ETV Bharat / bharat

Dilip Ghosh Slams TMC : ‘এখানে এত সমস্যা, ত্রিপুরায় একটু রিল্যাক্স করুক’, ফিরহাদদের কটাক্ষ দিলীপের

author img

By

Published : Nov 20, 2021, 11:02 PM IST

শুক্রবারই বিতর্কিত কৃষি বিল প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ তারপরেই নিজের অবস্থান বদলে নারাজ বিজেপির জাতীয় সহ-সভাপতি ৷ সাফ জানালেন, ওটা কৃষকদের স্বার্থেই ছিল ।

Dilip Ghosh
ফিরহাদদের কটাক্ষ দিলীপের

কলকাতা, 20 নভেম্বর : রোজকার মতো শনিবার সকালেও নিউটাউনের ইকোপার্কে প্রাতঃভ্রমণে এসেছিলেন বঙ্গ-বিজেপির সদ্য প্রাক্তন সভাপতি ৷ সেখানেই তাঁকে খেলা হবে স্লোগানে স্বাগত জানান তৃণমূলের কর্মী-সমর্থকরা ৷ আমরা মনিং ওয়াকে আসি, রাজনীতি করতে না, সহাস্যে জানালেন দিলীপ ঘোষ ৷ তিনি বলেন, ‘‘যাদের মাথায় রাজনীতি আছে তাঁরা রাজনীতি করেন । খেলা তো ত্রিপুরাতে হচ্ছে । বাবুল সুপ্রিয়কে তাঁর গান বাজিয়ে স্বাগত জানানো হচ্ছে ৷ ত্রিপুরাতে ক্যান্ডিডেট দিতে পারছে না, জয়ের কল্পনা করছে ।’’

ত্রিপুরায় প্রচারে যাওয়া তৃণমূল নেতৃত্বকেও কটাক্ষ করে তিনি বলেন, ‘‘একটা ভাল সুযোগ হয়েছে ঘোরাঘুরি করার । এখানে খুব প্রেসারে থাকেন সারা বছর ৷ তিনবার জল জমল, তারপর এই যে এত স্ক্যাম হচ্ছে চাকরি দেওয়া নিয়ে ৷ কদিন একটু রিল্যাক্স থাকবেন ত্রিপুরায় ৷ তারপর বরং একটু গোয়াও ঘুরে আসুন । বললে হোটেল ও বুক করে দেওয়া যাবে ।’’

ফিরহাদদের কটাক্ষ দিলীপের

আরও পড়ুন: Maa Flyover : কেন মা উড়ালপুলে বারবার পথ দুর্ঘটনা, নজরদারির অভাব ?

অন্যদিকে শুক্রবারই বিতর্কিত কৃষি বিল প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ তা সত্ত্বেও নিজের বক্তব্যে অনড় দিলীপ ঘোষ ৷ তিনি বলেন, ‘‘এখনও আমি বলছি ওটা কৃষকদের স্বার্থেই ছিল । কৃষকদের শোষণ করা সহজ, তাদের জাগানো কঠিন । ওদের বোঝানো যায়নি ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.