ETV Bharat / bharat

Eknath Shinde apologise to Assam: 'কুকুর মন্তব্যে' মুখে কুলুপ বিধায়কের, অসমের কাছে ক্ষমা চাইলেন একনাথ

author img

By

Published : Mar 23, 2023, 3:29 PM IST

Eknath Shinde apologise to Assam people for Bachchu Kundu controversial comment on Dog Meat
প্রতীকী ছবি

কুকুরের মাংস খাওয়া নিয়ে অসমের মানুষকে অপমান করেছিলেন মহারাষ্ট্রের বিধায়ক বাচ্চু কুণ্ডু (Bachchu Kundu controversial comment on Dog Meat) ৷ যার জেরে ক্ষমা চাইতে হল রাজ্যের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডেকে (Eknath Shinde apologise to Assam) ৷

গুয়াহাটি, 23 মার্চ: নিজের রাজ্য়ের বিধায়কের কীর্তির জন্য অসমের মানুষের কাছে ক্ষমা চাইলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে (Eknath Shinde apologise to Assam) ৷ তবে, যাঁর জন্য মুখ্যমন্ত্রীকে মাথানত করতে হল, সেই বিধায়ক বাচ্চু কুণ্ডু কিন্তু এখনও পর্যন্ত নিজের বিতর্কিত মন্তব্য (Bachchu Kundu controversial comment on Dog Meat) নিয়ে উচ্চবাচ্য করেননি ! এই বাচ্চু কুণ্ডু প্রহার জনশক্তি পার্টির নেতা ও বিধায়ক ৷ একনাথ শিণ্ডে সরকারের অন্যতম সদস্য ৷ সম্প্রতি বিধানসভায় দাঁড়িয়ে তিনি বলেন, "অসমের মানুষ কুকুরে মাংস খান ৷ তাই মহারাষ্ট্রের রাস্তায় ক্রমশ বেড়ে চলা কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণ করতে সেগুলিকে ধরে অসমে পাঠিয়ে দেওয়া হোক ৷ ওখানে কুকুরের মাংসের বিরাট চাহিদা রয়েছে ৷"

এই ঘটনায় স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ হন অসমের মানুষ ৷ মহারাষ্ট্রের বিধায়কের মন্তব্যের তীব্র প্রতিবাদ জানান অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও ৷ নানা মহলে এ নিয়ে সমালোচনা শুরু হয় ৷ কিন্তু, বাচ্চু মুখে কুলুপ এঁটে রাখেন ! এর ফলে বাধ্য হয়েই আসরে নামতে হয় মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডেকে ৷ বিধায়কের হয়ে তিনিই অসমবাসীর কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন ৷

বাচ্চু কুণ্ডুর মন্তব্য়ের প্রতিবাদে শুধুমাত্র রাজনৈতিক মহল নয়, সরব হয়েছে আমজনতা ৷ এমনকী, বিভিন্ন স্বেচ্ছাসেবী ও পশুপ্রেমী সংগঠনও এই মন্তব্যকে ধিক্কার জানিয়েছে ৷ অসম বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হলে, সেখানেও এ নিয়ে তর্ক, বিতর্ক হয় ৷ রাজ্যপালের ভাষণের মধ্যেই এই ইস্যুতে হাঙ্গামা শুরু করে দেন বিরোধী বিধায়করা ৷ এর জেরে মাঝপথেই ভাষণ শেষ করতে বাধ্য হন রাজ্যপাল ৷

আরও পড়ুন: মাংস বিক্রেতাকে মারধর করে মুখে প্রস্রাব করায় অভিযুক্ত পুলিশ

এতেও ক্ষান্ত হননি বিরোধীরা ৷ অধিবেশন কক্ষ ছেড়ে বাইরে বেরিয়ে যান তাঁরা ৷ পরবর্তীতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানান, এই ইস্যুতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডেকে সরাসরি চিঠি পাঠিয়েছেন তিনি ৷ সেই চিঠির ভিত্তিতে গত 19 মার্চ শিণ্ডে প্রতিশ্রুতি দেন, বিধায়ক বাচ্চু কুণ্ডু তাঁর মন্তব্য প্রত্য়াহার করে নেবেন ৷ অসমের মানুষের কাছে ক্ষমা চেয়ে বিবৃতিও প্রকাশ করবেন তিনি ৷ যদিও এখনও পর্যন্ত তেমন কিছুই করেননি বাচ্চু কুণ্ডু ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.