সিংলা স্থানীয় কর্তৃপক্ষের জারি করা নির্দেশিকা অনুসরণ করে ভারতীয়দের শান্ত থাকার পরামর্শ দিয়েছেন ৷ পাশাপাশি ভারতীয়রা সমস্যায় পড়লে দূতাবাসের জরুরি নম্বরে যোগাযোগ করারও পরামর্শ দিয়েছেন তিনি ৷

আরও পড়ুন: রাশিয়াকে বরখাস্ত করল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি, প্যারিসে নেই ইসিনবায়েভার দেশ

বুধবার জারি করা বিবৃতি অনুসারে, দূতাবাস 24 ঘন্টা হেল্পলাইনের মাধ্যমে ইজরায়েলে ভারতের সহ-নাগরিকদের সাহায্য করার জন্য ক্রমাগত কাজ করে চলেছে। একইসঙ্গে জানানো হয়েছে, "দয়া করে সকলে শান্ত, সতর্ক থাকুন ৷ নিরাপত্তা সংক্রান্ত পরামর্শগুলি অনুসরণ করুন ৷"

Last Updated :Oct 12, 2023, 8:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.