ETV Bharat / bharat

কোরোনা-আইন ভাঙায় অখিলেশ-সহ 28 জনের বিরুদ্ধে মামলা

author img

By

Published : Dec 8, 2020, 12:42 PM IST

সোমবার রাতে লখনউ পুলিশের তরফে এই মামলা দায়ের করা হয় ৷ প্রসঙ্গত, গতকাল কৃষক আন্দোলনের সমর্থনে কনৌজে কিষাণ যাত্রার নেতৃত্ব দিচ্ছিলেন অখিলেশ যাদব ৷ কোরোনা মহামারির কারণে অখিলেশ সহ সমাজবাদী পার্টির বহু নেতা কর্মীকে লখনউয়ের ইকো গার্ডেনে আটকে রাখে পুলিশ ৷

fir-lodged-against-akhilesh-yadav-28-others
কোরোনা মহামারি আইন ভাঙায় অখিলেশ যাদব সহ 28 জনের বিরুদ্ধে মামলা

লখনউ (উত্তরপ্রদেশ), 8 ডিসেম্বর : উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্য়মন্ত্রী তথা সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদবের বিরুদ্ধে অভিযোগ দায়ের করল যোগী আদিত্য়নাথ সরকার ৷ কোরোনায় মহামারি আইন ভাঙার অপরাধে অখিলেশ যাদব সহ সপার 28 জন নেতার বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করা হয়েছে ৷

সোমবার রাতে লখনউ পুলিশের তরফে এই মামলা দায়ের করা হয় ৷ প্রসঙ্গত, গতকাল কৃষক আন্দোলনের সমর্থনে কনৌজে কিষাণ যাত্রার নেতৃত্ব দিচ্ছিলেন অখিলেশ যাদব ৷ কোরোনা মহামারির কারণে অখিলেশ সহ সমাজবাদী পার্টির বহু নেতা কর্মীকে লখনউয়ের ইকো গার্ডেনে আটকে রাখে পুলিশ ৷ সেখানে প্রায় 5 ঘণ্টা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্য়মন্ত্রীকে আটকে রাখা হয় ৷ মহামারি আইন ভেঙে জমায়েত করার কারণে অখিলেশ সহ অন্য়ান্য়দের বিরুদ্ধে এই পুলিশ অভিযোগ দায়ের করা হয়েছে ৷

আরও পড়ুন : উন্নয়নের জন্য় সংস্কার জরুরি, পুরানো আইন বাধা : প্রধানমন্ত্রী

অন্য়দিকে, গতকাল অখিলেশ যাদবকে আটক করার খবর ছড়িয়ে পড়তেই লখনউয়ের বিভিন্ন এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন সমাজবাদী পার্টির কর্মীরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.