ETV Bharat / bharat

হেরে যাওয়া বাজি খেলছেন মুইজ্জু, একান্ত সাক্ষাৎকারে বললেন মলদ্বীপের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 10, 2024, 7:52 PM IST

Maldives former VP Exclusive Interview: প্রেসিডেন্ট মুইজ্জু একটি বড় জুয়া খেলছেন এবং এটি একটি হেরে যাওয়া বাজি ৷ ইটিভি ভারতের চন্দ্রকলা চৌধুরীর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এ কথা বললেন মলদ্বীপের প্রাক্তন ভাইস-প্রেসিডেন্ট আহমেদ আদিব ৷

ETV BHARAT
ETV BHARAT

নয়াদিল্লি, 10 জানুয়ারি: ভারত ও মলদ্বীপের মধ্যে কূটনৈতিক দ্বন্দ্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মলদ্বীপের প্রাক্তন ভাইস-প্রেসিডেন্ট আহমেদ আদিব ৷ তিনি বুধবার বলেন যে, তাঁর দেশ ইতিমধ্যেই ঋণের মধ্যে রয়েছে এবং চিনের প্রভাবের শিকার হয়ে শ্রীলঙ্কার মতো একই পথে যাচ্ছে । এই সংকটময় পরিস্থিতিতে চিনের সঙ্গে সম্পর্ক বাড়ানো এবং মালের প্রাচীনতম ঐতিহ্যবাহী মিত্রদের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে যাওয়াটা এ দেশের সরকারের পক্ষে 'সম্পূর্ণ বোকামি' ছাড়া আর কিছুই হবে না বলে মনে করছেন তিনি ৷

ইটিভি ভারতের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে আদিব বলেন যে, প্রেসিডেন্ট মুইজ্জু প্রাক্তন প্রেসিডেন্ট ইয়ামিনের কাছ থেকে একটি দল উত্তরাধিকার সূত্রে পেয়েছেন যিনি ইন্ডিয়া-আউট প্রচার চালিয়েছিলেন । আদিবের কথায়, "মুইজ্জু রাজনীতির খেলায় সেই চরম উপাদানগুলির পৃষ্ঠপোষকতা করছেন, যেগুলি মলদ্বীপের জন্য খুবই দুর্ভাগ্যজনক ৷ কারণ বর্তমানে, ভারতের সমর্থন প্রয়োজন মালের ।"

আহমেদ আদিব বলেন, কোভিডের পর চিনের বাজার এখনও বাড়েনি এবং চিন থেকে পর্যটকদের আগমন সীমিত । এই মুহূর্তে, মুইজ্জু তাঁর নীতি পরিবর্তন করার চেষ্টা করছেন এবং দলীয় লোকদের সন্তুষ্ট করার চেষ্টা করছেন, যা কার্যকরী হচ্ছে না ৷

আদিব বলেন যে, মুইজ্জু একটি বড় জুয়া খেলছেন এবং এটি একটি 'হারানো বাজি' ৷ তাঁর কথায়, "ভারতের মতো ইতিমধ্যে প্রতিষ্ঠিত নির্ভরযোগ্য অংশীদারের উপর নির্ভর করা নিরাপদ । একটি আদর্শ হিসাবে, তাঁর (মুইজ্জু) প্রথমে ভারত সফর করা উচিত ছিল এবং তারপরে তাঁর বিদেশনীতির ভারসাম্য বজায় রাখা উচিত ছিল এবং অন্যান্য দেশ সফর করা উচিত ছিল । আমাদের প্রতিবেশীদের দিয়ে শুরু করা এবং তাদের সঙ্গে খুব ভালো সম্পর্ক বজায় রাখা উচিত ৷"

