ETV Bharat / bharat

কাকভোরে কেঁপে উঠল প্রতিবেশী রাজ্য! ভূমিকম্পের মাত্রা 3.5

author img

By ANI

Published : Dec 7, 2023, 6:55 AM IST

Updated : Dec 7, 2023, 8:55 AM IST

ফাইল ছবি
Earthquake in Assam

Earthquake in Assam: বৃহস্পতিবার কাকভোরে ভূমিকম্পে কাঁপল অসমের গুয়াহাটি। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল 3.5। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি অনুযায়ী ভূমিকম্পের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে 5 কিলোমিটার গভীরে ৷

গুয়াহাটি, 7 ডিসেম্বর: ভূমিকম্পে কাঁপল অসমের গুয়াহাটি। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল 3.5। ভূপৃষ্ঠ থেকে 5 কিলোমিটার নীচে ছিল ভূমিকম্পের উপকেন্দ্র। বৃহস্পতিবার ভোর 5টা 42মিনিটে কেঁপে উঠে গুয়াহাটি। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল গুয়াহাটি থেকে 63 কিলোমিটার উত্তর ও উত্তর-পূর্বে ৷

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি অনুসারে, বৃহস্পতিবার সকালে রিখটার স্কেলে 3.5 মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয় অসমের গুয়াহাটিতে। এনসিএসের শেয়ার করা তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ভোর 5.42 মিনিটে এই অঞ্চলে কম্পন অনুভূত হয়। দ্রাঘিমাংশ 92.08 ও 26.63 অক্ষাংশ বলে জানা গিয়েছে ৷ ভূমিকম্পের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে 5 কিলোমিটার গভীরে। ভূমিকম্পের উৎসস্থল ছিল গুয়াহাটি থেকে 63 কিলোমিটার উত্তর ও উত্তর-পূর্বে ৷

(সংবাদসংস্থা এএনআই)

আরও পড়ুন:

  1. প্রতিবেশী দেশে ভূমিকম্প, কাঁপল উত্তরবঙ্গ-সহ কলকাতা
  2. দগদগে স্মৃতি উসকে দিল ভূমিকম্প, চারিদিকে হাহাকার; দেখুন ভিডিয়ো
  3. একাধিক ভূকম্পে আইসল্যান্ডে অগ্ন্যুৎপাতের আশঙ্কা, ঘরবাড়ি খালি করার নির্দেশ প্রশাসনের
Last Updated :Dec 7, 2023, 8:55 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.