ETV Bharat / bharat

ETV Bharat Horoscope for 15th April : বাংলা নববর্ষের প্রথম দিন, কেমন যাবে জেনে নিন

author img

By

Published : Apr 15, 2022, 12:01 AM IST

Updated : Apr 15, 2022, 6:27 AM IST

আর্থিক দিক থেকে লাভবান হবেন কেউ ৷ পরিবারের সঙ্গে ভাল দিন কাটবে কারও তার সঙ্গে বিবাহের যোগ রয়েছে কারও ৷ আর কী রয়েছে আপনার ভাগ্যে তা জানতে চোখ রাখুন ইটিভি ভারত রাশিফলে (Etv Bharat Horoscope for 15th April) ৷

Horoscope
রাশিফল

Horoscope
মেষ

মেষ : আপনার প্রবল উদ্যম আপনার প্রিয়তম বা সঙ্গীকে আনন্দিত ও বিষ্মিত করবে। আপনার উৎসাহ ও উদ্যমে তিনি অবাক হয়ে যাবেন। আজকে আপনি বাস্তববাদী দৃষ্টিভঙ্গি থেকে আর্থিক বিষয়গুলি দেখবেন। আর্থিক বিষয় সম্বন্ধে আপনি কোনো ভালও খবর পাওয়ার জন্য উন্মুখ হয়ে থাকবেন, যা কিনা আপনার মুখে হাসি এনে দেবে। এর ফলে প্রাত্যহিক কাজকর্মগুলি আপনি আরও ভালও করে করতে পারবেন; ফলে আপনার আরও বেশি দায়িত্ব নেওয়ার ইচ্ছা হবে। কর্মক্ষেত্রে আপনি ভালভাবে কাজ করতে পারবেন।

Horoscope
বৃষ

বৃষ : ব্যক্তিগত দিক থেকে আজকে খুব ভাল দিন। সন্ধ্যাবেলা আপনি প্রিয়তমের সঙ্গে ঘুরতে যাবেন। শেয়ার বাজারে বিনিয়োগ করার জন্য আজ ভাল দিন। এখন অবধি করে না থাকলে, আজ করুন। ভাগ্য আপনার সহায় থাকার ফলে আপনি আপনার অর্থ কয়েকগুণ বাড়াতে পারবেন। নতুন ধারণ আও ভাবনা-চিন্তা নিয়ে কাজ করার জন্য দিনের দ্বিতীয় ভাগ ভাল হবে।

Horoscope
মিথুন

মিথুন : প্রেমের ক্ষেত্রে আজ খুবই ভাল দিন। আর্থিক দিক থেকে আজ আপনি স্বচ্ছন্দ থাকবেন। আজ আপনি যে বিনিয়োগ করবেন তা আপনার ভবিষ্যতকে উজ্জ্বল করে তুলবে। এছাড়াও, ভবিষ্যতের বিনিয়োগের ক্ষেত্রে জমিজমা আপনার জন্য সবথেকে ভাল উপায়। আপনার মনে হবে যে আপনার ওপরওয়ালারা আপনার কাজ নিয়ে সন্তুষ্ট নন। কিন্তু সেই নিয়ে চাপ নেবেন না। আজকে আপনার আপস-আলোচনার ক্ষমতা কম থাকবে, কাজেই মিটিংগুলি এড়িয়ে চলাই ভাল।

Horoscope
কর্কট

কর্কট : আজকের দিনটি আপনাকে ক্লান্ত করে দেবে ও আপনি হয়তো আপনার প্রিয়তমের সঙ্গে শান্ত সন্ধ্যা কাটাতে চাইবেন। আজকে সম্ভবত আপনার মনে হবে যে অতিরিক্ত পয়সা রোজগারের কিছু সুযোগ আপনার হাতছাড়া হয়ে গেছে এবং সে কারণে আপনি বিষণ্ণ হয়ে পড়বেন। আশা রাখুন এবং আপনি আরও সুযোগ পাবেন। যদিও, কাজের প্রতি আপনার নিষ্ঠা আজ প্রবল থাকবে। স্বাস্থ্যের দিক থেকে একটি গড়পড়তা দিন যাবে।

Horoscope
সিংহ

সিংহ : আপনার যা আছে তাই নিয়েই আপনি সন্তুষ্ট থাকবেন। পঅন্য লোকজন হয়তো আপনার আর্থিক অবস্থাকে সমৃদ্ধ করে তুলবে। আপনার পরিবারের আর্থিক অবস্থান শক্তিশালী হবে। আপনার সৌভাগ্যের জন্য আপনি ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ থাকবেন। আজ আপনার নিজেকে জ্ঞানী মনে হবে। কিন্তু নিজের উপদেশ নিজের কাছে রাখাই ভাল, কেননা সবাই আপনার পরামর্শ শুনতে নাও চাইতে পারে। আর কেউ কেউ তা নিয়ে ভুলও বুঝতে পারে।

