ETV Bharat / bharat

Neeraj Chopra : প্রচণ্ড জ্বর, অসুস্থতা নিয়ে মাঝপথেই সংবর্ধনা অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে গেলেন নীরজ

author img

By

Published : Aug 18, 2021, 7:06 AM IST

নীরজ চোপড়া
নীরজ চোপড়া

টোকিয়ো থেকে ফেরার পর থেকে নানা অনুষ্ঠানে যেতে হচ্ছে নীরজকে । গতকাল তিনি তাঁর গ্রামে, তাঁর বাড়িতে ফিরছিলেন । তাঁকে স্বাগত জানানোর জন্য একটি অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছিল । কিন্তু অনুষ্ঠানের মাঝেই অসুস্থ বোধ করেন নীরজ ।

নয়া দিল্লি, 18 অগস্ট : বহুদিন পর নিজের গ্রামে, নিজের বাড়িতে ফিরছিলেন । তাই তাঁকে স্বাগত জানাতে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল । কিন্তু, এই অনুষ্ঠানের মাঝেই হঠাৎ অসুস্থ বোধ করেন টোকিয়ো অলিম্পিকসে সোনাজয়ী নীরজ চোপড়া । গায়ে জ্বর ছিল ও কিছুটা অসুস্থ বোধ করছিলেন তিনি । তাই মাঝপথেই অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যান তিনি ।

তাঁর নিকটতম সূত্র সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছে, টোকিয়ো থেকে ফেরার পর থেকে নানা অনুষ্ঠানে যেতে হচ্ছে নীরজকে । গতকাল তিনি তাঁর গ্রামে, তাঁর বাড়িতে ফিরছিলেন । তাঁকে স্বাগত জানানোর জন্য একটি অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছিল । সেখানে পৌঁছাতেও নীরজের অনেক সময় লেগে গিয়েছিল । তার উপর অনুষ্ঠানে প্রচুর মানুষ ভীড় করেছিলেন । এইসব কিছু মিলিয়ে অনুষ্ঠানের মাঝেই অসুস্থ বোধ করেন নীরজ । জ্বর ছিল তাঁর গায়ে । সঙ্গে সঙ্গে তিনি সেখান থেকে বেরিয়ে কাছাকাছি একটি বাড়িতে বিশ্রাম নিতে যান ।

তবে তাঁর অসুস্থ হওয়ার পর থেকেই খবর রটে যে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে । সূত্রের তরফে জানানো হচ্ছে, সেরকম কিছুই হয়নি । তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়নি । সেরকম চিন্তা করার কোনও কারণ নেই । একটু বিশ্রাম নিলেই শরীর ঠিক হয়ে যাবে । তবে জ্বর এই প্রথম নয় । আগেও একবার জ্বর এসেছিল তাঁর । তখন করোনা পরীক্ষাও করা হয় তাঁর । রিপোর্ট নেগেটিভ আসে ।

আরও পড়ুন, Felicitation of Tokyo Olympics Medalist : প্রতিপক্ষকে ভয় পেলে চলবে না, সংবর্ধনায় বললেন নীরজ

টোকিয়ো থেকে ফেরার পর থেকেই নীরজ একের পর এক অনুষ্ঠানে যোগ দিচ্ছেন । যেদিন তিনি টোকিয়ো থেকে ফেরেন, সেদিনই প্রথমে তাঁকে ও অন্যান্য অলিম্পিয়ানদের ক্রীড়ামন্ত্রকের তরফে সংবর্ধনা দেওয়া হয় । পরের দিন আবার তাঁকে অ্যাথলেটিক্স ফেডেরেশন অফ ইন্ডিয়ার তরফে সংবর্ধনা দেওয়া হয় । এরপরেই তাঁর জ্বর আসে । পঞ্জাব ও হরিয়ানার তরফে তাঁর জন্য যে অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছিল, সেখানে তিনি থাকতে পারেননি । সেইসময় তাঁর করোনা পরীক্ষা করালে রিপোর্ট নেগেটিভ আসে । এরপর রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করেন । 15 অগস্ট রেড ফোর্টে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানেও তিনি উপস্থিত ছিলেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.