ETV Bharat / bharat

Bandipora Encounter : বান্দিপোরায় নিকেশ দুই জঙ্গি

author img

By

Published : Sep 26, 2021, 12:57 PM IST

Two militants killed in encounter in North Kashmir's Bandipora
Bandipora Encounter : সেনা-পুলিশের যৌথ অভিযান, বান্দিপোরায় নিকেশ দুই জঙ্গি

জম্মু-কাশ্মীরের বান্দিপোরায় সেনা-পুলিশের যৌথ অভিযান ৷ খতম দুই জঙ্গি ৷ নিহতদের মধ্যেই একজন বিজেপি নেতা শেখ ওয়াসিম বারি ও তাঁর পরিবারের সদস্যদের খুনের ঘটনায় যুক্ত ছিল বলে দাবি পুলিশের ৷

বান্দিপোরা (জম্মু-কাশ্মীর), 26 সেপ্টেম্বর : বিজেপি নেতা শেখ ওয়াসিম বারি (Sheikh Waseem Bari) ও তাঁর পরিবারের সদস্যদের খুনের ঘটনায় অভিযুক্ত জঙ্গিকে খতম করল নিরাপত্তাবাহিনী ৷ রবিবার জম্মু-কাশ্মীরের বান্দিপোরায় একটি গুলিচালনার ঘটনা ঘটে ৷ সেখানে দুই সন্ত্রাসবাদীকে নিকেশ করেন নিরাপত্তাবাহিনীর জওয়ানরা ৷ প্রথমে নিহত দুই জঙ্গির পরিচয় জানা না গেলেও, পরে জানা যায় তাদের মধ্যে একজন শেখ ওয়াসিম বারি ও তাঁর পরিবারকে খুনের ঘটনায় জড়িত ছিল ৷ এদিন কাশ্মীর পুলিশের (Kashmir Zone Police) তরফে থেকে এমনই জানানো হয়েছে ৷

আরও পড়ুন : Naxals Killed : গুলির লড়াইয়ে বিহারের লক্ষ্মীসরাইয়ে নিহত বেশ কয়েকজন মাওবাদী

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এনকাউন্টার শুরু হয় রবিবার সকালে ৷ ঘটনাস্থল বান্দিপোরা জেলার ওয়াটরিনা গ্রাম ৷ নির্দিষ্ট সূত্র মারফত আসা তথ্যের ভিত্তিতে এদিন এই গ্রামে তল্লাশি চালাচ্ছিল নিরাপত্তাবাহিনী ৷ তাদের কাছে খবর ছিল, গ্রামেই কোথাও লুকিয়ে রয়েছে সন্ত্রাসবাদীরা ৷ তারই ভিত্তিতে যৌথ অভিযান চালায় জম্মু-কাশ্মীর পুলিশ ও সেনাবাহিনী ৷ সেই সময়েই শুরু হয় গোলাগুলি ৷ প্রথমে পুলিশ ও সেনাবাহিনীকে লক্ষ্য করে তাদের গোপন ডেরা থেকে গুলি ছোড়ে জঙ্গিরা ৷ পাল্টা জবাব দেয় বাহিনীও ৷ তাতেই দুই জঙ্গির প্রাণ যায় ৷

সূত্রের খবর, বান্দিপোরা জেলারই বাসিন্দা ছিলেন বিজেপি নেতা শেখ ওয়াসিম বারি ৷ সন্ত্রাসবাদীরা তাঁকে ও তাঁর পরিবারকে নিশানা করে ৷ সেই ঘটনায় ওয়াসিম ছাড়াও তাঁর ভাই উমর সুলতান (Umar Sultan) এবং তাঁদের বাবা বশির আহমেদ শেখের (Bashir Ahmad Sheikh) মৃত্যু হয় ৷ সন্ত্রাসবাদীরা তাঁদের গুলি করে খুন করে ৷ ঘটনাটি ঘটে চলতি বছরের জুলাই মাসে ৷

আরও পড়ুন : J&K encounter : ফের উত্তপ্ত কাশ্মীর, সেনা সঙ্গে লড়াইয়ে নিহত 3 জঙ্গি

ঘটনার দিন সকাল ন’টা নাগাদ ওয়াসিমদের উপর হামলা হয় ৷ পরে আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়েও যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি ৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন, বাড়িতেই একটি দোকান ছিল ওয়াসিমদের ৷ ঘটনার দিন হামলাকারীরা মোটরবাইকে সওয়ার হয়ে এসেছিল ৷ খুব কাছ থেকে তিনজনকে লক্ষ্য করে গুলি ছোড়ে তারা ৷ এই অপারেশনের সময় তারা যে রিভলবার ব্যবহার করেছিল, তাতে সাইলেন্সর লাগানো ছিল ৷ ফলে গুলি চালানো হলেও তার কোনও শব্দ হয়নি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.