ETV Bharat / bharat

Propose Day Horoscope 2023: প্রোপোজ ডে-তে কী মন পাবেন প্রিয়তমার, নাকি ঝামেলার সম্ভাবনা ? আপনার জন্য আজকের বিশেষ রাশিফলে

author img

By

Published : Feb 8, 2023, 7:02 AM IST

আজ ভ্যালেন্টাইন্স সপ্তাহের দ্বিতীয় দিন ৷ প্রোপোজ ডে ৷ কেমন যাবে আজকের দিন ? প্রোপোজে কী সুফল মিলবে নাকি ভোগান্তি আছে কপালে ? গ্রহ-নক্ষত্রের অবস্থান কী বলছে জেনে নিন ইটিভি ভারতের প্রোপোজ ডে স্পেশাল রাশিফলে (Propose Day Special Horoscope 2023) ৷

Etv Bharat
প্রোপোজ ডে তে স্পেশাল রাশিফল

Horoscope
মেষ রাশি

আজকের সন্ধ্যাটা বন্ধু, প্রেমিক ও আত্মীয়দের সঙ্গে কাটতে পারে ৷ আজ প্রিয়তমার সঙ্গে তর্কে জড়াবেন না ৷ জীবন সঙ্গীর সঙ্গে সম্পর্ক আজ ভালো থাকবে ৷ চিন্তায় দ্রুত পরিবর্তনের কারণে প্রেম জীবনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে কিছুটা অসুবিধা হবে ৷

Horoscope
বৃষ রাশি

জেদ ও তাড়াহুড়ো আজ আপনার ক্ষতির কারণ হতে পারে ৷ অনেক চিন্তা প্রোপোজ ডে-তে লাভ বার্ডসকে কষ্ট দেবে ৷ যদিও দুপুরের পর সময়টা আপনার জন্য ভালো কিন্তু আজ সারাদিন নতুন কোনও কাজে হাত দেবেন না ৷

Horoscope
মিথুন রাশি

বন্ধু ও প্রেমিক সঙ্গীর কাছ থেকে উপহার পেয়ে খুশি হবেন ৷ লাভ বার্ডসদের আজ প্রোপোজ ডে-তে লাঞ্চ বা ডিনার ডেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে ৷ সুন্দর পোশাক ও গয়না পরুন আজ ৷ মন থেকে নেতিবাচক চিন্তা দূর করুন ৷ অন্যথায় আপনার ক্ষতি হতে পারে ৷

Horoscope
কর্কট রাশি

প্রেম জীবন আজ বিভ্রান্তির কারণে বিঘ্নিত হবে ৷ আজ বন্ধু, আত্মীয় ও সঙ্গীর সঙ্গে মতভেদ হতে পারে ৷ প্রোপোজ ডে-তে ঝগড়া থেকে দূরে থাকুন, অন্যথায় সমস্যার সম্মুখীন হতে পারেন ৷ চিন্তা না করে কাজ করলে ক্ষতি হতে পারে আজ ৷

Horoscope
সিংহ রাশি

চন্দ্র আজ সিংহ রাশিতে থাকবে ৷ আজকের প্রোপোজ ডে সম্পর্কের জন্য উপকারী ৷ বন্ধু ও প্রেমিক সঙ্গীর কাছ থেকে লাভের সম্ভাবনা রয়েছে ৷ একটি সুন্দর জায়গায় বেড়াতে যেতে পারেন আজ ৷ জীবনসঙ্গীর সঙ্গে পুরনো বিবাদ মিটে যাবে ৷

Horoscope
কন্যা রাশি

আপনি একটি নতুন সম্পর্ক শুরু করার জন্য যে পরিকল্পনাগুলি করেছেন, আজ প্রোপোজ ডে-র দিন সেগুলি সহজেই পূরণ করতে সক্ষম হবেন ৷ মান সম্মান বৃদ্ধি পাবে ৷ পারিবারিক জীবনে সুখ শান্তি থাকবে ৷ বিদেশে বসবাসকারী বন্ধু ও প্রেমের সঙ্গীর খবর পেতে সক্ষম হবেন ৷

Horoscope
তুলা রাশি

প্রোপোজ ডে-তে লাভ বার্ডসদের বাইরে খাওয়া-দাওয়া এড়িয়ে চলতে হবে ৷ আজ বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন এবং প্রেমিক সঙ্গীর সঙ্গে ঝগড়া এড়িয়ে চলুন ৷ বিরোধীদের সঙ্গে গুরুতর আলোচনা করবেন না ৷ প্রেম জীবনে অপ্রয়োজনীয় কাজে অর্থ ব্যয় হতে পারে আজ ৷

Horoscope
বৃশ্চিক রাশি

প্রোপোজ ডে-র দিনে প্রেম জীবনে তাড়াহুড়ো না করে সাবধানে কাটাতে হবে ৷ সাবধানে বাইরে বেরোতে হবে আজ ৷ অপ্রয়োজনীয় অর্থ ব্যয় হতে পারে ৷ অন্যায় আপনাকে সমস্যায় ফেলতে পারে আজ ৷ নতুন সম্পর্ক বাড়ানো এড়িয়ে চলুন আজ ৷

Horoscope
ধনু রাশি

আজ একটি আনন্দের দিন হবে ৷ নতুন বন্ধু বা সঙ্গীর সঙ্গে দেখা উপভোগ করবেন ৷ বন্ধুবান্ধব, প্রেমিক সঙ্গী ও আত্মীয়দের সঙ্গে কোথাও বেড়াতে যাওয়ার কর্মসূচি হতে পারে ৷ তবে বাইরে যাওয়ার সময় সতর্ক থাকতে হবে ৷ জীবন সঙ্গীর সঙ্গে পুরনো বিবাদ মিটে যেতে পারে ৷

Horoscope
মকর রাশি

আজ বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন ও সঙ্গীর সম্মান ও সুখ পেতে সক্ষম হবেন ৷ প্রোপোজ ডে তে আপনার প্রিয়তমা, পরিবারের সদস্যদের সঙ্গে দারুণ সময় কাটাবেন ৷ আইনি বিষয় থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে আজ ৷

Horoscope
কুম্ভ রাশি

মানসিক অস্থিরতার কারণে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সঠিক নয় ৷ সাক্ষাৎ ও যোগাযোগের অভাবে আপনি হতাশ ও অস্থির বোধ করবেন আজ ৷ প্রোপোজ ডে -তে প্রেম জীবনে আপনার দিনটি মিশ্র ও ফলপ্রসূ হবে ৷

Horoscope
মীন রাশি

প্রেম জীবনে তৃপ্তির জন্য প্রোপোজ ডে ভালো সময় ৷ প্রেম জীবনের জন্য আজকের দিনটি শুভ ৷ পরিবারের সদস্যদের সঙ্গে বিরক্তি ও অন্যান্য অসুবিধা আপনার মনকে বিরক্ত করবে ৷ মানহানি হতে পারে আজ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.