Horoscope
কন্যা

কন্যা : আজকে যদিও আপনার জীবনে কোনও গুরুত্বপূর্ণ বদল ঘটবে না, কিন্তু আপনার প্রেমের ক্ষেত্রে সবকিছু আগের সপ্তাহ থেকে ভাল কাটবে। এই সপ্তাহে প্রেমের ব্যাপারে এই উন্নতি আপনাকে মানসিক শান্তি দেবে। আপনি আপনার খরচ নিয়ন্ত্রণে রাখবেন এবং কোনও পরিস্থিতিতেই নিজের বাজেট ছাড়িয়ে যাবেন না। আপনি আর্থিক বিষয় নিয়ে অহংকার করবেন না ও আপনার সঞ্চয় নিয়ে জাঁক দেখাবেন না।

Horoscope
তুলা

তুলা : কোনও সরকারি লেনদেন করার জন্য আজ খুব ভাল দিন নয়। লাল-ফিতের গেরোই বলুন বা আমলাতান্ত্রিক গড়িমসি, আজকে এই কাজগুলি ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা প্রচণ্ড কম। এতে হয়তো আপনার ধৈর্যের পরীক্ষা হবে ও তার ফলে আপনার দক্ষতা ও পারদর্শিতা সামনে উঠে আসবে, বিশেষত আপনি যদি সরকারি চাকুরে হন। আপনার বিশ্লেষক ক্ষমতা আজ আপনাকে সমস্যার সমাধানে সাহায্য করবে।

Horoscope
বৃশ্চিক

বৃশ্চিক : আজকের দিনটি আপনার তরফ থেকে কিছু জিনিস চাইবে। সঙ্গীর থেকে বাঁধাধরা কোনও প্রত্যাশা রাখবেন না। ইদানীং আপনি যত পরিশ্রম করেছেন এখন তার পুরস্কার পাবেন। আপনার বিশ্বস্ত কোনও বন্ধুর সঙ্গে আর্থিক বিষয় নিয়ে আলোচনা করার এটি ভাল দিন। বন্ধুদের মাধ্যমে লাভেরও ইঙ্গিত আছে। আপনার কাজেকর্মে আপনার সহকর্মীরা আপনাকে সাহায্য করার জন্য প্রস্তুত থাকবেন।

Horoscope
ধনু

ধনু : আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনাকে পছন্দ করেন এবং মূল্যায়নের সময় আপনার প্রতি পক্ষপাতিত্ব করতে পারেন। ব্যবসায়ীরা আজ নতুন শিখরে পৌঁছবেন যার মানে বেশি উপার্জন। এখন থেকে, কাজ হাতে পাওয়া মাত্র আপনাকে শেষ করে ফেলতে হবে। জমে থাকা কাজ আপনার উৎসাহ ও উদ্যমের ওপরে চাপ ফেলবে। আজকে আপনি তা বুঝতে পারবেন। কাজগুলিকে তাদের প্রাধান্য অনুযায়ী সাজান। নিয়মিত হাঁটতে বা জগিং করতে গেলে সুস্থ থাকতে সাহায্য হবে।

Horoscope
মকর

মকর : ব্যক্তিগত দিক থেকে দিনটি আপনার অনুকূলে যাবে মনে হচ্ছে, সারা দিন আপনার মানসিক শান্তিও বজায় থাকবে। আজকে আপনাকে মুঠো শক্ত করে রাখতে হবে এবং অকারণে পয়সা খরচ করা যাবে না। অতিরিক্ত পয়সা রোজগারের উপায় খোঁজার জন্য আপনি চোখকান খোলা রাখবেন। ফ্রিলান্স কিছু কাজ ধরার জন্য আপনি আপনার পরিচিতদের সঙ্গে যোগাযোগ করবেন। পেশাগত ও সাংসারিক এই দুই দিকেই আপনার মনোযোগ বিভক্ত হয়ে যাবে।

Horoscope
কুম্ভ

কুম্ভ : আজকে ভাগ্য আপনার সহায় নেই, কাজেই সবকিছু ঠিক করার জন্য আপনাকে আরও বেশি পরিশ্রম করতে হবে। আপনি যদি ব্যবসার মজবুত ভিত্তি স্থাপন করতে পারেন, তাহলে আর্থিক অগ্রগতিও জোরালো হবে। দিনের প্রতিটা মিনিটকে এক এক ঘণ্টা বলে মনে হবে। আজকে সময়ও কঠিন কাটবে। দৈনন্দিন রুটিন কাজের পাশাপাশি আপনাকে কিছু অতিরিক্ত কাজও সামলাতে হবে। অনেকক্ষণ ধরে কাজ করার ফলে আপনার মনোবলেও চাপ পড়বে।

Horoscope
মীন

মীন : প্রেমের দিক থেকে দিনটি ভাল যাবে। আজকে কোনও অঘটন ঘটার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। আজকের দিনের আপনি সদ্ব্যবহার করবেন। আপনার কাজ করার পদ্ধতি নিয়ে লোকজন যদি উদ্বেগ দেখায়, তাহলে চাপ নেবেন না। অফিসের কিছু বিষয় নিয়ে আপনি আতঙ্কিত থাকবেন। এর সবথেকে যৌক্তিক সমাধান হল ধৈর্য ধরে থাকা ও যতটা সম্ভব স্বাভাবিক প্রতিক্রিয়া দেখানো। কেননা মানসিক চাপে থাকলে তা আপনার স্বাস্থ্যের ওপরেও প্রভাব ফেলবে।

Last Updated : Apr 15, 2022, 6:27 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.