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে মলদ্বীপের শীর্ষ মন্ত্রীদের অবমাননাকর মন্তব্য নিয়ে মালে ও ভারতের কূটনৈতিক দ্বন্দ্বের মধ্যে মলদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু চিনে রাষ্ট্রীয় সফরে গিয়েছেন ৷ ভারতের বিরুদ্ধে মলদ্বীপের রাজনীতিবিদদের হেটস্পিচের বিষয়ে আদিব বলেন যে, মলদ্বীপকে নিশ্চিত করা উচিত যে এটি আর কখনও যাতে না ঘটে । তাঁর কথায়, "শুধুমাত্র মন্ত্রীদের সাসপেন্ড করাই যথেষ্ট নয় । তাঁদের পদ থেকে সরিয়ে দেওয়া উচিত এবং সেই সঙ্গে মালে সরকারের কাছ থেকে ক্ষমা চাওয়ানো উচিত । মুইজ্জুর উচিত প্রধানমন্ত্রী মোদির কাছে যাওয়া । পরিস্থিতি ক্রমবর্ধমান হচ্ছে এবং কূটনৈতিক সংকট একটি পূর্ণাঙ্গ রূপ নিয়েছে । ভারতীয়দের কাছ থেকে প্রচুর প্রতিক্রিয়া এসেছে । সুতরাং, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এটির সমাধান করা উচিত ৷"

আদিব আরও বলেন, "মলদ্বীপ সরকারের আরও দায়িত্বশীল হওয়া উচিত এবং মালের ভারত ছেড়ে শুধু একটি পক্ষ নেওয়ার মতো সামর্থ্য নেই । আমরা আন্তঃসংযুক্ত এবং ঐতিহাসিক প্রেক্ষাপটেও এই সময়ে মলদ্বীপের অনেক সাহায্য প্রয়োজন । গত পাঁচ বছর ধরে ভারত সবসময়ই আছে । আমাদের ভারতের কাছ থেকে বিদেশি সাহায্য এবং বাজেট সহায়তা দরকার, কারণ আমাদের 1 বিলিয়ন ডলার ঋণ পরিশোধ করতে হবে যা 2026 সালে বাস্তবায়িত হবে । এমনকি রাষ্ট্রপতি মুইজ্জুও সময়ের সঙ্গে সঙ্গে উপলব্ধি করবেন যে, এটি বহন করা সম্ভব নয় । এই সময় মলদ্বীপ সরকারের উচিত পরিস্থিতি শান্ত করা ।"

রবিবার মলদ্বীপ সরকার মোদি এবং ভারতীয়দের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের জন্য তিন মন্ত্রী - মালশা শরিফ, মারিয়াম শিউনা এবং আব্দুল্লাহ মাহজুন মাজিদকে সাসপেন্ড করেছে ।

মলদ্বীপের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট আরও বলেন, "মলদ্বীপ একটি ছোট দেশ এবং আমাদের জনগণ ও আমাদের দেশের উপকার করার জন্য মালে সরকারের প্রতিটি সিদ্ধান্ত নেওয়া উচিত । এবং আমি মনে করি না যে গত 60 দিনে নেওয়া সিদ্ধান্তগুলি মলদ্বীপের জনগণের জন্য উপকৃত হবে ৷"

গত কয়েক মাস ধরে ভারত ও মালের মধ্যে উত্তেজনা বাড়ছে । মুইজ্জু 2023 সালের নভেম্বরে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন । তাঁর নির্বাচনী প্রচারে তিনি বলেছিলেন যে, তিনি তাঁর দ্বীপরাষ্ট্র থেকে প্রায় 75 জন ভারতীয় সামরিক কর্মীদের একটি ছোট দলকে সরিয়ে দেবেন এবং মালদ্বীপের 'ভারত প্রথম' নীতি পরিবর্তন করবেন ।

আরও পড়ুন:

  1. ভারত বিরোধী মন্তব্য নিয়ে ক্ষমা চাওয়া উচিত মুইজি সরকারের, দাবি মলদ্বীপের সাংসদের
  2. বাংলাদেশে ফের হাসিনা সরকার, মোদি-মমতার শুভেচ্ছা বঙ্গবন্ধু-কন্যাকে
  3. বেজিংয়ে মলদ্বীপের প্রেসিডেন্ট, দক্ষিণ ভারত মহাসাগরে চিনা প্রভাব মোকাবিলায় পর্যটনই হাতিয়ার ভারতের ?
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.