ETV Bharat / bharat

India-Saudi Arabia Meeting : আফগান পরিস্থিতি নিয়ে সৌদি আরবের সঙ্গে বৈঠক ভারতের

author img

By

Published : Sep 19, 2021, 7:15 PM IST

দিল্লিতে দ্বিপাক্ষিক বৈঠকে বসলেন ভারত ও সৌদি আরবের বিদেশমন্ত্রীরা ৷ এদিনের বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কেই সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বলে দাবি সূত্রের ৷ বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে দাবি করেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৷

EAM Jaishankar discusses Afghan issue with Saudi counterpart
India-Saudi Arabia Meeting : আফগান পরিস্থিতি নিয়ে সৌদি আরবের সঙ্গে বৈঠক ভারতের

নয়াদিল্লি, 19 সেপ্টেম্বর : আফগানিস্তানের (Afghanistan Issue) পরিস্থিতি নিয়ে আলোচনা করতে দ্বিপাক্ষিক বৈঠকে বসল ভারত ও সৌদি আরব ৷ রবিবার দিল্লির হায়দরাবাদ হাউসে আয়োজিত এই বৈঠকে মুখোমুখি হন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar) এবং সৌদি আরবের বিদেশমন্ত্রী ফয়জল বিন ফারহান আল সৌদ (Faisal Bin Farhan Al Saud) ৷

আরও পড়ুন : Heroin Seized : গুজরাত উপকূলে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার, বাজারদর 150 থেকে 250 কোটি

অতিমারি শুরু হওয়ার পর থেকে এই প্রথম সৌদি আরবের কোনও মন্ত্রী ভারত সফরে এলেন ৷ সূত্রের খবর, এদিনের বৈঠকে বিভিন্ন ক্ষেত্রে সংশ্লিষ্ট দুই দেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করার উপর জোর দেওয়া হয়েছে ৷ আলোচনা হয়েছে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ, শক্তি সম্পদ, প্রতিরক্ষা, নিরাপত্তা, সংস্কৃতি, স্বাস্থ্য-সহ নানা বিষয় নিয়ে ৷

বৈঠকের পর এ নিয়ে একটি টুইটও করেন বিদেশ মন্ত্রী ৷ তিনি লেখেন, ‘‘সৌদি আরবের বিদেশ মন্ত্রী ফয়জল বিন ফারহান আল সৌদের সঙ্গে খুবই সৌহার্দ্যমূলক এবং ফলপ্রসূ একটি বৈঠক হয়েছে ৷ রাজনীতি, নিরাপত্তা, সামাজিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে আমাদের কৌশলগত অংশীদারিত্ব নিয়ে আলোচনা হয়েছে ৷ আফগানিস্তান নিয়েও আমরা আমাদের মত বিনিময় করেছি ৷ এছাড়া, ভূমধ্য সাগরীয় এলাকা এবং ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরীয় এলাকা নিয়েও আমাদের মধ্যে কথা হয়েছে ৷’’

EAM Jaishankar discusses Afghan issue with Saudi counterpart
ভারত-সৌদি আরব দ্বিপাক্ষিক বৈঠক ৷

সূত্রের খবর, ভারত ও সৌদি আরবের মধ্যে যাতে ফের সরাসরি উড়ান পরিষেবা শুরু করা যায়, দ্রুত সেই বিষয়ে পদক্ষেপ করার আবেদন জানিয়েছেন জয়শঙ্কর ৷ পাশাপাশি, সৌদি আরবের বিদেশমন্ত্রীকে করোনা সংক্রান্ত সমস্ত সমস্য়া মোকাবিলায় যথাযথ সহযোগিতারও আশ্বাস দিয়েছেন তিনি ৷ উল্লেখ্য, 2019 সালের অক্টোবর মাসে সৌদি আরব সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ৷ সেই সময়েই দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব পর্ষদের চুক্তি স্বাক্ষরিত হয় ৷ এদিন সেই বিষয় নিয়েও আলোচনা হয় ভারত ও সৌদি আরবের বিদেশমন্ত্রীদের মধ্যে ৷ বৈঠকে দু’পক্ষই তাদের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করেছে ৷

  • A cordial and productive meeting with Saudi FM HH @Faisalbinfarhan.

    Discussed our cooperation in the political, security and socio-cultural pillars of our strategic partnership.

    Very useful exchange of views on Afghanistan, the Gulf and the Indo-Pacific. pic.twitter.com/0cYq6I5VUU

    — Dr. S. Jaishankar (@DrSJaishankar) September 19, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Punjab New CM: পঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি

এছাড়া, আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়েও এদিনের বৈঠকে দীর্ঘক্ষণ আলোচনা হয় ৷ পাশাপাশি, করোনা মোকাবিলায় সৌদি আরব যেভাবে ভারতের পাশে থেকেছে, তার জন্যও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জয়শঙ্কর ৷ এছাড়া, গতবছর করোনা আবহেও যেভাবে ভূমধ্য সাগরীয় এই দেশ জি-20 বৈঠক পরিচালনা করেছে, তারও প্রশংসা করেছে ভারত ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.