ETV Bharat / bharat

Narayana Murthy: মনমোহন অসাধারণ, তবু অর্থনীতির বেহাল দশা ইউপিএ আমলেই; মত নারায়ণ মূর্তির

author img

By

Published : Sep 24, 2022, 8:46 AM IST

Updated : Sep 24, 2022, 9:09 AM IST

Economic Activities in India were Stalled During UPA Regime Says Narayana Murthy
Economic Activities in India were Stalled During UPA Regime Says Narayana Murthy

ভারতীয় অর্থনীতির বর্তমান বেহাল দশার (Economic Activities in India Stalled During UPA Regime) জন্য ইউপিএ সরকারকেই দায়ী করলেন ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা এন আর নারায়ণ মূর্তি (Infosys co-founder NR Narayan Murthy) ৷ তাঁর মতে, মনমোহন সিংয়ে আমল থেকেই ভারতীয় অর্থনীতির এই বেহাল পরিস্থিতি তৈরি হয়েছিল ৷ বর্তমানে আরও প্রকোট হয়ে উঠেছে ৷

আমেদাবাদ, 24 সেপ্টেম্বর: ইউপিএ শাসনকালেই ভারতীয় অর্থনীতির কর্মকাণ্ডের বেহাল অবস্থা তৈরি হয়েছিল (Economic Activities in India Stalled During UPA Regime) ৷ ভারতীয় তথ্য প্রযুক্তি ক্ষেত্রের অন্যতম ব্যক্তিত্ব এবং ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা এন আর নারায়ণ মূর্তি (Infosys co-founder NR Narayan Murthy) শুক্রবার দুঃখ প্রকাশ করে এমনটাই জানিয়েছেন ৷ অর্থনীতিবিদ হিসাবে মনমোহন সিংয়ের (Manmohan Singh) প্রশংসা করলেও, তাঁর মতে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী দেশের অর্থনীতিকে তুলে ধরতে ব্যর্থ হয়েছিলেন ৷

আমেদাবাদে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের পড়ুয়াদের সঙ্গে এক আলাপচারিতায় এমনটাই জানিয়েছেন নারায়ণ মূর্তি ৷ তিনি বলেন, ‘‘আমি লন্ডনে এইচএসবিসি বোর্ডে ছিলাম (2008-2012) ৷ প্রথম কয়েক বছরে যখন বোর্ডরুমে দুই থেকে তিনবার চিনের অর্থনীতি নিয়ে কথা বলা হয়েছিল ৷ সেখানে ভারতের নাম মাত্র একবার উঠে এসেছিল ৷’’ আর এই অর্থনীতির বেহাল দশা নিয়ে বলতে গিয়ে নারায়ণ মূর্তি ইউপিএ সরকার এবং বর্তমান এনডিএ সরকারের একটা তুলনা টেনে আনেন ৷ সেখান তিনি জানান, দেশের অর্থনীতির এই বেহাল দশার অন্যতম কারণ সঠিক সময়ে সিদ্ধান্ত না নেওয়া ৷

তবে, ব্যক্তিগতভাবে একজন অর্থনীতিবিদ হিসাবে মনমোহন সিংকে তিনি সম্মান করেন বলে জানান ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা ৷ তাঁর কথায়, ‘‘কিন্তু দুর্ভাগ্যবশত, আমি জানি না পরবর্তী সময়ে কী হয়েছে ৷ মনমোহন সিং একজন অসাধারণ ব্যক্তি । তাঁর প্রতি আমার অগাধ শ্রদ্ধা রয়েছে ৷ কিন্তু, তাঁর সময়ে কোনও কারণে ভারতীয় অর্থনীতি থমকে গিয়েছিল ৷ সিদ্ধান্ত দ্রুত নেওয়া হয়নি ৷ সবকিছুই দেরিতে হচ্ছিল ৷ আর এমন সময়ে আমি এইচএসবিসি ছেড়ে দিই ৷ সেখানে অর্থনীতির উন্নতির প্রশ্নে চিনের নাম অন্তত 30 বার নেওয়া হলে, ভারতের নাম খুব জোর একবার উঠে এসেছে ৷’’

আরও পড়ুন: দিনের শুরুতে ফের পতন শেয়ার বাজারে, পরে কিছুটা থিতু

1991 সালে ভারতীয় অর্থনীতির সংস্কারে মনমোহন সিংয়ের ভূমিকার প্রশংসা করেন নারায়ণ মূর্তি ৷ পুরো কৃতিত্ব তিনি প্রাক্তন প্রধানমন্ত্রীকেই দিয়েছেন ৷ এ দিন তাঁকে জিজ্ঞাসা করা হয়, ভারতীয় অর্থনীতির ভবিষ্যৎ কী ? এর জবাবে নারায়ণ মূর্তি বলেন, ‘‘এটা তরুণ প্রজন্মের দায়িত্ব মানুষের কাছে ভারতের নাম উল্লেখ করা ৷ যখনই তাঁরা অন্য কোনও দেশের, বিশেষ করে চিনের নাম উল্লেখ করে, তখন এই বিশ্বাসটা রাখতে হবে যে, তরুণ প্রজন্ম ভারতের নামটাও তুলে ধরতে সক্ষম হবে ৷’’ পাশাপাশি, নরেন্দ্র মোদির (Narendra Modi) সরকারের প্রশংসাও করেন নারায়ণ মূর্তি ৷ সেখানে এনডিএ সরকারের ‘মেক ইন ইন্ডিয়া’ (Make In India) এবং ‘স্টার্টআপ ইন্ডিয়া’ (Startup India)-র ভূয়সী প্রশংসা করেন তিনি ৷

Last Updated :Sep 24, 2022, 9:09 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.